আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।তবে বেশ কিছুদিন এলার্জি সমস্যায় ভুগছি।আজকে আমি আপনাদের মাঝে এটা নিয়েই লিখতে চলেছি।
সোর্স
বেশ কয়েক বছর ধরে আমার এলার্জি সমস্যা। তবে গত বছর এলার্জি সমস্যা জন্য ফুলে গিয়েছিলাম।প্রায় ৩-৪ মাস ওষুধ খেতে হয়েছিল।এবার আর তেমন সমস্যা হয়নি।তবে চুলকানির হয়েছিল শরীরে অনেক।আসলে এলার্জি হলে হাত পা এ অসম্ভব চুলকানি হয়।শুধুমাত্র শরীরেই না চোখেও এলার্জি সমস্যা হয়।যেটা আরও কষ্টের বিষয়।তবে এবার আমার চোখে তেমন সমস্যা হয়নি,শুধুমাত্র হাত,পা এ চুলকানি।এজন্য ডাক্তার দেখাতে গেলাম,একমাসের ওষুধ দিয়েছেন ডাক্তার।এখন দুই সপ্তাহ ওষুধ খেয়ে বেশ পরিবর্তন লক্ষ্য করছি।তবে আগে কিছু খাবার খেলে এলার্জি বেড়ে যেত। যেমন-ইলিশ মাছ,পুটি মাছ,বেগুন, পুঁইশাক,চিংড়ি মাছ ইত্যাদি।দুই সপ্তাহ ওষুধ খাওয়ার পর লক্ষ্য করছি এ খাবার গুলো খেলেও চুলকানি হচ্ছেনা আর।
এলার্জি নিয়ে বেশ ভোগান্তি তে পড়তে হয় আমার প্রতি বছর।যখন হয় তখন ওষুধ খেলে সাময়িক ঠিক হয় তবে ৬ মাস পর আবার একই সমস্যায় ভুগতে হয়।আসলে এটার হয়তো স্থায়ী সমাধান নেই।তবে এলার্জি হয়তো এ পজেটিভ রক্তের মানুষ যারা তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়।আমার পরিবারের ৩ জন এ পজেটিভ রক্তের রয়েছে।আমার আম্মু,ভাই এবং আমি আমাদের ৩ জনেরই মারাত্মক এলার্জি।তবে এলার্জি আমার আব্বুরও রয়েছে,আব্বুর এ পজেটিভ রক্ত না।হতে পারে বংশনুক্রমিক ভাবেই এলার্জি সমস্যা বিদ্যমান থাকে মানুষের দেহে,রক্তের জন্য না।যেহেতু আমার পরিবারের সবার আছে তাই আমারও।
এলার্জি গরম কালে যেমনি দেখা যায় শীতকালে তুলনামূলক একটু কম থাকে আমার।শীতকাল শেষ হলেই আবার শুরু হয়।শীত তো সামনেই তাই কিছুদিন হয়তো ভালোই থাকবো। এবারের মতো সমস্যার জন্য চিকিৎসা নিলাম।৬ মাস না যেতেই গরম কাল ফিরে আসবে তখন আবার একই সমস্যা।আপনারা যদি কেউ জেনে থাকেন কোনো ঘরোয়া সমাধান আমাকে প্লিজ জানাবেন।কিভাবে এলার্জি থেকে পরিত্রাণ পাওয়া যায়।আজকের মতো এখানেই শেষ করছি আমার এলার্জি নিয়ে ভোগান্তির গল্প।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শরীরে শীতকালে বেশি এলার্জি দেখা যায়। আর আপনার শরীরের শীতকালে এলার্জি কমে যায় জেনে ভালো লাগলো। তবে যাই হোক আপু এলার্জি সমস্যা সত্যিই অনেক বড় সমস্যা। কোন কিছুতেই যেন কমতে চায় না। যেহেতু আপনার আব্বুরও এই সমস্যা আছে তাই মনে হচ্ছে বংশনুক্রমিক ভাবেই আপনি এলার্জির সমস্যায় ভুগছেন। তবে আপনি যেন এই সমস্যা থেকে পুরোপুরি ভাবে সুস্থ হন এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আচ্ছা।ধন্যবাদ আপানাকে শুভ কামনা রইল আপনার জন্য।এই শীতে ভালো থাকুন আপনার সুস্থতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি গরুর মাংস খেলে একটু বেশি এলার্জি দেখা দেয়। তাই আমি ধরতে গেলে গরুর মাংস একদমই খাই না। এলার্জি যাদের হয় তারাই বুঝে কি রকম। সত্যিই খুবই চুলকানি হয়ে থাকে এটিতে। এখন ছোট বড় সকলেরই এলার্জি অসুখটি আছে। যাদের রক্তের সাথে এটি মিশে যায় তাদের জন্য খুবই খারাপ। আপনি যেন আপনার এলার্জির অসুখ থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আমারও প্রবলেম এই খাবারটিতেও।ঠিকই বলেছে আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আচ্ছা ভাইয়া দেখি নিম পাতা এভাবে করে খেয়ে দেখবো।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ্যালার্জি থাকলে তার আর কোন শত্রুর দরকার নেই এটা এতটাই খারাপ একটি সমস্যা, আমার মেয়ের মাঝে মাঝে হয় কি যে কান্না করে তা বলার মতো না। ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাক্তার সাহেব বরেছেন বংশের কারো আছে কি তখন আমি বললাম যে ওর দিদা,পিসির আছে বললো এটা বংশগত সমস্যা, কিছু ঔষধ দিয়েছিল খাওয়ার পর এখন অনেকটাই ভালো আছে। আপু আপনি এ্যালার্জি জাতীয় খাবার গুলো এড়িয়ে চলেন তাহলে হয়তো কিছুটা হলেও ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বেশ কিছুদিন ধরে আমারও এলার্জির খুব সমস্যা দেখা দিয়েছে। আমার আগে কখনো এটা ছিল না হঠাৎ করে কিছুদিন আগে এই সমস্যাটা দেখা গেছে এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছে একটু কম আছে। ডাক্তারের ঔষুধ খাওয়ার পর আপনার এলার্জি সমস্যা এখন কম আছে জেনে খুব ভালো লাগলো। আসলে এলার্জি সমস্যাটা খুবই বড় একটা সমস্যা আমি তো এতদিনে বুঝতে পারিনি এখন বুঝতেছি। যাইহোক আপু আপনি খুব তাড়াতাড়ি যাতে সমস্যা থেকে মুক্তি পান এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনি ঠিকই বলেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ধন্যবাদ পরামর্শের এবং সুন্দর মন্তব্যের জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে মনে হয় এলার্জি একটি ভয়ানক অসুখ। যে এলার্জিতে পড়েছে সে বুঝে যে মজা। আপনি আপনার পোস্টের মাধ্যমে এলার্জি বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরছেন। ধন্যবাদ তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, এলার্জির সমস্যা আমারও। আমার ডাস্ট অ্যালার্জি।অনেক ঝামেলা আপু কিছুতেই কিছু হয় না। অনেক সতর্ক থাকতে হয়।ধন্যবাদ আপু শেয়র করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু ধন্যবাদ আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত কালে এলার্জির সমস্যা আসলেই অনেক বেড়ে যায়। আমার অবশ্য খাবার দাবার এ তেমন এলার্জি নেই। তবে আমার এলার্জি ধুলা বালিতে। শীত কালে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। হাচি দিতে দিতে আমি শেষ হয়ে যাই এমন অবস্থা খারাপ হয়। শীত কালে বাতাসে আদ্রতা কম তাই ধুলা বালি বেশি উড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit