আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
তোমার জীবনটা একমাত্র তোমার! টাইটেল টি পড়ে আপনাদের কেমন লাগলো আগে বলুন তো বন্ধুরা।আমরা জীবনে একা আসি আবার একাই যায়।অর্থাৎ জন্ম নিই একা আবার বিদায় ও একা নিই।এই দুইটি সময় আমাদের সাথে হয়তোবা সবাই থাকে ।কিন্তু গন্তব্য স্থলে আমরা একাই গিয়ে থাকি।যেমন মৃত্যুর পরবর্তী কার্যক্রম গুলো আমাদের একার পার করতে হয়।আবার যখন জন্ম নিই ঠিক সেই মুহুর্তে একাই পৃথিবীতে আসি।আমরা জীবনের এই সময়টাকে উপভোগ করতে যেন ভুলে যাই।আমরা সবাই জীবনটাকে সহজ না করে চাপ নিয়ে ফেলি বেশিরভাগ সময়।আমাদের জীবনের সময়টা কয়েকটি স্টেজে বিভক্ত যেমন - শৈশব,কৈশোর,যৌবন ,বৃদ্ধ ।আর এই স্টেজ গুলো আমাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মূখীন করে।আমরা কিছু মানুষ এই অভিজ্ঞতা গুলোর সম্মুখীন হতে গিয়ে আশাহত হয়ে পড়ি।আবার অনেকে চরম বাস্তবতার কাছে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিই।
কিন্তু একটু গভীরভাবে ভাবতে গেলে দেখুন।আমরা শেষ পর্যন্ত রক্ত মাংসের শরীরটা নিয়েই আর গন্তব্যে যেতে পরিনা।আমাদের সকলের গন্তব্য কিন্তু সেই পরকাল।মৃত্যুর পরবর্তী জীবনকে পরকাল বলা হয়।আমাদের জীবনের শেষ গন্তব্য সেই মৃত্যু।তাহলে কেন আমরা এত চাপ নিতে যায়?একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিই।একজনের সমস্যা অবস্থান না বুঝে তার সাথে খুবই অন্যায় আচরণ করে ফেলি।আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে মুখে লাগাম দেওয়ার চেষ্টা করা।কারণ আজ হয়তো আপনার ভালো দিন চলছে।আর যেই মানুষটার পরিস্থিতি নিয়ে তাকে কষ্ট দিচ্ছেন বা কটু কথা বলছেন।কে বলতে পারে আগামীতে ওই অবস্থাটা না আপনার হয়।জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে আমরা অনেক কিছুর দেখা পাই ঠিক তবে আমাদের প্রত্যেককে নিদ্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়।কেননা সীমা অতিক্রম করলেই সেটা অহংকার এর পর্যায় চলে যায়।আর অহংকার পতনের মূল।এই অহংকারের কারণেই আজ পৃথিবীতে শয়তান সৃষ্টি হয়েছে।আপনারা জানেন যারা ইসলাম ধর্মের রয়েছেন শয়তান তার অহংকারের জন্যই জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল।অথচ তিনি একসময় আল্লাহর অন্যতম বাধ্য সৃষ্টি ছিল।
আমরা জীবনে যত বেশি ঘাত প্রতিঘাতের সম্মুখীন হই ততই নতুন নতুন অভিজ্ঞতার সম্মূখীন হই।আসলে পৃথিবীর নিয়ম এটাই তোমাকে কোনো কিছুতে পারদর্শী হতে হলে অবশ্যই তোমার পিছনে অনেক স্ট্রাগল থাকতে হবে।যেকোনো কিছু অর্জন স্ট্রাগল ছাড়া কখনোই সম্ভব নয়।আর এই স্ট্রাগল টা তোমার নিজেকেই করতে হবে।কিন্তু তুমি যদি স্ট্রাগল এর এই সময়টাকে অত্যধিক চাপ নিয়ে নেও তাহলে আর তোমাকে দিয়ে নিজের লক্ষ্য অর্জন কখনোই সম্ভব হবেনা।আমাদের প্রত্যেককে একটি কথা মাথায় রাখতে হবে সবসময় সৃষ্টিকর্তা আমাদের দুনিয়ায় এমন কোনো কাজ দেন নি যে যেটার চাপ আমরা নিতে পারব না।তাই নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে সবসময়।আর সবসময় এটাই মাথায় রাখতে হবে জীবনটা একমাত্র তোমারই।আর সমস্ত বাধা বিপত্তির মধ্যে দিয়েও তোমাকে নিজেকেই বিজয়ী হতে হবে।কারণ বিজয়ী হওয়ার রাস্তাটাও একমাত্র খুঁজে পাওয়ার দায়িত্ব তোমার।তাহলে সবকিছুই যখন তোমার তাহলে কেন অন্যের কথার জন্য নিজেকে অসহায় ভাববে।তাই শেষ পর্যন্ত হলেও তোমার লড়াই টা তোমার।কারণ তোমার জীবনটার মালিক একমাত্র তুমিই অন্য কেউ না।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Date -17th September,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
আপু আপনার পোস্ট পড়ে আমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেল। খুবই সুন্দরভাবে প্রতিটি লাইন লিখেছেন পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি আমাদের নিজেদের লড়াই আমাদের নিজেদেরই লড়তে হবে। পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে টিকে থাকতে হলে বহু লড়াইয়ের সম্মুখীন হতে হবে। তোমার জীবনটা একমাত্র তোমার দারুন পোস্ট লিখেছেন আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সৃষ্টিকর্তা এমন কোনো কাজ দেন নি যেটার চাপ আমরা নিতে পারবো না।আমাদের জীবন আমাদের কেই গড়ে তুলতে হবে। জীবনের সকল বাঁধাকে পেরিয়ে জয়ী হতে হবে আমাদের।খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপু।পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি পোষ্টের প্রতিটা কথা একদম সঠিক বলেছেন। কেননা এই জীবনটা কিন্তু শুধুমাত্র আমাদেরই। এই জীবনে যদি ক্ষতি হয় তাহলে অন্য কারো কোন ক্ষতি হবে না। আরে ক্ষতির জন্য কিন্তু সব থেকে বেশি আমাদের মা-বাবা কষ্ট পাবে। তাইতো সবসময় আমরা আমাদের জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমাদের জীবনটা কিন্তু একান্তই নিজের। তাই সবকিছু বুঝেশুনে করা উত্তম। কারণ আমাদের ভুলের কারণে কিন্তু আমাদেরকেই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হয়। হয়তোবা আমাদের পরিবার কিছুটা ভোগান্তির মধ্যে পড়ে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হই। তাছাড়া অহংকার কখনোই করা যাবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit