আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
দেজা ভ্যু এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত।যারা অপরিচিত আছেন আমি তাদের উদ্দেশ্যেই আজকের লেখাটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। দেজা ভ্যু এই বিষয়টি আমাদের অনেকের জীবনেই ঘটে থাকে।কিন্তু সঠিক নামটি না জানায় ব্যখ্যাও পাওয়া হয়না আমাদের । যার ফলে বিভিন্ন প্রশ্ন থেকেই যায় আমাদের মনে।আমার এই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল কিছুদিন আগেও।
সম্প্রতি আমি বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছি।আমি যেহেতু সব বিষয় কমবেশি আপনাদের সাথে শেয়ার করে থাকি ।তাই মনে হলো এই বিষয়টিও বাদ থাকবে কেন।অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটি।তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
দেজা ভ্যু হচ্ছে পূর্বে ঘটে যাওয়া একটি বিষয়।যেমন ধরুন এই মুহূর্তে আপনি একটি ঘটনার সম্মুখীন হয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে এটি আপনার জীবনে পূর্বে কোনো একটি সময়ে ঘটে গিয়েছে।আমার সাথে এই বিষয়টি প্রায় ঘটতো।কিন্তু কারো সাথে কখনো শেয়ার করা হতো না ।পূর্বে যেই বাসায় ছিলাম সেখানে থাকতে প্রতিদিন সকালে আমার হাঁটতে যাওয়া হতো।তো যেই বাসায় থাকতাম সেই বাসার বাড়ীওয়ালার মেয়ে এবং আমি দুজনে হাঁটতাম । তো হঠাৎ ও একদিন আমার কাছে এই বিষয়টি বললো যে ওর সাথেও নাকি এরকম হয়।
তখন আমার মনে কৌতূহল জন্ম হলো যে ,এটি যেহেতু শুধুমাত্র আমার সাথে ঘটেনা অন্যের সাথেও ঘটে তার মানে কোনো না কোনো বিষয় আছেই এখানে।এজন্য আমি গুগল তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়টি সম্পকে জানার জন্য সার্চ করতাম প্রায়।কিন্তু কোথাও এর সঠিক ব্যাখ্যা পেতাম না।একটি জিনিসের ব্যখ্যা পেতে হলেও তো আপনাকে সেই জিনিসটির নাম জানতে হবে।যেহেতু নাম জানতাম না তাই প্রপার ব্যখ্যাও পেতাম না।
এমন হতো যে চলমান একটি ঘটনা যেটা সম্পূর্ণ নতুন ঘটছে আমার সাথে।যেমন আমি কোনো একটি জায়গায় গিয়েছি আর একদমই প্রথম যাওয়া সেখানে আমার।কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটায় আমি আগেও কখনো এসেছি।তারপর থেকে প্রায় এক বছর পর, একদিন একটি সাইকোলজি হেল্প গ্রুপে দেখতে পাই এরকম একটি পোস্ট করেছেন একজন লোক।তারপর কমেন্ট থেকে আমি এই বিষয়টির নাম জানতে পারি দেজা ভ্যু।আপনি যদি এই দেজা ভ্যুর সম্মুখীন হয়ে থাকেন তাহলে চিন্তার কিছু নেই।
কেননা এই বিষয়টিরও অস্তিত্ব রয়েছে আর বহির্বিশ্বে এই দেজা ভ্যু নিয়ে ব্যপক গবেষণাও হয়েছে ইতিমধ্যে।এটি সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক ব্যপার।মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত স্ট্রেস তারপর ঘুম কম হওয়া বা ইত্যাদি সমস্যায় ভুগে থাকে। তখন নাকি এই ঘটনার সম্মুখীন হয়ে থাকে মানুষ বারবার।বিজ্ঞানীদের মতে,মস্তিষ্কের "টেম্পোরাল লোব" নামের একটি অংশ যা মস্তিষ্কের কোনো একটি সার্কিট থেকে স্মৃতির অংশের সাড়া দেয় কিন্তু সেই মুহূর্তে সাড়া দেওয়ার কথা না,আর তাই হচ্ছে দেজা ভ্যু।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেজা ভ্যু বিষয়টি নিয়ে আমি ক্লিয়ার না। যাইহোক আমার ক্ষেত্রে যেটা হয় তা হলো এখনকার কোন ঘটনার সাথে অতীতের কোন ঘটনার মিল পাই, একদমই হুবহু এই ঘটনা অতীত সময়ে ঘটেছে এমন মনে হয়। যাইহোক বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এরকম ঘটনা গুলো অনেক মানুষের সাথে ঘটে বলে আমি মনে করি। আমি আমার আশেপাশে থাকা অনেকের কাছ থেকে এইরকম কথা শুনেছি। যদিও এরকম কিছু আমার নিজের সাথে ঘটে নি। যাইহোক আপনি এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর করে একটা পোস্ট লিখেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানতে পেরে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই বিষয়টা মাঝে মাঝে আমার মধ্যেও দেখা দেয়। তবে সব সময় না। তবে এই বিষয়টার নাম আপনার মাধ্যমেই জানতে পেরেছি আর এটা জানতে পেরে ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এটি কেন মানুষের মধ্যে দেখা দেয়। সবকিছু জানতে পেরে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আমারও হঠাৎ হঠাৎ।ধন্যবাদ আপনাকে,আপনি আমার পোস্টটি থেকে জানতে পেরেছেন জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেজা ভ্যু আজ প্রথমবার নাম জানলাম।তবে এমন ঘটনা মাঝে মাঝে যেন ঘটে।যদিও সবসময় না।কোনো না কোনো একটা দুইটা টপিকে এমন মনে হয় আমারও।সেদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে এমন সময়টা আগেও হয়েছে। আসলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করিনি।মনের ভুল বা মানসিক চাপের কারণ হিসেবে জানতাম।আজ আপনার মাধ্যমে জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা এই নামটির সাথে অপরিচিত আমার পোস্টটি তাদের জন্যই ছিল।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার এই বিষয়টি সম্পর্কে আমি কিন্তু আগে শুনিনি। তবে আপনার আজকের পোস্ট পড়ে আমার বার বার হুমায়ুন আহমেদের মিসির আলী বইটির কথা মনে পড়ছে। এমন কথা গুলো কেবল মাত্র হুমায়ন আহমেদের বইতেই মানায়। বাস্তবে এর অস্থিত্ব আছে কিনা আমি সত্যি জানিনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এটা যেহেতু শুধুমাত্র আমার সাথে ঘটেনা অন্যের সাথেও ঘটে।তাই এটার অস্তিত্ব আছে অবশ্যই।আপনি এই নামটি দিয়ে গুগল করে দেখতে পারেন।আমি পুরো বিস্তারিত ব্যখ্যা করতে পারেনি কপিরাইট এর আওতায় পড়তে পারি তাই।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit