আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে কিছুটা হলেও আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা।আজকে কিছুটা অসুস্থ হওয়ায় ভাবলাম আগেই পোস্ট টা অন্তত করে নিই।এরপর অন্য কাজ আসলে পোস্টের ব্যাপারটা আগে থেকে করা হয়ে গেলে মনে হয় মাথা একটি বোঝা নেমে গেল।কারণ পোস্ট তো বর্তমান আমাদের প্রত্যেক ইউজারদের জন্য দৈনন্দিন কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ ।কারণ জীবনের এপিঠ ওপিঠ এখন আমাদের জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি।একটিকে বাদ দিয়ে অন্যটি যেন কল্পনা করা যায়না।তো যেহেতু অতিরিক্ত মাথা ব্যথা শুরু হয়েছে গতকাল থেকে।আর মাথা ব্যাথা একটি বিরক্তিকর ব্যাপার সেটা সবাই জানেন। মাইগ্রেনের সমস্যা কারো থাকলে তার আর আলাদা শত্রুর দরকার পড়েনা।অতিরিক্ত মাথা ব্যথার আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে কিছুদিন ফোন ইউজ করছি চশমা না নিয়ে।আর একনাগাড়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে এমনিতেও মাথা ব্যাথা ,চোখ ব্যাথা হবে এটা অস্বাভাবিক কিছু নয়।গত ছয়মাস যাবৎ পাওয়ারের চশমা ইউজ করি ।আর এই বিষয়টা আমার জন্য খুবই বিরক্তিকর ।আর বিরক্তির যেহেতু চশমা নেওয়া আমার জন্য এজন্যই মূলত চশমা নিই নি কদিন।আর তার জন্য যেটা হওয়ার সেটাই হলো আরকি।
তো যেটা বলছিলাম মাথা ব্যথার মধ্যেও পোস্ট টা লিখে ফেলেছিলাম।আর আমি পোস্ট ক্রম থেকে করি বর্তমান।প্রতিদিনের মত পোস্ট লিখা শেষ করে ছবি ডাউনলোড করে লিংক কপি করে নিয়ে এসে পোস্টের বাকি অংশের কাজ শেষ করছিলাম।আর সেই মুহূর্তে আমার পুরো পোস্টটি মুছে যায়।আর এই দুই বছরের সময়টার মধ্যে এই প্রথম আমার সাথে এরকম হলো।আর এজন্য অনেকটা খারাপ লাগলো।একটি পোস্ট লিখতে মোটামুটি আধ ঘণ্টার মতো সময় লেগে যায়।আর সেই সময়টা দিয়েই পোস্ট টা লিখলাম কিন্তু পোস্ট সাবমিট করতে গিয়ে পুরোটা হারিয়ে ফেললাম অর্থাৎ মুছে গেল।এটা যেকোনো মানুষের জন্যই দুঃখের একটি ব্যাপার বলতে পারেন।কারণ এতক্ষণের পরিশ্রম টাই বৃথা গেল।আর দেখবেন আপনি যেই টপিক টা নিয়ে লিখে ফেলেছিলেন সেই টপিক আর আপনার মাথায় আসবেও না।আমি যেই টপিক টা নিয়ে লিখেছিলাম সেই টপিক টা আমার মাথায় আর আসছিল না।তাই ভাবলাম আমার এই কষ্টের মুহূর্তটা নিয়েই আপনাদের মাঝে আজ লিখি।
আমাদের জীবনে এরকম অনেক পরিশ্রম বৃথা হয়।যেগুলোর জন্য আমরা পরবর্তীতে আফসোস করি।আর এই পরিশ্রম গুলো আমরা ঠিকই করি কিন্তু এর মাঝেও আমাদের আচমকা কিছু ভুল হয়ে যায়।যেগুলো আমরা কল্পনাও করিনা কেননা পূর্বে এধরনের ভুল আমাদের কখনোই হয়না।আর এগুলো অনেক সময় ভাগ্যের উপরেই ছেড়ে দেই।আসলে পরিশ্রম সবসময় সফলতা এনে দেয় না।কিছু কিছু সময় বৃথা হয়ে যায় পরিশ্রম গুলো।তাই বলে কি আমরা পরিশ্রম করব না।অবশ্যই আমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে।কেননা পরিশ্রম সফলতার চাবিকাঠি।তবে সৎ পরিশ্রম করে যেতে হবে আমদের আর লেগে থাকতে হবে।কেননা হাল ছেড়ে দিলে আপনি কখনোই সফলতার মুখ দেখবেন না।আজকের এই ব্যাপারটার জন্য আমার রাগ হয়ে গিয়েছিল আর মনে হচ্ছিল আজ আর পোস্ট করব না।কিন্তু তৎক্ষণাৎ আমার মনে পড়ে আমি রাগ টা কার উপর করছি?আসলে আমার নিজেরও ভুল নয় এখানে ত্রুটি হয়তোবা ওয়েবসাইট জনিত।আর এটা সম্পূর্ণ আমার হাতের বাইরে ছিল।তো আমার আজকের মত বেহাল অবস্থা আপনাদেরও কি কখনো হয়েছিল কমেন্টে জানাবেন বন্ধুরা।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -18th September,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মত আমার মনে হয় অনেকের হয়েছে। আমার দুই বার হয়েছে। তবে এটা সত্যি একবার সফলতা না পেলে আর যে পাব না এমন তো নয়।পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তবে ব্যর্থ হলে সেই মুহূর্তটা মেনে নেওয়া অনেক কঠিন। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট লেখার পর যদি মুছে যায়, তাহলে খুবই কষ্ট লাগে। আমার সাথে গত বছর এমনটা একবার হয়েছিল। সেটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পোস্ট ছিলো। পরবর্তীতে আবারও কষ্ট করে লিখতে হয়েছিল। যাইহোক আপনার পরিশ্রম তো পুরোটাই বৃথা হয়েছে তাহলে। পরবর্তীতে আরও সচেতন হবেন এই ব্যাপারে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit