আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নাটকের রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।আজকে বিকেলে নাটকটি দেখেছিলাম ।যদিও আমি সবসময় আপনাদের সাথে নতুন নাটকগুলোর রিভিউ পোস্ট শেয়ার করে থাকি।কিন্তু আজকে একটু পুরোনো নাটক নিয়ে হাজির হয়েছি। প্রায় বছর খানেক আগে রিলিজ হয়েছে নাটকটি।ফেসবুক এ বেশ কয়েকটি ক্লিপ আসছিল আর দেখেও বেশ ভালো লাগলো।কমেডি নাটকগুলো বেশ মজার হয়।তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি নাটকটির রিভিউ ।
নাটকের নাম | কলকাতার জামাই |
---|---|
রচনা ও পরিচালনা | মেহেদী হাসান হৃদয় |
অভিনয়ে | নিলয় আলমগীর,সামিরা খান মাহি,সাহেলা আক্তার,তুহিন রহমান আরও অনেকে। |
চিত্রগ্রহণ | নাঈম ফুয়াদ |
প্রযোজক | জুলকার নাইন ভুঁইয়া |
এডিট ও কালার | আকাশ সরকার |
মুক্তির তারিখ | ২৫-০৭-২০২৩ |
দৈর্ঘ্য | ৪৫মিনিট ৫৬সেকেন্ড |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
কাহিনী সারসংক্ষেপ
নাটকটিতে প্রথম দৃসেই দেখা যাচ্ছে দুইজন সিএনজি করে কোথাও একটা যাচ্ছে।তারা দুজনেই কলকাতার মানুষ।এখানে ঢাকা তার ছেলের শশুর বাড়ির দিকে যাচ্ছে ।তারা যেই সিএনজি তে উঠেছিল সেই সিএনজি টা মাঝপথে গিয়ে খারাপ হয়ে গিয়েছে।ড্রাইভার অর্ধেক ভাড়া দিতে বললে তারা দিতে চায়না যার ফলে মারামারি হয় দুজনের মধ্যে।অতঃপর ছেলেটির শার্ট ছিঁড়ে যায়।যেহেতু শশুর বাড়ি প্রথমবারের মত এসেছে তাই তার মা ওই শার্টটি পরে যেতে নিষেধ করলো।তারপর ছেলেটি পাবলিক টয়লেট থেকে শার্ট চেইন্জ করলো।এখানে তাকে পাঁচ টাকা দিতে বলা হলো কিন্তু সে কোনোভাবেই দিতে রাজি হয়।তিনি যেহেতু কলকাতার লোক তাই তার এখনকার সবার আচরণ কেমন লাগছে কেননা সব জায়গায় তার কাছে টাকা চাওয়া হচ্ছে।
তারা আলাদা সিএনজি তে করে তার শশুর বাড়ি চলে আসে।এখানে এসেও তাদের গেট ধরে টাকা চাওয়া হয়।কিন্তু তিনি ১০০ টাকা দেন আর সেটা না নিলে গাছ বেয়ে উঠতে চান।তার মা সাথে থাকায় সেটি সম্ভব হয়না।তারপর বাসার ভিতরে ১০০ টাকা দিয়েই শেষমেষ যেতে পারেন।বাসার ভিতরে যাওয়ার পর মেয়ের বাড়ির আত্নীয় স্বজনেরা কলকাতার জামাইকে সালামি দেন।আর সেগুলো তিনি যার যার কাছের থেকে পাচ্ছিলেন কিছুক্ষন পর গিয়ে ওয়াশরুম থেকে টাকা গুণে আসছিলেন আর তার মা কে বলছিলেন কত টাকা পেয়েছে। এরপরে একটি সোনার আংটি দেন নতুন জামাইকে তার শাশুড়ি।সেটা অরিজিনাল কিনা তার মাকে দেখান নতুন জামাই।
কলকাতার জামাই যেই মেয়েটিকে বিয়ে করেন তার নাম মাহি।মাহি তার এই আচরণের জন্য খুবই বিরক্ত তিনি এরকম আচরণ করার জন্য তাকে অনেক কথা শোনায়।কিন্তু কে শোনে কার কথা তার আবার টাকা হারিয়ে যায় সালামির ৫,০০০ সেই টাকাগুলো না পেয়ে পুরো বাড়ি মাথায় করে ফেলেন।এরপর তার শশুর তাকে বলে সকালে সে ৫,০০০ টাকা দিয়ে দিবেন। মাহির বাবা তার জামাইয়ের আচরণে অনেকটা বিরক্ত। কারণ সামান্য ৫,০০০ টাকার জন্য কাষ্ঠেমি করাটা তিনি ঠিক মনে করছেন না।
পরের দিন সকালে খাবার টেবিলে মাহির মা নতুন জামাইয়ের পছন্দের খাবার সম্পর্কে জানতে চান।সে কি পছন্দ করেন আর কি করেন না।মাহি দের বাড়ির ট্রেডিশন নতুন জামাই বাজার করে আনেন প্রথম দিন।কিন্তু মাহির বাবা তার জামাই এর এরকম আচরণ দেখে নিজেই বাজার করতে চান।মাহি তার জামাইকে অবশেষে বাজারে পাঠান।এবার বাজারে গিয়ে সস্তা যত জিনিস আছে সেগুলো খুঁজছিলেন তিনি।আর যেই মাছ গুলোর দম কম পচা সেই মাছ নিতে চাচ্ছিলেন।কিন্তু তার সালামির টাকা জাল ছিল ২,০০০ । যার জন্য অনেক কথা বলছিলেন দোকানদার।বাসায় এসে মাহিকে সব বাজার দেখলে ইলিশ মাছ কেন আনেনি জানতে চাইলে তার জামাই বলে।পদ্মার মাছ নদীতে বাজারে নেই।আর ফ্রুটস ও নিয়ে আসেনি।তাই ২,০০০ টাকা নিয়ে আবার যান ফ্রুট আনতে আর মাহির চাচার বাসায় গিয়ে জাল নোট চেইন্জ করে আনেন মাহির নিষেধ করা সত্ত্বেও।
মাহি তার জামাই বাসায় আসলে এগুলো নিয়ে অনেক কিছু বলেন।তারপর তার পরিবারের জন্য শপিং করতে বলেন।আর শপিং করতে গিয়ে তার জামাই ফুটপাত থেকে অল্প টাকায় সস্তা কাপড় কিনে আনেন।যেগুলো দেখে মাহি এবং তার পরিবার খুবই বিরক্ত হন।তারপর প্রথমদিনের সেই সিএনজি ড্রাইভার বাড়ির সামনে এসে হামলা করেন আরও অনেককে নিয়ে।তার জামাই এর আচরণের জন্য মাহির বাবা ক্ষমা চান তাদের কাছে।মাহি এসকল কিছুর জন্য তার মা বাবার কাছে ক্ষমা চান আর তার জামাইকে ডিভোর্স দিতে চান।তারপর মাহি তার জামাই এর সাথে কথা বলতে গেলে তিনি তার বাবার মৃত্যুর কথা বলেন ।টাকার জন্য তাকে বাঁচাতে পারেন নি আর সেজন্য তিনি তার অভ্যাস টা এমন করে ফেলেছেন।যে তার সাথেও যদি এরকম হয়।তারপর মাহি তাকে বুঝান সবার সাথে এক নাও হতে পারে ।তারপর তারা ব্যাংকক হানিমুনে যায় এখানেই নাটক শেষ হয়।
সবগুলো স্ক্রিনশর্ট- ইউটিউব থেকে নেওয়া হয়েছে
নাটকটি পুরোটা কমেডি নাটক ছিল এককথায় বিনোদন মূলক একটি নাটক।এখানে বহিরাগত একজন লোকের স্বভাব কে মূলত হাইলাইট করা হয়েছে।তার বাবা মারা গিয়েছিল টাকার জন্য।আর সেখান থেকেই তার কৃপণ হওয়া।অর্থাৎ টাকা সেফ করে চলতে শেখা।কিন্তু অতিরিক্ত সেফ করতে গিয়ে নিজেকে কৃপণের তালিকায় নিয়ে গিয়েছেন।এতে তার আশেপাশের সবাই খুব বিরক্ত।
এই নাটকটিতে আমি ৭/১০ রেটিং দিলাম। |
Post by-@rahnumanurdisha
Date-28th August,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলকাতার জামাই নাটকটি আমি দেখিনি। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। সময় পেলে নাটকটি দেখবো আপু। বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারণ একটি নাটক রিভিউ করেছেন দেখছি। আমি নিলয়ের নাটক খুবই পছন্দ করে থাকি। আর নিলয় আহমেদের জুটিটা বেশ দারুন। তবে এই নায়িকাটার সাথেও বেশ দারুন অভিনয় করে সে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলকাতার জামাই নাটকটা বেশ ধারণ। অনেক ভালো লাগে এ সমস্ত নাটকগুলো দেখতে। যেন অন্যরকম হাসি আনন্দ আর ভালোলাগা মিশে থাকে এখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কমেন্টে বানান ভুল হয়েছে ঠিক করে নিবেন,ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলকাতার জামাই নাটকটা আমি দেখেছিলাম। দেখে অনেক মজা পেয়েছিলাম। আজকে আপনার এই নাটকের ভিডিও দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে নাটকের রিভিউ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে নাটকের রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসির ছিল আসলেই,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুণ একটা নাটকের রিভিউ শেয়ার করছেন আপু। নিলয় আলমগীরের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ শেয়ার করছেন। নাটকটি এখনো দেখা হয়নি তবে সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটক আমি পুরোপুরি দেখিনি৷ তবে এই নাটকের কিছু কিছু ক্লিপ আমি দেখেছিলাম৷ যা দেখে খুবই ভালো লাগছিল৷ আজকে আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ এই নাটকটির রিভিউ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলকাতার জামাই নাটকটি আমি দেখেছিলাম। দারুন হাঁসির নাটক। ওয়াশা রুমে গিয়ে সালামির টাকা গুনে, হা হা হা। কিপ্টামির একটা সীমা থাকা দরকার। নীলয় সেটা সীমা ছাড়িয়ে গেছে,হে হে হে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit