স্বরচিত কবিতাঃ"প্রিয় পুশ"||

in hive-129948 •  5 months ago  (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG_5105.png


ব্যানার ক্রেডিট:@nusuranur আপু



আজকে আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।বেশ অনেকদিন বাদে আপনাদের মাঝে আজকে কবিতা নিয়ে হাজির হলাম ।আমার বাংলা ব্লগে এটি আমার সতেরো তম কবিতা।আর কবিতার টপিক আমার বাংলা ব্লগের প্রথম মেমে কয়েন পুশ।আমাদের পুশ নিয়ে অনেক আকাঙ্ক্ষা রয়েছে।ইতিমধ্যে সেটা পূরণ ও হতে শুরু করে দিয়েছে।আসলে আমদের প্রত্যেকের ভালোবাসার আরেক নাম আমার বাংলা ব্লগ কমিউনিটি।আর এই কমিউনিটির প্রথম কয়েন এটি।আর এর আবিষ্কারক আমাদের শ্রদ্ধেয় দাদা।দাদার আবিষ্কার সবসময় সেরা।একজন বিচক্ষণ মানুষ সবসময় ভেবে চিন্তেই কাজ করে থাকেন।তাছাড়া আমাদের সকলের জন্য বেশ মজার কয়েন এটি বললেও ভুল হবেনা।আমরা সবাই যদি মজার দিক দিয়েও দেখি লাভের দিকটা না চিন্তা করি তারপরেও কয়েন টি যেহেতু প্রথম।তাই শখের জন্য হলেও সবাই এটি ক্রয় করেছি।তো চলুন $PUSS কয়েন নিয়ে আমার কবিতাটি শুরু করা যাক।

❤️ প্রিয় পুশ❤️

তুমি প্রথম পরিবারে
তুমি হবে সেরা।
রয়েছে এখানে তোমার জন্য
শত ভালোবাসা,আশীর্বাদ
দাদার অক্লান্ত শ্রম।
প্রতিটি ইউজারের চেষ্টা
তুমি হবে মুক্তিবেগ
যেখানে থাকবেনা কোনো পিছুটান
ছুঁয়ে যাবে আকাশ সমান।
আমার বাংলা ব্লগের প্রাণ
হবে তুমি একদিন।
চিনবে তোমায় বিশ্বাসী।
চিনবে সবাই।
মলিন হবেনা কখনো
সবার ভালোবাসা তোমাকে করবে
আকাশের তারা।
ছোট্ট পরিবারেরর খুশি তুমি
তুমি অনুপ্রেরণা।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন,
হাজার আকাঙ্ক্ষা।
ভালোবাসার আরেক নাম
পুশ তুমি,তুমি সেরা।
অন্ধকারের আলো তুমি,
তুমিই রাতের জোনাকি।
তুমি সমুদ্রের গর্জন,তুমি হবে ঢেউ।
তুমি হবে মেঘলা আকাশের
এক পশলা বৃষ্টি।
ভালোবাসি পুশ তোমায়
রাখি হৃদয় গভীর।

❤️ সমাপ্ত ❤️
ধন্যবাদ সবাইকে আমার কবিতাটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি। আমার নিজের লিখা কবিতাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোন কবিতা নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -6th September,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। তবে একটা বিষয় ভালো লাগলো আপনি দেখছি $puss কয়েন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।