আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা। অসহায়ত্ব কাকে বলে এই শব্দটির সাথে আমরা হয়তো পরিচিত নামেই কিন্তু এর পরিণাম টা কেমন হতে পারে সেটা আমরা খুব কম লোকই জানি।একজন দরিদ্র বৃদ্ধা ব্যক্তি জানেন জীবনটা কতটা কঠিন হতে পারে।মানুষের জীবনে সবকিছুর পরিবর্তন করতে পারে একমাত্র টাকা পয়সা।আজকে ৭০-৮০ বছর বয়সে এসে আপনার হাতে যদি কিছু টাকা না থাকে তাহলে আপনি বুঝবেন জীবনটা কতটা অসহায়।মানুষ বিভিন্ন লেখালেখি তে বলে থাকে টাকা সুখ আনতে পারেনা।কিন্তু আমি আমার পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা থেকে উপলব্ধি করতে পেরেছি জীবনে চলতে গেলে আপনার সাবলম্বী হতে হবে।সেই সাথে নিজে চলতে পারবেন এমন কিছু অর্থ ভবিষ্যতের জন্য জমা রাখতে হবে।
আজকে বাসা থেকে আসার সময় স্টেশনে আধ ঘন্টা মত অপেক্ষা করতে হয়েছিল ট্রেন লেট ছিল সেজন্য।আমি স্টেশন থেকে বেশ খানিকটা দূরে গিয়ে বসেছিলাম নিরিবিলি সেখানে কোনো লোকের ভিড় ছিলনা।একজন ভদ্র মহিলা তার বয়স হবে ৭০-৮০ বছরের মধ্যে তিনি স্টেশনের দিকে যাচ্ছিলেন।তিনি যাওয়ার পথে আমাকে দেখে আমার কাছে এসে ঢাকাগামী ট্রেনের কথা জিজ্ঞেস করছিলেন।তার কাছে টাকা নেই তাই ঢাকা যাবে ট্রেনে করে বাসে গেলে অনেকটা টাকা খরচ লাগে তার জন্য।কিন্তু আজকে আর কোনো ট্রেন ছিলনা আমার জানামতে।আমি ওনাকে বললাম আপনি স্টেশনে গিয়ে কথা বলেন।তারা আপনাকে সঠিক টাইম বলতে পারবে ট্রেনের।তো তিনি টাইম জিজ্ঞেস করে মিনিট দশেক পর আবার আমার কাছে আসলেন।বেশ খানিকটা দূরে ছিলাম আমি তারপরেও আমার কাছে আসলেন।তারপর জিজ্ঞেস করলাম ওনার ঢাকা যাওয়ার কারণ কি আর বাড়ি বা কোথায়।তার বাড়ি পোড়াদহ সেটাও বেশ খানিকটা দূর আমাদের স্টেশন থেকে আরও দুই জেলা পর।তো তিনি এখন ঢাকা যাচ্ছেন তার নাতিকে পুলিশ ধরে নিয়ে গেছেন।তাই ভিক্ষা করে কিছু টাকা উপার্জন করে তাকে ছড়াবেন ।তিনি নাকি ট্রাক চালাতেন।
যেহেতু দুপুরের সময়টা জিজ্ঞেস করলাম দুপুরে খেয়েছেন বললেন না টাকা নেই খাব কি দিয়ে।আর ওনার দেখে মনে হচ্ছিল জ্বর এসেছে আর অনেকটা ক্লান্ত।আমার ওই মুহূর্তে তাকে যতটুকু সাহায্য করার সামর্থ ছিল করেছি।তবে ওইটুকু তে ওনার হয়তোবা কিছুই হবেনা। তারপর ট্রেন আসলে ভদ্র মহিলা আমার সাথেই এক বগিতে উঠলেন।তবে আজকে ট্রেনে খুব ভিড় ছিল সেজন্য আমি আর উনি আলাদা হয়ে যায় আরকি ।তবে ওনার সাথে একজন মহিলা খুবই খারাপ আচরণ করেন সেটা আসলেই কষ্টের একটি ব্যাপার যেকোনো বৃদ্ধা মানুষের জন্য।এই ট্রেন আবার সব স্টেশন দাঁড়ায় না ।মাঝে মাঝে কয়েকটি স্টেশন দাঁড়ায় তো সেই বৃদ্ধ মহিলা সিটের মাঝে বরাবর বসেছেন তার জন্য ওনার নামতে একটু অসুবিধা হয়েছিল তাই তাকে অনেকটা বাজেভাবেই বললেন।কিন্তু সে যদি ভদ্রভাবে তাকে বলতেন তাহলে হয়তোবা তার কষ্ট লাগতোনা।ওই অসহায় বৃদ্ধা কিছু বললেন না ঠিক আছে কিন্তু তার মনে অনেকটাই কষ্ট লেগেছে।আজকে তিনি যদি অসহায় না হতেন তাকে এইভাবে বলতেও পারতেন না।পৃথিবী থেকে এই অসহায়ত্ব দূর হোক।প্রতিটি মানুষ সচ্ছল হোক সোনার বাংলাদেশে দরিদ্র নামক শব্দটি বিলুপ্ত হোক।
সৃষ্টিকর্তার কাছে আমরা কতই না অভিযোগ করি।আমাকে এটা দেওনি,ওটা দেওনি।আমার এই ইচ্ছা পূরণ হলোনা ওই ইচ্ছা পূরণ হলোনা।একবারও ভেবে দেখেছেন আপনি যেই অবস্থানে আছেন সেই অবস্থানেও অনেকে নেই।আজকে এক বেলা খাবার খেতে পারছেন আগামীকালও পারবেন এই নিশ্চয়তা আপনার আছে।অন্যদিকে অসহায় যারা তারা দুই তিনদিন বা এক সপ্তাহ পর একবেলা পেট পুরে খেতে পারেন কিনা সেটারও নিশ্চয়তা নেই।কেউ একজন যদি দয়া করেন তাহলেই সে একবেলা খেতে পারবেন।তবে সেই অসহায় ভদ্র মহিলা ওনার মাথায় জট ছিল পাগল না যেহেতু সব বিষয় বুঝছেন আর খুব ভালো করে আমার সাথে কথা বলছেন।এখন আমি জানিনা তিনি মিথ্যা কথা বলেছেন কিনা।কারণ এভাবে করে অনেকেই অনেককে ঠকান। তবে তিনি মিথ্যা কথা যদিও বা বলে থাকেন আমার তাকে দেখে অনেকটাই খারাপ লেগেছিল তাই আমি সন্দেহের চোখে দেখতে পারিনি বলতে পারেন।আসলে অভাবেই তো মানুষের স্বভাব নষ্ট হয়।দারিদ্রতা বা আর্থিক সংকটে যারা পড়েন তাদের জীবনটা অনেকটাই কষ্টে কাটে যেগুলো আমরা আমাদের আশেপাশের মানুষদের থেকে প্রত্যক্ষ করতে পারি।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 29th,Auguest,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলতে চাই অসহায় মানুষকে সাহায্য করেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। এভাবে বাইরে গেলে অবশ্য অসহায় অনেক মানুষ চোখে পড়ে যারা প্রতিদিন ঠিকমত খেতেও পারে না। আবার এরকম অনেক ভিক্ষুক আছে যারা ভিক্ষাবৃত্তি করে একজন সাধারণ মানুষের থেকেও অনেক বেশি সম্পত্তির মালিক। আপনার গল্পটা পড়ে যতটুকু মনে হলো এই ব্যক্তি সত্যিই অসহায়। আর এটা সত্যি বলেছেন আপনি ওভাবেই স্বভাব নষ্ট হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু অসহায় মানুষের সাহায্য করা আমাদের সবার দ্বায়িত্ব। আপনি সাহায্য করতে পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু অসহায় মানুষের মানুষেরা এভাবেই বলে থাকে।আমাদের সমাজে মানবতা বলে কিছুই নেই। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit