পেইন্টিং||চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্য||

in hive-129948 •  2 years ago  (edited)

||আজ-১২ই,বৈশাখ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||



হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি পেইন্টিং নিয়ে উপস্থিত হয়েছি।এটি আমার চতুর্থ পেইন্টিং স্টিমিটে শেয়ার করা।পোস্টে ভিন্নতা আনতে বিভিন্ন ধরনের পোস্ট করলে অনেক বেশি ভালো লাগে এবং নিজের সৃজনশলতার বিকাশ ঘটে।তাই আমি পেইন্টিং টি করেছি।এসব পেইন্টিং করতে বেশ সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।আমি পেইন্টিং টি অনেকটা সময় হাতে নিয়েই করেছিলাম,জানিনা আপনাদের কেমন লাগবে।আমি যেভাবে চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্যে পেইন্টিংটি করেছি,আপনাদের মাঝে ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।

চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্য

IMG20230425132559.jpg

উপকরণসমূহ-

  • কাগজ
  • পোস্টার রঙ
  • কম্পাস
  • পেন্সিল

IMG20230425133326.jpg

নিম্নে পেইন্টিং এর সবগুলো ধাপ বর্ণনা করছি।

ধাপ-১

প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি কম্পাস এবং পেন্সিল এর সাহায্যে।তারপর বৃত্তের বাইরের অংশ রঙ করে নিয়েছি ছবির মতো নীল সাদা রঙের সাহায্যে।

IMG20230425124139.jpg

IMG20230425124834.jpg

IMG20230425125011.jpg

IMG20230425125103.jpg

ধাপ-২

তারপর নিচের অংশে লাল রঙ ব্যবহার করেছি।বৃত্তের মাঝে নীল এবং কালো রং ব্যবহার করেছি তুলির সাহায্যে।

IMG20230425125611.jpg

IMG20230425130331_01.jpg

IMG20230425130219.jpg

IMG20230425130334.jpg

IMG20230425130443.jpg

ধাপ-৩

এবার তুলি দিয়ে পাহাড় এবং গাছের মতো করে এঁকে নিয়েছি লাল,কালো রঙের সাহায্যে।

IMG20230425131342.jpg

IMG20230425131623.jpg

IMG20230425131646.jpg

IMG20230425132139.jpg

IMG20230425132141.jpg

ধাপ-৪

এবার টিস্যু পেপার এবং পানির সাহায্যে কালো রঙ মুছে দিয়েছি।আমার চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং প্রস্তুত।

IMG20230425132231.jpg

IMG20230425132559.jpg

IMG20230425132748.jpg

IMG20230425132750.jpg

IMG20230425132751.jpg

IMG20230425132559.jpg

পেইন্টিংটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি।আমার শেয়ার করা পেইন্টিংটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোনো পেইন্টিং নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পাহাড়, গাছ, চাঁদ এবং নীল আকাশ চমৎকার ছিল আপনারা আজকের ড্রইং এর কম্বিনেশন টি। খুব সুন্দর হয়েছে এবং আপনি সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

নিজের প্রতিভা তুলে ধরার জন্য এই সুন্দর একটি পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো আপু। যেহেতু এটা আপনার চতুর্থ পেইন্টিং তাই আশা করছি ধীরে ধীরে আপনার পেইন্টিং আরো বেশি ভালো হবে। চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য আপু।

খুব সুন্দর একটি পেইন্টিং আজ শেয়ার করেছেন আপু।চমৎকার লাগছে দেখতে। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। চাঁদ,পাহাড়,আকাশ, গাছ খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

পেন্টিং করা খুবই ভালো একটি প্রতিভা। তবে কেন জানি আপনার পেইন্টিংটা আমি সেভাবে বুঝে উঠতে পারছি না। চাঁদনী রাতে প্রাকৃতিক দৃশ্য আমি খুব একটা লক্ষ্য করতে পারছি না, তবে বোঝা যাচ্ছে আকাশ চাঁদ এগুলো রয়েছে। আমার মনে হয় আরো ক্লিয়ার করে পেইন্টিংটি করলে আরো ভালোভাবে ফুটে উঠতো। যাইহোক চেষ্টা করেছেন আরও ভালো চেষ্টা করে অব্যাহত রাখবেন এই শুভকামনা রইল।

জি আপু আমারও কিছু কনফিউসন আছে।ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

এই নিয়ে আপনি চতুর্থ বারের মতো পেইন্টিং শেয়ার করেছেন স্টিমিটে জেনে খুব ভালো লাগলো আপু। আসলে আমাদের কমিউনিটির অনেকের সুন্দর সুন্দর কাজ দেখে আমরা ভীষণ অনুপ্রাণিত হই। তারপর আমরা অনেক কিছু করার চেষ্টা করি। এতে করে আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। নিয়মিত চর্চা করলে একটা সময় খুব ভালো কাজ করতে পারি। যাইহোক আপনি চাঁদ রাতের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করেছেন সেটা দেখে খুব ভালো লাগলো। আশা করি চেষ্টা চালিয়ে যাবেন এবং সফলতা অর্জন করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

চাঁদ রাতের খুবই চমৎকার একটা পেইন্টিং আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। পাহাড় গাছ চাঁদ এবং নীল আকাশ চমৎকারভাবে আপনি অঙ্কন করতে সক্ষম হয়েছেন।

ধন্যবাদ ভাইয়া সবসময় চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

বাহ বাহ বেশ সুন্দর একটি চাঁদ রাতের দৃশ্য অঙ্কন করেছেন তো আপু। আবার আপনার অংকন করা দৃশ্যটির প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি দৃশ্য উপহার দেওয়ার জন্য।

আমার পেইন্টিং ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।