সহজেই কিভাবে ডেলিগেশন করতে পারি ?

in hive-129948 •  2 years ago  (edited)

||আজ-১০ই পৌষ||১৪২৯ বঙ্গাব্দ,শীতকাল||


আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের ব্লগটি যারা নতুন ইউজার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি।নতুন অবস্থা তে কিভাবে ডেলিগেশন করতে হবে এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে।যেহেতু আমিও নতুন ছিলাম,আমার এটা নিয়ে বেশ সমস্যা হয়েছিল।তাই আপনারা যাতে একটু হলেও উপকৃত হতে পারেন সেজনই আমার আজকের ব্লগ।ডেলিগেশন অনেক ভাবেই করা হয়ে থাকে।আমি আপনাদের একটি মাধ্যম দেখিয়ে দিতে চেষ্টা করেছি। আমি যেভাবে এই মাধ্যমে ডেলিগেশন করেছি,সমস্ত প্রক্রিয়া নিম্নে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।

AMAR BANGLA BLOG HOW TO DELIGATION.png

কানভা দিয়ে তৈরি

"steemworld.org এর মাধ্যমে @heroism কে ডেলিগেশন"

ধাপ-১

প্রথমে এখানেযাব।তারপর নিজের ইউজার নেম এবং প্রাইভেট পোস্টিং কি দিয়ে লগইন করে নিব।তারপর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবো।

Screenshot_6.png

Screenshot_8.png

ধাপ-২

এবার ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর ডেলিগেশন অপশনে ক্লিক করবো।তারপর ডেলিগেট অপশনে ক্লিক করবো।

Screenshot_9.png

Screenshot_10.png

ধাপ-৩

এবার যে ড্যাশবোর্ড টি এসেছে সেখানে টু একাউন্ট এ @heroism বসাবো তারপর এমাউন্ট এসপি তে পরিমাণ বসাবো কতো এসপি ডেলিগেশন করতে চাই।তারপর অকে অপশনে ক্লিক করবো।

Screenshot_14.png

ধাপ-৪

এবার কনফার্ম ডেলিগেশন অপশন আসলে ইয়েস দিব এবং প্রাইভেট একটিভ কি বসিয়ে দিব।তারপর অকে অপশনে ক্লিক করলে ডেলিগেশন হয়ে যাবে।

Screenshot_15.png

Screenshot_16.png

আজকের মতো এখানেই শেষ করছি। আমার টিউটোরিয়াল পোস্টটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

ধন্যবাদ সবাইকে

image3.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার টিউটোরিয়াল পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। টিউটোরিয়াল পোস্টগুলো খুবই উপকারে আসে। বিশেষ করে যারা নতুন তাদের বুঝতে অনেক সুবিধা হয়। আর আপনি এত সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করেছেন যে এই পোস্ট দেখে দেখে যে কেউ খুব সহজে ডেলিগেশন করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপু অনেক শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আমাদের এই প্লাটফর্মের অনেকেই এখনো ডেলেকেশন কিভাবে করে তা জানে না। আপনার পোস্ট পড়ে একদম সহজেই ডেলেকেশন করতে পারবে। আমিও যখন নতুন ছিলাম তখন এই বিষয় নিয়ে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু আমার একজন বড় ভাই আমাকে খুব সহজেই দেখিয়ে দিয়েছে। তার কাছ থেকে আমি খুব সহজে শিখতে পেরেছি।

ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠনমূলক মন্তব্য জন্য।।

আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। এ পোস্টে আপনি খুব সুন্দর করে ডেলিগেশন করার পদ্ধতি উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

আপনি খুব গুরুত্বপূর্ন একটি পোস্ট করেছেন। ডেলিগেশন নিয়ে আমারও অনেক কনফিউশন ছিল। বড় ভাইয়াদের সাহায্য নিয়ে ডেলিগেশন করেছিলাম। আপনার এই পোস্ট অনেকেরই কাজে আসবে। আপনি খুব সুন্দরভাবে ডেলিগেশন প্রসেস দেখিয়েছেন। ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

যারা নতুন তাদের জন্য এই পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া কীভাবে ডেলিগেশন করতে হয় সেটা আপনার এই পোস্ট থেকে শিখতে পারবে। শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

আপনি অনেক ভাল একটি কাজ করেছেন কিভাবে টেলিগেশন করতে হয় সেই টিউটোরিয়াল গুলো ধাপে ধাপে শেয়ার করেছেন বেশ ভালোই হয়েছে।আপনি ২০০ এস পি ডেলিগেশন করেছেন অনেক ভাল একটি উদ্যোগ ।অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

জি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।

সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু ৷ যারা কিভাবে ডেলিগেশন করতে হয় জানেন না তাদের জন্য আপনার এই পোস্টটি বেশ গুরুত্বপূর্ণ ৷ আপনি অনেক সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরেছেন ৷ আপনাকে অনক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

অনেক ধন্যবাদ আপু। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আমি এই বিষয়টি জানতে চেয়েছি অনেকদিন।খুব কাজে দেবে এই পোস্টটি। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার কাজে দেবে শুনে অনেক ভালো লাগলো এটাই আমার সার্থকতা এই পোস্টটির ।ধন্যবাদ আপু।