সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা||

in hive-129948 •  2 years ago  (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে।আশা করছি আমার আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে।

eid-al-adha-g932ef5911_1280.jpg

ছবির উৎস


ঈদ মোবারক বন্ধুরা।আজকে মুসলমানদের অত্যন্ত পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালিত হলো।গতকাল এবং আজকে এই দুইদিন মূলত উৎসব পালিত হয়েছে এক এক দেশভেদে।এটা হয়তো সকলেই জানেন।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই প্রকৃত আনন্দ বিদ্যমান।তাই ধনি,গরিব সকলে মিলে মিশে এই উৎসব ভাগাভাগি করে নেন আমাদের প্রাণপ্রিয় মুসলমান ভাইবোনেরা।

আজকে যেহেতু কোরবানির ঈদ ছিল।তাই সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যেতে হয়েছে।সকলেরই হয়তো তাই।কেননা এই ঈদে প্রত্যেক বাড়িতেই একটু কাজ বেশি থাকে।তাই সকালেই ঘুম থেকে উঠেছিলাম আজ।যদিও সকালে তেমন কোনো কাজ করতে হয়নি।সকালে আম্মু রান্না করেছিল সবধরনের মিষ্টান্ন।প্রথমে দুই রকমের সেমাই,পায়েস এবং খিচুড়ি।আব্বু আর ভাই সকালে উঠে ঈদগাহে জামাতে নামাজ আদায় করতে গিয়েছিল।বাড়ির অন্যান্যরাও গিয়েছিল নামাজ আদায়ের জন্য ঈদগাহে।সকালের দিকে বৃষ্টি ছিল হালকা তবে ঈদের জামাতের আগে কোনো বৃষ্টি ছিলনা।তাই সবাই সুন্দর ভাবে ঈদগাহে যেতে পেরেছিল।আমাদের এখানে জামাতের সময় ছিল সকাল ৮ টা।জামাত থেকে বাড়ি আসার পর বৃষ্টি হয়েছিল অল্প কিছুক্ষণ দশ মিনিট মতো। আমাদের বাড়ির কাচারি ঘরের বারান্দায় সকল কাজ করা হয়েছিল তাই পরে আর কোনো সমস্যা হয়নি।

তারপর আব্বু মাংস দিয়ে যাওয়ার পর আম্মুর কাজে সাহায্য করতে হয়েছিল একটু।তারপর গোসল সেরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম।ঘুমাতে যাওয়ার আগে ভেবেছিলাম বিকেলে একটু ঘুরবো ক্যানাল দিয়ে।ছোট নদীর দুই পাশের রাস্তাকে আমাদের এদিকে ক্যানাল বলে।কিন্তু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল।দেখলাম ঘড়িতে ৬ টা বেজে গিয়েছে,তখন আর বেশি বেলা ছিলনা।তারপর আমি এবং আমার ভাই,বোন এবং কাজিনরা মিলে একটু হাঁটতে গিয়েছিলাম বাড়ির পিছনে মাঠ ঘেসে যাওয়া একটি রাস্তায়।ওই রাস্তায় হাঁটতে যাওয়ার পর একটি সুইচ গেইট দেখে সবাই সেখানে বসলাম।যদিও বেশি সময় আর থাকতে পেরেছিলাম না সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য।তারপরেও বেশ ভালো লেগেছিল হাঁটতে গিয়ে।তখন প্রকৃতির কিছু ফটোগ্রাফিও করেছিলাম।সেগুলো অন্য আরএকদিন শেয়ার করবো বন্ধুরা।আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো লেখা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

ঈদের দিনে তো তাহলে সকাল সকাল আপনার আম্মুর হাতে বেশ মজার মিষ্টান্ন খাবার খেলেন। তবে সকালটা যদি খুব কম ব্যস্ততার মধ্যে যাই যদিও বিকেলের দিকে বেশ ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয়। আমার কিন্তু অনেক ব্যস্ত সময় গেছে গতকাল দিনে আপু।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

আপু আপনাকেও ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে অনেক ব্যস্ত সময় পার করেছি সকাল বেলায়। যদিও সকালবেলায় খুব কম সময়ের মধ্যে সকল ব্যস্ততা কেটে গিয়েছিল, দুপুরবেলা থেকে অনেক ফ্রি ছিলাম। সকাল সকাল আপনার আম্মুর হাতে বেশ মজার মিষ্টান্ন খাবার খেয়েছিলেন তাহলে। নিশ্চয়ই খুব মজাদার ছিল। ঈদের দিনে সকালবেলায় এরকম মিষ্টান্ন খাবার খাওয়ার মজাটাই আলাদা।

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

ঈদ মোবারক আপু। আসলে কোরবানির ঈদে সবাইকে মোটামুটি ব্যস্ত থাকতে হয়। আর মেয়েদের তো সকাল থেকে রান্নাবান্না করা বা রান্নায় হেল্প করা,পরবর্তীতে কোরবানির পশু জবাই করার পর, পশুর মাংস সবাইকে বন্টন করে দেওয়াসহ আরো বিভিন্ন ধরনের কাজ থাকে। যাইহোক বিকেল বেলা সবার সাথে একটু ঘুরতে বের হয়েছিলেন, জেনে খুব ভালো লাগলো আপু। কারণ ঘুরাঘুরি করলে মন সতেজ হয়ে যায়। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জি একদম ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক! আপু আশা করি অনেক ভাল রয়েছেন। ঈদের অনুভূতিটা আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যেখানে লক্ষ্য করে দেখলাম ঈদের মাংস এর পরে আপনার ঘুমানোর অনুভূতি, তারপর বিকালে ঘুরতে যাওয়ার অনুভূতি বিষয়ে কথা বলেছেন। খুবই ভালো লাগলো

ধন্যবাদ ভাইয়া।