আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আত্মহত্যা মহাপাপ কথাটি হয়তো এজন্যই বলা হয়েছে যে এই পাপ কজ করলে আপনি দুনিয়ায় ও শাস্তি পাবেন এবং পরকালেও শাস্তি পাবেন।আপনার জীবন নিয়ে বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে বলেই যে আপনাকে পৃথিবী ছেড়ে পরকালের দুয়ারে যেতে হবে এমন টা নয়।দেখুন আপনি ভাবছেন পরকালে আপনার জন্য রয়েছে সুন্দর ব্যাবস্থা।এমনটা কিন্তু নয় সেখানেও অপেক্ষা করছে আপনার জন্য হিসাব নিকাশের মানদণ্ড।অর্থাৎ দুনিয়ায় যা করেছেন সেগুলোর হিসাব আপনাকে সেখানে গিয়েও গুণতে হবে।মানুষের জীবন বড়ই অদ্ভুত।কারো জীবনে আনন্দ ,উল্লাসে পরিপূর্ণ।আবার কারো জীবনে রয়েছে দুঃখ,কষ্টের সীমাহীন সাগর।কিন্ত আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে পৃথিবীতে সবই আপেক্ষিক। যেমনটি দুঃখ, কষ্ট রয়েছে তেমনি রয়েছে সুখ আনন্দ।একটিকে রিপ্লেস করে অন্যতিতেই আমরা যেতে পরি শুধুমাত্র সময়ের ব্যবধান।আজকে আপনার যেই বিষয়টি নিয়ে খুব দুঃখ লাগছে দেখবেন সেই একই বিষয় নিয়ে আপনার মনে কোনো ধরনের ফিলিংস হবেনা মাত্র বছর কয়েক ব্যবধানে।
কয়েকদিন আগে একটি মৃত্যু সংবাদ পেলাম যেটা শুনে অনেকটাই খারাপ লেগেছে ।আসলেই অনেকটা কষ্টের মৃত্যু হয়েছে বলা যায় মেয়েটির।আর মৃত্যুর কারণ টা শুনে আপনাদেরও মনে হবে অযৌক্তিক একটি কারণে মারা গেছে সে।মেয়েটির সাথে আমার তিন বছর আগে মামাতো বোনের বিয়েতে দেখা হয়েছিল। মামির বাড়ির পক্ষের আত্মীয় আরকি।তো মেয়েটি নাকি ভালোবাসার কারণে মারা গেছে।আর তার বয়স সবে মাত্র ১৬ ।অল্প বয়সে আত্মহত্যার মত পাপ করে ফেলেছে।মেয়েটি আবার বাবা মায়ের একটি মেয়েই ছিল।গলায় ফাঁস দিয়ে মারা গেছে।আসলে এই বয়সী ছেলেমেয়েদের আবেগটা একটু বেশি থাকে ।আর এই বয়সটা যেসকল ছেলেমেয়েরা পেরিয়ে যেতে পারে তাদের জন্য জীবন সুখের হয়।বর্তমান তথাকথিত প্রেম,ভালোবাসার বিষয়গুলো আসলে ট্রেন্ড হয়ে আছে একপ্রকার।একজনের দেখাদেখি অন্যজন এই ভুলটি ক্রমান্বয়ে করে চলেছে।আর ১৪-১৮ বছর বয়সী ছেলেমেয়েরা এটিকে যেন ডাল ভাত মনে করছে ।যে বয়ফ্রেন্ড ,গার্লফ্রেন্ড একজনের আছে এজন্য তাদেরও থাকতে হবে না হলে জীবন বৃথা।
তবে মেয়েটির ব্রেকআপ হয়েছে এজন্যই নাকি এই কান্ড।আসলে বর্তমান আমরা এমন একটি সময়ে বসবাস করছি।আমাদের হাতের মুঠোয় সবকিছু আর যে জন্য একদিকে মনোনিবেশ করে রাখার বিষয়টি খুবই টাফ।আর বিশেষ করে এই প্রজন্মের যারা তাদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি ঘটছে।কেননা ফেইসবুক,টুইটার ,ইনস্টাগ্রাম সব প্লাটফর্মে আমরা খুব সহজেই একজন আরেকজনকে পেয়ে যায়।যার দরুন আবেগ খুব সহজেই স্থানান্তর হয়।আর আমরা এই আবেগকে ভালোবাসা বলে ভুল করে থাকি।যেখানে ভালোবাসা থাকে সেখানে আসলে ব্রেকআপ এর কোনো বিষয় থাকেনা।শুধু নারী বা পুরুষ এই আবেগ পরিবর্তনের জন্য দায়ী এমনটি নয়।দুই পক্ষই দায়ী আমাদের বর্তমান সময়টার জন্য।
তবে মেয়েটির মৃত্যুর পর তাকে পোস্ট মর্টেম করা হয়েছে ।এতে তার চোখ,এবং শরীর কাটা হয়েছে।আমাদের দেশে যেই মৃত্যু গুলো আত্মহত্যা এবং এক্সিডেন্ট এর জন্য হয়।সেই লাশগুলো পোস্ট মর্টেম করা হয়।যেখানে আসলে ময়নাতদন্ত প্রায়োজন পড়েনা।কারণ এই মৃত্যুগুলোর জন্য কেউ দায়ী থাকেনা।যদিও ওই অর্গান গুলো দান করা হয় অন্য মানুষের সুস্থতার জন্য। তারপরেও আমার কাছে এই বিষয়টি তেমন ভালো লাগেনা , বিশেষ করে মেয়েদের জন্য পোস্ট মর্টেম ব্যাপারটা ঠিক নয় ।এজন্যই আত্মহত্যা দুনিয়া এবং আখিরাত আমাদের উভয়ের জন্য ক্ষতিকারক।আর অহেতুক প্রেম ভালোবাসার জন্য আত্মহত্যা যেটা নিছক বোকামি ছাড়া কিছু নয়।আমাদের ইসলাম ধর্মে একটি হাদিসে আছে সবাইকেই জোড়াই জোড়াই সৃষ্টি করা হয়েছে আর সঠিক সময়ে যে যার জীবনসঙ্গী পেয়ে যাবে ।আর এজন্য কোনো প্রকার প্রেম ভালোবাসায় জড়িয়ে নিজের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক কাজ নয়।যেহেতু আবেগ খুব সহজেই পরিবর্তন হয়ে যায়।আর তথাকথিত যেই সত্যিকার ভালোবাসা পাওয়ার আশায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে সত্যি বলতে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নেই এটি।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -8th November,2024
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে কম বয়সের ছেলে মেয়েরা এই আত্মহত্যা করে থাকে। বর্তমান সময়ে অল্প বয়সে প্রেম ভালোবাসা করে যখন প্রেম ভালোবাসা ভেঙ্গে যায় তখন তারা অতিরিক্ত আবেগের ফলে তারা আত্মহত্যা বেচে নেয়। আসলে আত্মহত্যা কোন কিছুর সমাধান নয়। আত্মহত্যা করা একদম মহাপাপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপনি ঠিক বলেছেন বয়স টা দায়ী,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্রেকআপ হওয়ার পর মেয়েটি সত্যিই অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার উচিত ছিল তার পরিবারের সাথে ভালো থাকা। আপন মানুষগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক বেশি জরুরী। ভুল সিদ্ধান্ত কখনোই নেওয়া উচিত নয়। আত্মহত্যা সত্যি অনেক বড় পাপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ব্রেকআপ মনোমালিন্য সর্ম্পকে থাকে এটা স্বাভাবিক প্রক্রিয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান পৃথিবীতে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের ধৈর্য খুবই কম। সেই কারণেই তারা কোন পরিস্থিতি মোকাবেলা করার আগে আত্মসমর্পণ করার নাম করে আত্মহত্যার পথ বেছে নেয়। একসময় মনে হচ্ছে এগুলো দুর্বল মনের কাজ। কিন্তু আজ খুব বেশি করে মনে হয় যে এগুলো অধৈর্য হয়ে যাওয়ার ফলাফল।
আপনি ঠিকই বলেছেন দিশা আপু। আত্মহত্যা মহাপাপ। আত্মাকে হনন করে দিলে তো পৃথিবীর কোন সৌন্দর্যই ভোগ করা হবে না তাই না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই পৃথিবী অনেক সুন্দর আগে আগে নিজের ইচ্ছায় কেন মরতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার একটা কথা আমার বেশ ভালো লেগেছে। সত্যি হয়তো আসল ভালোবাসা বাংলাদেশে আর নেই হা হা। পৃথিবীর প্রতিটা ধর্মেই প্রায় আত্মহত্যা সম্পর্কে বলা হয়েছে নিষেধ করা হয়েছে। আর এখন তো প্রেম ভালোবাসা এগুলোর জন্যই বেশি হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি এইটাই সত্যি কথা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আত্মহত্যা মহাপাপ নরকে গমন।আত্নহত্যা কোন সমাধান হতে পারে না।বিয়েতে পরিচয় হওয়া দূর সম্পর্কের আত্নীয় মেয়েটির আত্মহত্যার কথা জেনে খারাপ লাগাই স্বাভাবিক। আসলে মাত্র ১৬ বছরের নাবালক মেয়ে আর সেজন্য ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের বশে আত্মহত্যা করেছে।বেশ খারাপ লাগলো পোস্ট টি পড়ে।এইটুকু সবার বোঝা উচিত আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit