আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি সেটা নিশ্চয়ই পোস্টের টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা।আজকে জুলাই মাসের শেষ দিন।২০২৪ সালের জুলাই মাসটা হয়তোবা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে নিবে।কিন্তু আমাদের বাংলাদেশ যে শহীদ ভাই বোনদের হারালো তাদের আর কোনোদিনও ফিরে পাবে না।পৃথিবীতে আর এরকম বিভৎস জুলাই এর আবির্ভাব না ঘটুক সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।জুলাই মাসটা আমাদের থেকে অনেক কিছুই কেড়ে নিল।আজকে ক্যালেন্ডারের পাতায় শেষ তারিখ জুলাই ৩১।শুধু মনে হচ্ছে এই মাসটা যদি ক্যালেন্ডারের পাতায় না থাকতো তাহলে আমাদের দেশটাতে আগের মতোই শান্তি বজায় থাকতো।মহান আল্লাহ আমাদের দেশ থেকে সকল অশুভ শক্তিকে বিদায় করে দিয়ে শান্তি বর্ষিত করবেন খুব শীঘ্রই এমনটাই প্রত্যাশা এখন প্রত্যেক জনগণের।আমাদের দেশের কৃতি সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ।তারা যাতে পরকালে শহীদের মর্যাদায় জান্নাতের উচ্চ মাকাম লাভ করেন।
পৃথিবীতে একমাত্র মানুষ সবেচেয় টেম্পোরারি।যাদের নিয়ে আমরা কোনো ধরনের গ্যারান্টি দিতে পারিনা।আজকে একজন মানুষের সাথে কথা বলছি আগামীকাল আর তাকে নাও পেতে পারি আর পৃথিবীতে।পৃথিবীর এই নাট্যমঞ্চে রক্ত মাংসে গড়া মানুষ একমাত্র অস্থায়ী ।মাঝে মাঝে ভাবতে অবাক লাগে এই সংক্ষিপ্ত সময়টাতে মানুষ কেন এত রাজনীতি করে ।একজন আরেকজনকে বিপদে ফেলে,আবার খুন হত্যা,স্বার্থসিদ্ধির জন্য একজনের চোখে খুব নিচে নামতেও দ্বিধা করেনা।এই দেখুন না যারা শহীদ হয়েছেন তারা খুব বেশিদিন না আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন।তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে লড়াই করে গিয়েছেন শুধুমাত্র ন্যায্য দাবি আদায়ের জন্য।তারা কিন্তু নিজেদের প্রাণের ভয় করে দমে থাকেন নি।তারা দেশটিতে সাম্য বজায় রেখে বৈষম্যের নিপাত ঘটাতে চেয়েছিলেন।পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি এভাবে করে ভাবতেন তাহলে আজ হয়তো আমাদের দেশটা আরও অনেকটা এগিয়ে থাকতো।
মানুষ স্বপ্নের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকেই জানেন।তবে আমার কাছে আমার স্বপ্নের দেশ আমার বাংলাদেশ সবসময় ছিল।কারণ আমার দেশের মতো নিরাপত্তা অন্য দেশ দিতে পারেনা এটাই আমি জানতাম।বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেতাম যুক্তরাষ্ট্রে স্কুলে ,কলেজে বা কোনো রাজ্যে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আর অনেকে নিহত হয়েছেন।কারণ ছাড়াই এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে।অথচ আমাদের দেশে আমি আমার জন্মের পর থেকে এরকম ঘটনা কখনো শুনিনি।তাই আমার সবসময় মনে হতো নিরাপত্তার দিক দিয়ে আমার দেশ আমার কাছে সেরা।আমার দেশ আমার স্বপ্নের দেশ অন্য দেশ নয়।অথচ এই জুলাই তে আমার দেশ হয়ে উঠল সবচেয়ে ভয়ংকর।যেখানে সেখানে গুলি বর্ষণ নিজের বাড়িতে থেকেও প্রাণ গেল কতজনের।আমার দেশের নিরাপত্তাও শেষ হয়ে গেল কিছু অশুভ শক্তির প্রভাবে।শেষ কয়েক নির্বাচন থেকে এই অনিরাপত্তার সূত্রপাত ঘটলো আর তারপর এই বিভীষিকাময় জুলাই মাস।ইতিহাসের পাতায় স্মরনীয় হয়ে থাকবে ২০২৪ এর এই অশুভ জুলাই।
আমাদের সোনার বাংলাদেশে আর কোনো অশুভ ছায়া না পড়ুক।পৃথিবী থেকে বিদায় নিক সমস্ত অশুভ শক্তি।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 31st July,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর লিখেছেন আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন আপনি আসলে ২০২৪ সালের জুলাই মাসটি হয়তোবা পৃথিবী থেকে হারিয়ে যাবে না কিন্তু, কিন্তু আমাদের যে শহীদ ভাই-বোনেরা হারালো তার আর কোনদিন ফিরে আসবেনা সৃষ্টিকর্তার কাছে সত্যি প্রার্থনা করি এইরকম বিভৎস জুলাই মাস আর যেন না আসুক ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালো লাগা মানেই আমার প্রাপ্তি,ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আপু।🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit