আমার দেশ ভালো থাকুক সবসময়||

in hive-129948 •  last month  (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20240805171115.jpg

পৃথিবীতে প্রত্যেকটা দেশের নাগরিক তার স্বদেশকে ভীষণ ভালবাসে।তারা চায় একটি শান্তিপূর্ণ দেশ।সাম্য, ন্যায় সকল বৈষম্যকে দূরে সরিয়ে দিয়ে স্বাধীন দেশের অধিকার।একটি স্বাধীন দেশ সবসময় জনগণের নিরাপত্তা,অধিকার নিশ্চিত করে থাকে।আমার দেশটিও ১৯৭১ সালের পর থেকে সেইভাবেই চলছিল।মাঝখানে কিছু অশুভ শক্তির প্রভাবে দেশে সৃষ্টি হলো অরাজকতা,হাঙ্গামা একের পর এক লাশের মিছিল।গত জুলাই মাস থেকে কত বাঙালি শহীদ হয়েছেন যেটা আমাদের অজানা এখন পর্যন্ত।বাঙালি জাতির ঠিক যেন হায়েনাদের আক্রমণ দেখতে হয়েছে।আজকে শত শত বাঙালির চাওয়া পূরণ হলো দুপুরের পর থেকে।দুপুর দুইটা নাগাদ নিউজটি জানতে পারি আমাদের দেশ স্বাধীন।তখনি আশেপাশের থেকে আনন্দ শোভাযাত্রার শব্দ শুনতে পারছিলাম।আমাদের মেস থেকেও যেন আনন্দের উল্লাস দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই মেসের সবাই শোভাযাত্রা এবং শহরের যেখানে আনন্দ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু পান্না চত্বর যাওয়ার জন্য উদ্দ্যেগ নিল।যেহেতু সবাই যাবে তাই আর না করতে পারলাম না।

IMG20240805170908.jpg

বাইরে বেরিয়ে দেখলাম বাঙালি প্রত্যেকটা লোকের মুখে হাসি।রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেক শ্রেনীর মানুষ সবাই বলছিলেন তোমাদের ছাত্রছাত্রীদের ধন্যবাদ।আজকে তোমাদের জন্যই আমাদের দেশে স্বৈরাচারী শাসনের অবসান হলো।স্কুল,কলেজের শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছিল।আর সবাই মিষ্টিমুখ করছিল।আমার শুধু মনে হচ্ছিল আজকে বিজয়ের আনন্দ এতটা উৎযাপন করছে সবাই তাহলে ১৯৭১ সালে বিজয়ের দিনটি কেমন ছিল।সেদিন বিদেশিদের থেকে বাঙালিকে মুক্ত করা হয়েছিল।সবাই প্রথমে পান্না চত্বর বিজয়ের উল্লাসের স্লোগান যেখানে দেওয়া হচ্ছিল এবং পতাকা ওড়ানো হচ্ছিল সেখানে গিয়ে তারপর আবার শহীদ মিনার যায়।তার পর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অনেকেই ছবি তুলেছিল জাতীয় পতাকার সাথে।তারপর সবাই শহীদ মিনার থেকে ফিরে আবার পান্না চত্বর গিয়েছিল তবে আমার যাওয়া হয়নি।

IMG20240805174221.jpg

কেননা আজেক রাজবাড়ী শহরের প্রত্যেকটা মানুষই বলা যায় ওই জায়গাটিতে গিয়েছিল যার জন্য অতিরিক্ত জনসমাগম ছিল ।তারপরেও সবার সাথে গিয়েছিলাম একঘন্টা থেকে চলে এসেছিলাম।অনেকটাই ক্লান্ত লাগছিল কারণ এসকল মিছিল গুলোতে অনেক চিল্লাচিল্লি হয় জনগণের ভিড়।তাছাড়া কিছুটা অসুস্থ ছিলাম তাই চলে এসেছিলাম।আসলে আমার কখনোই কোনো শোভাযাত্রায় সেইভাবে অংশগ্রহণ করা হয়নি।স্কুল কলেজে একেবারে না গেলেই না সেরকম শোভাযাত্রায় যেতাম অর্থাৎ চাপে পড়ে।তবে আজকে কোনো চাপ ছিলনা একদমই নিজের ইচ্ছাই যাওয়া ছিল। এটাই আসলে দেশপ্রেম। দেশপ্রেম বিষয়টা আমাদের প্রত্যেকের রয়েছে।কেউ প্রকাশ্যে দেশপ্রেমিক আবার কেউ অপ্রকাশ্যে।আজকে আমাদের শহরে যেন খুশির বর্ণা দেখতে পেলাম।তারপর সবাই শহীদ মিনার থেকে ফিরে আবার পান্না চত্বর গিয়েছিল।তবে আমাদের দেশটা তে এখন কোনো শাসক নেই তাই হাঙ্গামা রাহাজানি চলবে।সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা আমাদের সাধারণ মানুষের এর পরবর্তীতে যিনি আসবেন তিনি যাতে দেশটিকে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো ধরনের বৈষম্য না সৃষ্টি করেন।কারণ আমাদের দেশের ছাত্রসমাজ এই পর্যন্ত সকল বৈষম্যের নিপাত করেছে ।আমরা বাংলার মানুষ শান্তি চাই,বৈষম্য নয়।

সবাই প্রথমে পান্না চত্বর বিজয়ের উল্লাসের স্লোগান যেখানে দেওয়া হচ্ছিল এবং পতাকা ওড়ানো হচ্ছিল সেখানে গিয়ে তারপর আবার শহীদ মিনার যায়।

IMG20240805165605.jpg

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 25th July,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

No sabes lo que me alegro por todos ustedes y su nación, hoy son libres y están todos unidos en un mismo sentir. Dios los cuide y proteja.
Como venezolana esto me da fe en que también seremos libres.

Thanks for congratulated..ur country will free very soon sis don't worry just pray and called ur God...🥰🥰❣️

Hola, la verdad estoy muy feliz por ustedes. Aquí en Venezuela también estamos en una larga lucha y su libertad nos llena de esperanzas a nosostros también.

Espero que la fiesta sea bastante grande, merecen celebrar

Gracias por compartir este lindo momento

Thanks bro for ur wish🥰..Your country will be free very soon,,,,. ❣️