আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।লুডু খেলতে পছন্দ করেনা কমবেশি এমন লোক খুঁজে হয়তোবা পাওয়া মুশকিল।আমার সবগুলো পছন্দের খেলার মধ্যে লুডু একটি।আজকে রাতে অনেকদিন পর লুডু খেললাম।যদিও জিততে পারিনি শেষ দানে এক না পড়ার জন্য।তারপরেও বেশ এনজয় করলাম বাসার অন্যদের সাথে লুডু খেলে।যখন ছোট ছিলাম তখন কানামাছি,স্যান্ডেল দৌড়,গোল্লাছুট এই খেলাগুলো খেলা হতো।আর সবচেয়ে মজার বিষয় ছিল আমাদের বাসার পাশে একটি মাঠ ছিল ।ওই মাঠে আমার বান্ধবীরা সবাই আসতো বিকেলে আর ব্যাপক খেলাধুলা হতো।তখন পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে মোট দুই বছর খেলাধুলা হতো সবচেয়ে বেশি।কারণ সব বান্ধবীর বাসা আমার বাসার পাশেই ছিল।সেই সময়টাকে খুব মিস করি।আমার মনে হয় জীবনের সময় গুলো যদি কেউ যদি ঘুরিয়ে দেখে বলতে বলে সেরা সময় কোনটা আমি ওই সময়টাকেই বলবো।
আজকে এক সপ্তাহ বাসায় এসেছি কিন্তু সেইভাবে কোনো কাজই হচ্ছেনা।অবশ্য এর পিছনে একটি কারণ ম্যাম ছুটি দিয়েছেন সেজন্য ধারাবাহিকতা নেই বলতে পারেন। ম্যামের অসুস্থতার জন্য বেশ অনেকগুলো দিন আমাদের ছুটি চলে।আর এই কটা দিন এমন হচ্ছে যে ১২-১৪ ঘন্টাও ঘুমাচ্ছি।আসলে বাড়িতে আসার পর এমন অবস্থা ঘুম চোখ ছাড়ছে না।দিন রাত কিছু নেই যখন তখন বিছানায় গেলেই ঘুম এসে যাচ্ছে।তবে ঘুম হওয়াটা একটা ভালো দিক বলতে পারেন।কারণ নিদ্রাহীনতা খুবই খারাপ একটি ব্যাধি ।তবে বাসায় এসে যেটা হয়েছে আমার পুরোনো অভ্যাসটা আবার ফেরত এসেছে।আমার ক্রাইম এলার্ট দেখতে বেশ ভালো লাগে।ইন্ডিয়ান চ্যানেল গুলোতে যেগুলো দেখায় ক্রাইম রিলেটেড প্রতিদিন কয়েকটি এপিসোড দেখা হয়ে যাচ্ছে।তবে চেষ্টা করতে হবে এগুলো দেখা বাদ দিতে।আমি অনেকটা ভেবে দেখলাম যে ,আমার সব বিষয়ে নেগেটিভ চিন্তাধারার জন্য এইগুলো অনেকটা দায়ী।কারণ আপনারা জানেন মানুষ সারাদিনের কর্মকান্ড গুলোই তার ব্রেনে বেশ একটা প্রভাব ফেলে।
আর ক্রাইম এলার্ট,ক্রাইম পেট্রোল এগুলো সবই তো মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া , খুন,হত্যা এগুলো নিয়ে।আর এগুলো মনে অনেকটা নেতিবাচক প্রভাব ফেলে সহজেই একজন ব্যক্তিকে সন্দেহ করা তারপর সবকিছুতে নেগেটিভিটি নিয়ে আসে।আমরা সামাজিক জীব ।এজন্য আমাদের সবারই সমাজের সাথে মিলিয়ে চলতে হয়।একে অপরকে বিশ্বাস করতে হয় তারপরে আমরা একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি।তবে এটাও ঠিক সবকিছু পজেটিভ ভাবে নিতে গেলে আপনি একজন মন্দ লোককে যদি সুযোগ দিয়ে দেন নিজের জীবনে ক্ষতি করার তাহলে তার মাশুল ও আপনাকে দিতে হবে।আমার যেটা মনে হয় পজেটিভিটি রাখতে হবে আমাদের সবসময় তবে সতর্ক থাকতে হবে যেকোনো ক্ষেত্রে।তাহলে সবকিছু মসৃণ হবে একজন ব্যক্তির জীবনে।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | নিজ বাড়ি |
Post by-@rahnumanurdisha
Date- 11th September,2024
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধ পেয়ে সারাদিন তাহলে ভালোই কাটাচ্ছে। ১২-১৪ ঘন্টা ঘুম মানে তো অনেক। ঠিক বলেছেন আপু ক্রাইম রিলেটেড এই এপিসোড গুলো আমাদের অনেক নেগেটিভ চিন্তাভাবনার জন্য দায়ী। অনেকদিন পর একটা দুইটা এপিসোড দেখলে তাও ভালো লাগে তবে সব সময় দেখতে থাকলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে আমাদের ব্রেনের উপর। অনেক আগে আমিও দেখতাম এগুলো এখন একদমই দেখা বাদ দিয়ে দিয়েছি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অনেক ঘুম হয়ে যাচ্ছে আসলেই,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝেমধ্যে লুডু খেলতে আসলেই খুব ভালো লাগে। যদিও ২/৩ বছর যাবৎ লুডু খেলা হয়ে উঠে না। যাইহোক এতো বেশি ঘুমালে কিন্তু মোটা হয়ে যাবেন আপু 😂। তবে এটা ঠিক ক্রাইম পেট্রোল, ক্রাইম এলার্ট কিংবা এই ধরনের প্রোগ্রাম না দেখাটাই ভালো। কারণ এসব দেখলে সারাক্ষণ মাথার মধ্যে নেতিবাচক দিকগুলো ঘুরপাক খায়। কাউকে সহজে বিশ্বাস করা যায় না। যাইহোক এসব দেখা একেবারেই বাদ দিয়ে দেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা,ঠিক বলেছেন ভাইয়া ঘুমালে মানুষ মোটা হয়।আগামীকাল থেকে ঘুম বাদ পুরোপুরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরোপুরি ঘুম বাদ দিলে তো আরও সমস্যা। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। সর্বোচ্চ ৮ ঘন্টা ঘুমাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া একদম ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুম ভালো তবে অতিরিক্ত ঘুমও নিশি জাগরণ কোনটিই আমাদের শরীরের জন্য ভালো নয়।আপনার শরীর দূর্বল ও আলস সময় দেখেই হয় তো এতো ঘুম পাচ্ছে আপু।ভীষণ ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে।আসলে অলস সময়ে আমরা বাঙ্গালিরা লুডু খেলতে ভালোবাসি আর এখন ফোনেই লুডু খেলা যায় খুব সহজেই কারণ চাল দিতেও হয় না লুকোচুরি করার কোন অপশন নেই হাহা।একদমই ঠিক বলেছেন ক্রাইম পেট্রোল দেখতে ভালো লাগলেও মাথায় সবার প্রতি নেগেটিভ চিন্তা ঘুরঘুর করে।বেশ ভালো লাগলে আপনার পোস্ট টি পড়ে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit