নাটক রিভিউ - কলকাতার জামাই

in hive-129948 •  2 months ago 
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নাটকের রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।আজকে বিকেলে নাটকটি দেখেছিলাম ।যদিও আমি সবসময় আপনাদের সাথে নতুন নাটকগুলোর রিভিউ পোস্ট শেয়ার করে থাকি।কিন্তু আজকে একটু পুরোনো নাটক নিয়ে হাজির হয়েছি। প্রায় বছর খানেক আগে রিলিজ হয়েছে নাটকটি।ফেসবুক এ বেশ কয়েকটি ক্লিপ আসছিল আর দেখেও বেশ ভালো লাগলো।কমেডি নাটকগুলো বেশ মজার হয়।তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি নাটকটির রিভিউ ।

IMG_20240828_174652.jpg

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামকলকাতার জামাই
রচনা ও পরিচালনামেহেদী হাসান হৃদয়
অভিনয়েনিলয় আলমগীর,সামিরা খান মাহি,সাহেলা আক্তার,তুহিন রহমান আরও অনেকে।
চিত্রগ্রহণনাঈম ফুয়াদ
প্রযোজকজুলকার নাইন ভুঁইয়া
এডিট ও কালারআকাশ সরকার
মুক্তির তারিখ২৫-০৭-২০২৩
দৈর্ঘ্য৪৫মিনিট ৫৬সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


নাটকটিতে প্রথম দৃসেই দেখা যাচ্ছে দুইজন সিএনজি করে কোথাও একটা যাচ্ছে।তারা দুজনেই কলকাতার মানুষ।এখানে ঢাকা তার ছেলের শশুর বাড়ির দিকে যাচ্ছে ।তারা যেই সিএনজি তে উঠেছিল সেই সিএনজি টা মাঝপথে গিয়ে খারাপ হয়ে গিয়েছে।ড্রাইভার অর্ধেক ভাড়া দিতে বললে তারা দিতে চায়না যার ফলে মারামারি হয় দুজনের মধ্যে।অতঃপর ছেলেটির শার্ট ছিঁড়ে যায়।যেহেতু শশুর বাড়ি প্রথমবারের মত এসেছে তাই তার মা ওই শার্টটি পরে যেতে নিষেধ করলো।তারপর ছেলেটি পাবলিক টয়লেট থেকে শার্ট চেইন্জ করলো।এখানে তাকে পাঁচ টাকা দিতে বলা হলো কিন্তু সে কোনোভাবেই দিতে রাজি হয়।তিনি যেহেতু কলকাতার লোক তাই তার এখনকার সবার আচরণ কেমন লাগছে কেননা সব জায়গায় তার কাছে টাকা চাওয়া হচ্ছে।

IMG_20240828_174740.jpg

IMG_20240828_174730.jpg

তারা আলাদা সিএনজি তে করে তার শশুর বাড়ি চলে আসে।এখানে এসেও তাদের গেট ধরে টাকা চাওয়া হয়।কিন্তু তিনি ১০০ টাকা দেন আর সেটা না নিলে গাছ বেয়ে উঠতে চান।তার মা সাথে থাকায় সেটি সম্ভব হয়না।তারপর বাসার ভিতরে ১০০ টাকা দিয়েই শেষমেষ যেতে পারেন।বাসার ভিতরে যাওয়ার পর মেয়ের বাড়ির আত্নীয় স্বজনেরা কলকাতার জামাইকে সালামি দেন।আর সেগুলো তিনি যার যার কাছের থেকে পাচ্ছিলেন কিছুক্ষন পর গিয়ে ওয়াশরুম থেকে টাকা গুণে আসছিলেন আর তার মা কে বলছিলেন কত টাকা পেয়েছে। এরপরে একটি সোনার আংটি দেন নতুন জামাইকে তার শাশুড়ি।সেটা অরিজিনাল কিনা তার মাকে দেখান নতুন জামাই।

IMG_20240828_174719.jpg

IMG_20240828_174705.jpg

IMG_20240828_175127.jpg

IMG_20240828_175113.jpg

কলকাতার জামাই যেই মেয়েটিকে বিয়ে করেন তার নাম মাহি।মাহি তার এই আচরণের জন্য খুবই বিরক্ত তিনি এরকম আচরণ করার জন্য তাকে অনেক কথা শোনায়।কিন্তু কে শোনে কার কথা তার আবার টাকা হারিয়ে যায় সালামির ৫,০০০ সেই টাকাগুলো না পেয়ে পুরো বাড়ি মাথায় করে ফেলেন।এরপর তার শশুর তাকে বলে সকালে সে ৫,০০০ টাকা দিয়ে দিবেন। মাহির বাবা তার জামাইয়ের আচরণে অনেকটা বিরক্ত। কারণ সামান্য ৫,০০০ টাকার জন্য কাষ্ঠেমি করাটা তিনি ঠিক মনে করছেন না।

IMG_20240828_175103.jpg

IMG_20240828_175047.jpg

IMG_20240828_175034.jpg

পরের দিন সকালে খাবার টেবিলে মাহির মা নতুন জামাইয়ের পছন্দের খাবার সম্পর্কে জানতে চান।সে কি পছন্দ করেন আর কি করেন না।মাহি দের বাড়ির ট্রেডিশন নতুন জামাই বাজার করে আনেন প্রথম দিন।কিন্তু মাহির বাবা তার জামাই এর এরকম আচরণ দেখে নিজেই বাজার করতে চান।মাহি তার জামাইকে অবশেষে বাজারে পাঠান।এবার বাজারে গিয়ে সস্তা যত জিনিস আছে সেগুলো খুঁজছিলেন তিনি।আর যেই মাছ গুলোর দম কম পচা সেই মাছ নিতে চাচ্ছিলেন।কিন্তু তার সালামির টাকা জাল ছিল ২,০০০ । যার জন্য অনেক কথা বলছিলেন দোকানদার।বাসায় এসে মাহিকে সব বাজার দেখলে ইলিশ মাছ কেন আনেনি জানতে চাইলে তার জামাই বলে।পদ্মার মাছ নদীতে বাজারে নেই।আর ফ্রুটস ও নিয়ে আসেনি।তাই ২,০০০ টাকা নিয়ে আবার যান ফ্রুট আনতে আর মাহির চাচার বাসায় গিয়ে জাল নোট চেইন্জ করে আনেন মাহির নিষেধ করা সত্ত্বেও।

IMG_20240828_175010.jpg

IMG_20240828_175021.jpg

IMG_20240828_175000.jpg

IMG_20240828_174932.jpg

IMG_20240828_174909.jpg

IMG_20240828_174919.jpg

IMG_20240828_174850.jpg

IMG_20240828_174834.jpg

মাহি তার জামাই বাসায় আসলে এগুলো নিয়ে অনেক কিছু বলেন।তারপর তার পরিবারের জন্য শপিং করতে বলেন।আর শপিং করতে গিয়ে তার জামাই ফুটপাত থেকে অল্প টাকায় সস্তা কাপড় কিনে আনেন।যেগুলো দেখে মাহি এবং তার পরিবার খুবই বিরক্ত হন।তারপর প্রথমদিনের সেই সিএনজি ড্রাইভার বাড়ির সামনে এসে হামলা করেন আরও অনেককে নিয়ে।তার জামাই এর আচরণের জন্য মাহির বাবা ক্ষমা চান তাদের কাছে।মাহি এসকল কিছুর জন্য তার মা বাবার কাছে ক্ষমা চান আর তার জামাইকে ডিভোর্স দিতে চান।তারপর মাহি তার জামাই এর সাথে কথা বলতে গেলে তিনি তার বাবার মৃত্যুর কথা বলেন ।টাকার জন্য তাকে বাঁচাতে পারেন নি আর সেজন্য তিনি তার অভ্যাস টা এমন করে ফেলেছেন।যে তার সাথেও যদি এরকম হয়।তারপর মাহি তাকে বুঝান সবার সাথে এক নাও হতে পারে ।তারপর তারা ব্যাংকক হানিমুনে যায় এখানেই নাটক শেষ হয়।

IMG_20240828_174804.jpg

IMG_20240828_174752.jpg

সবগুলো স্ক্রিনশর্ট- ইউটিউব থেকে নেওয়া হয়েছে

ব্যক্তিগত মতামত

নাটকটি পুরোটা কমেডি নাটক ছিল এককথায় বিনোদন মূলক একটি নাটক।এখানে বহিরাগত একজন লোকের স্বভাব কে মূলত হাইলাইট করা হয়েছে।তার বাবা মারা গিয়েছিল টাকার জন্য।আর সেখান থেকেই তার কৃপণ হওয়া।অর্থাৎ টাকা সেফ করে চলতে শেখা।কিন্তু অতিরিক্ত সেফ করতে গিয়ে নিজেকে কৃপণের তালিকায় নিয়ে গিয়েছেন।এতে তার আশেপাশের সবাই খুব বিরক্ত।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৭/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-28th August,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

কলকাতার জামাই নাটকটি আমি দেখিনি। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। সময় পেলে নাটকটি দেখবো আপু। বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

বাহ অসাধারণ একটি নাটক রিভিউ করেছেন দেখছি। আমি নিলয়ের নাটক খুবই পছন্দ করে থাকি। আর নিলয় আহমেদের জুটিটা বেশ দারুন। তবে এই নায়িকাটার সাথেও বেশ দারুন অভিনয় করে সে।

কলকাতার জামাই নাটকটা বেশ ধারণ। অনেক ভালো লাগে এ সমস্ত নাটকগুলো দেখতে। যেন অন্যরকম হাসি আনন্দ আর ভালোলাগা মিশে থাকে এখানে।

আপু আপনার কমেন্টে বানান ভুল হয়েছে ঠিক করে নিবেন,ধন্যবাদ ।

কলকাতার জামাই নাটকটা আমি দেখেছিলাম। দেখে অনেক মজা পেয়েছিলাম। আজকে আপনার এই নাটকের ভিডিও দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে নাটকের রিভিউ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে নাটকের রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হাসির ছিল আসলেই,ধন্যবাদ।

আপনি দারুণ একটা নাটকের রিভিউ শেয়ার করছেন আপু। নিলয় আলমগীরের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ শেয়ার করছেন। নাটকটি এখনো দেখা হয়নি তবে সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

এই নাটক আমি পুরোপুরি দেখিনি৷ তবে এই নাটকের কিছু কিছু ক্লিপ আমি দেখেছিলাম৷ যা দেখে খুবই ভালো লাগছিল৷ আজকে আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ এই নাটকটির রিভিউ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

ধন্যবাদ দাদা।

কলকাতার জামাই নাটকটি আমি দেখেছিলাম। দারুন হাঁসির নাটক। ওয়াশা রুমে গিয়ে সালামির টাকা গুনে, হা হা হা। কিপ্টামির একটা সীমা থাকা দরকার। নীলয় সেটা সীমা ছাড়িয়ে গেছে,হে হে হে। ধন্যবাদ।