আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে একটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।আপনারা নিশ্চয়ই পোস্টের টাইটেল দেখে অনেকটাই কনফিউজড।চলুন এবার আপনাদের মাঝে গল্পটি শেয়ার করি।আর হ্যাঁ বন্ধুরা এই গল্পটি কিন্তু সত্য ঘটনাকে কেন্দ্র করেই।আকাশ এবং বৃষ্টি দুজনেই বেসরকারি একটি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টে পড়াশুনা করছিল।মূলত প্রথম বর্ষের শেষের দিক থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।ছয়মাস মতো বন্ধুত্বের সম্পর্ক থাকেলও পরবর্তীতে গিয়ে সম্পর্ক প্রেমের সম্পর্কে গিয়ে পৌঁছায়।তাদের প্রেম দুই বছর মত ভালোই চলছিল সবকিছু ঠিকঠাক।কিন্তু হঠাৎ করেই বৃষ্টির মাঝে পরিবর্তন লক্ষ্য করা যায়।আগের মত আকাশের মেসেজ গুলো সিন করেনা অর্থাৎ সময় নেয়।ফোন করলে রিসিভ ও করেনা ঠিকঠাক।এভাবে প্রায় এক মাস চলে এর মধ্যে আকাশ বৃষ্টির সথে দেখা করতে চায় কিন্তু বৃষ্টি কোনোভাবেই দেখা করতে রাজি হয়না।এরপর আকাশ একদিন ফোনে কান্নাকাটি করে এবং বৃষ্টির কাছে বিস্তারিত বিষয় জানতে চায় কেন এরকম করছে সে তার সাথে।
বৃষ্টি আকাশকে বলে তার সাথে আর এই সম্পর্কটি কন্টিনিউ করা সম্ভব নয়।কেননা বাড়ির লোকের পছন্দ অনুযায়ী সে বিয়ে করবে।আর ইতিমধ্যে বৃষ্টির জন্য ছেলেও ঠিক করে নিয়েছে তার পরিবার।আকাশ যেহেতু স্টুডেন্ট ছিল তার ওই সময়টাতে বিয়ে করাটা সম্ভব নয়।তাছাড়া আকাশের পরিবারে ক্রাইসিস চলছিল তখন।আর বৃষ্টির বাড়ির লোক যার সাথে বিয়ে ঠিক করেছে সে প্রতিষ্ঠিত বিদেশে স্যাটেল।তাই বৃষ্টি তাদের সম্পর্কটা আর এগোতে চাচ্ছেনা।এদিকে আকাশ কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছেনা।তাদের প্রতিদিনের এত কথা,প্রতিশ্রুতি সে কোনোভাবেই ভুলতে পারছেনা।আকাশ প্রতিদিন ঘুম থেকে উঠেই বৃষ্টিকে গুড মর্নিং আর ঘুমাতে যাওয়ার আগে গুড নাইট মেসেজ দিত।আর সে এই মেসেজটি তাদের সম্পর্ক শেষ হওয়ার পরেও দিয়েই যাচ্ছিল।কিন্তু আকাশ কোনো রিপ্লাই পেত না।আকাশ চাইতো এভাবে একটু একটু করেই তাদের মধ্যে প্রেমটা আবার জোড়া লাগবে।এইভেবে অনেক অনেক টেক্সট পাঠাতো।কিন্তু বৃষ্টি কোনো টেক্সট এর রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করতো না।আকাশের প্রথম প্রেম ছিল বৃষ্টি।তার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই তাকে ভালোবাসতে চেয়েছিল।কিন্তু তাদের ভাগ্য অন্যভাবে ঘুরে যায়।পরিস্থিতি তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়।
আকাশ এখন অনেকটাই প্রতিষ্ঠিত।কিন্তু বৃষ্টি আর তার জীবনে নেই।আর বৃষ্টির দেওয়া আঘাত সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। আকাশের পরবর্তী ভালোবাসার সম্পর্ক গুলো যাদের সাথে হয়েছিল।সে সবার টেক্সট গুলো এভাবেই উপেক্ষা করে।যেভাবে তাকে উপেক্ষা করা হয়েছিল।আকাশের মনে এখন পর্যন্ত এটাই রয়ে গিয়েছে বৃষ্টি যদি টেক্সট গুলো সিন করে রিপ্লাই করতো তাহলে তাদের সম্পর্কটা আবার জোড়া লাগতো।আকাশ এখন যে টেক্সট গুলোর উত্তর দেওয়া প্রয়োজন মনে করে সেগুলোই দেয়। অর্থাৎ কোনো মেয়ের সাথে কোনো বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক যেটাই সে মনে মনে কল্পনা করে তাদের টেক্সটগুলোর রিপ্লাই দেয় না।কারণ তার জীবনের পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি সে আর চায়না।আমাদের সমাজে ছেলে মেয়ে সবারই দেখা যায় প্রথম প্রেমের অনুভূতি গুলো হয়।এই প্রেমের আবেগ গুলোতে মেয়েরা সমসাময়িক কষ্ট পেলেও সময়ের পরিবর্তনে তারা এই শোক কাটিয়ে উঠতে পারে।আর সময়গুলো খুব একটা দীর্ঘ হয়না যেমন দুই তিন বছরের মধ্যেই একজন মেয়ে প্রথম প্রেমের ধাক্কা কাটিয়ে উঠতে পারে।পরবর্তীতে সে তার নতুন জীবনে পূর্বের ভুলগুলো শুধরে চলার চেষ্টা করে।অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে প্রথম প্রেমের এই বিষয়টি তাদের মনে আজীবন থেকে যায়।অর্থাৎ তার প্রথম প্রেমিকার দেওয়া ধাক্কা সে সারাজীবন মনে রাখে।আর পরবর্তীতে সে সেই খারাপ অভিজ্ঞতা অন্যদের উপর প্রয়োগ করে।সর্বোপরি প্রথম প্রেম ছেলেদের অনেকটাই সাইকো টাইপ করে তোলে।আর মেয়েদের অবশ্যই এধরনের সাইকো টাইপ ছেলেদের সাথে সম্পর্কে জড়ানোর আগে ভেবে চিন্তে এগোতে হবে।কারণ এরা একপর্যায় গিয়ে দ্বিতীয় মেয়েটির জীবন নরক করে দেয়।আমাদের সমাজে আকাশের মতো আরও অনেকের জীবনে এধরনের গল্প গুলো বাস্তবিক জীবনে প্রায় লক্ষ্য করা যায়।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 14th August,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
ছোট গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আসলে এমনটাই হয় ছেলেদের ক্ষেত্রে।যে ছেলেরা সত্যিকারের ভালোবাসে তারা এভাবেই কষ্ট পায়।আর পরবর্তী তে অন্য মেয়েদেরকে বিশ্বাস করতে পারে না।আকাশের মতো এমন অনেক ছেলের সাথেই এ রকম ঘটনা হতে দেখা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু একদম,এরা একপর্যায় গিয়ে সাইকো হয়ে যায় আমার নিজের দেখা এরকম অনেক আছে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম প্রেম ছেলে বা মেয়ে উভয়ের কাছেই অনেকটা স্মরণীয় হয়ে থাকে। তবে এটা ঠিক যে, মেয়েরা এই ব্যাপারটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে, যেটা হয়তো ছেলেরা পারেনা। আসলে আপনার গল্পের সাথে বর্তমান যুগের প্রেমের অনেকটাই মিল পাওয়া যায়। কোনো একজনের বিয়ে ঠিক হয়ে যায় এবং অন্যজনকে এভয়েড করা শুরু করে দেয়। এভাবেই আসলে প্রেমের সমাপ্তি হয়। তাছাড়া অনেক ছেলের প্রেম ব্যাপারটা বেকার থাকার কারণেও বিসর্জন দিতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit