আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে বন্ধুরা।আমাদের জীবনে পুরোনো জিনিস ঘুরে ফিরে আমাদের কাছেই ফেরত আসে এটা কি আপনারা মানেন বন্ধুরা।পৃথিবী যেমনি সূর্যের চারিদিকে ঘুরে ঠিক তেমনি আমরা প্রতিটি মানুষ তাদের জীবনের অতীত ,বর্তমান ,ভবিষ্যৎ গুলোর পুনরাবৃত্তি দেখতে পাই।কখনো কখনো দেখবেন কিছু অপ্রত্যাশিত বিষয় আমাদের জীবনে ঘটে যার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত থাকিনা।আচমকাই দেখতে পাই ঘটনা গুলো।গতমাসের শেষের দিকে আমিও তেমনি একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলাম।আসলে যখন দেখলাম সেই পুরোনো ঘটনাটি আমি কোনমতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা।যে এটা আমার সাথে হতে পারে।অবশ্য বিষয়টির জন্য আমি মনে মনে অনেক খুশি বলতে পারেন।কারণ শেষ পর্যন্ত হলেও আমি জিতেছি ।দীর্ঘ ছয় বছর পরে হলেও আমি বিজয়ী বলতে পারেন।আসলে সবাই তার নিজ নিজ কর্মের জন্য অনুতপ্ত হয়ে থাকে এটাই পৃথিবীর নিয়ম।আপনি যদি ভুল না হন দেখবেন একটি পর্যায় গিয়ে আপনার বিজয় নিশ্চিত।
আমার কাছে সবসময় এটাই মনে হয় যে, যায় হয়ে যাক আমার আত্নসম্মান আমাকে বজায় রাখতে হবে।কারণ একজন আত্মসম্মান বিসর্জন দেওয়া মানুষ হিসেবে আমি নিজেকে কখনোই দেখতে চাইনা।পৃথিবীতে আপনি যদি নিজের আত্নসম্মান বিসর্জন দিয়ে ফেলেন তাহলে আপনি যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন লোকজন আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করবেন।আমাদের মধ্যে অনেকেই আছে যারা সমালোচনার পরোয়া করেনা।একটা ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে ঘুরে বেড়ায়।আমি এই বিষয়টাকে পুরোপুরি ভালো গুণ বলবোনা।কারণ আমাদের সমাজে বসবাস করতে হয় যেহেতু লোকজনকে সাথে নিয়ে।তাই কে কি ভাবলো বা বলল এই বিষয়টা যথেষ্ট মাথায় রাখা উচিত।তবে অনেকে বলে থাকেন যে লোকের কথা বেশি কানে নিতে গেলে নাকি জীবনে উন্নতি করে যায়না।তাই সব বিষয় কানে না নিলেও কিছুটা অবশ্যই নেওয়া উচিত।এটা আমার ব্যক্তিগত অভিমত যেহেতু আমরা সামাজিক জীব এজন্য।
আসলে আমি বরাবর নিজের দিক টা ঠিক রাখতে চেষ্টা করি।কারণ সবকিছুর পরেও নিজের মানসিক শান্তির বিষয়টা আমার কাছে বেশি প্রাধান্য পায় সবসময়।একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আপনি যদি নিজের দিক থেকে পরিপূর্ণ থাকেন ,কোনো অপরাধবোধ আপনার কাজ না করে তাহলেই আপনি পৃথিবীর সুখী মানুষ।কেননা দেখুন আপনি একজনকে ঠকালেন তারপর নিজে কিছুটা উপকৃত হলেন।কিন্তু আপনার ব্যক্তিত্ব স্ট্রং থাকলে আপনি সেই উপকার নিয়ে কখনো সন্তুষ্ট থাকতে পারবেন না।আপনার সবসময় অপরাধবোধ কাজ করবে মনের মধ্যে কেন এটা করতে গেলাম। সবকিছু না হয় একটু জটিল হতো তাও লোকটি ঠকতো না।তবে এই ফিলিংস টা যদি আপনার মধ্যে না জন্মায় কখনো তাহলে আপনি আর একজন সঠিক মানুষ নেই।সঠিক মানুষ বলতে আমরা একজন স্ট্রং ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কে বুঝি।আর আপনি নিজের দিকে ঠিক থাকলে তার সুবিধা আপনি চলার পথে পাবেন।যেমন ধরুন একজন মানুষ যে সব বিষয়ে পারদর্শী হবে ব্যাপারটা এমন নয়।এজন্য মানুষকে অন্যের শরণাপন্ন হতে হয়।আর সেই সময়টা আপনি কারো না কারো সাহায্য ঠিকই পেয়ে যাবেন।অন্যথায় এই সাহায্য গুলো হয়তোবা পাবেন না।আমি আমার ব্যক্তিজীবনে চলতে গিয়ে অনেককে দেখেছি সেখান থেকেই মূলত আমার এই অভিমত।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -9th September,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
আমাদের সকলের উচিত নিজের দিকে ঠিক রাখা উচিত। আসলে আপু আপনি খুবই সুন্দর ভাবে এই পোস্টে আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন পরে খুবই ভালো লাগলো। তাছাড়া আমরা অনেকেই আছি যে নিজেকে নিজেই অসচেতন থাকি। কিন্তু যদি কারোর আত্মসম্মান বোধ থাকে তাহলে সে নিজেই নিজেকে খেয়াল রাখবে। তাছাড়া আমি মনে করি আত্ম সম্মানবোধ যে আমাদের অনেক প্রয়োজন। কেননা টাকা হারিয়ে গেলে তা উপার্জন করা যায় কিন্তু এই সম্মান হারিয়ে গেলে তা কখনোই আর কে না সম্ভব নয়। ধন্যবাদ আপু সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি একদম,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিক বলেছেন আপু। যদি নিজে ঠিক থাকি কোন অপরাধ না করি তাহলে কখনোই অশান্তি কাজ করে না। মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে আর যাইহোক আমি তো কোন অন্যায় করিনি।
কিন্তু এমন টা সবাই ভাবে না। আবার সবার মানসিক শান্তির ব্যাপার টাও এক না। বেশ ভালো লিখেছেন। দিনশেষে মানসিক শান্তি টাই আসল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit