তারিখ-১৩-০৭-২০২২
বার-বুধবার
আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন সবাই ?আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম।রেসিপিটি হচ্ছে ঝরঝরে পোলাও।আমরা বাঙ্গালীরা একটু বেশিই ভোজনপ্রিয়।স্পাইসি খাবার যেন আমাদের একটু বেশিপছন্দ।আমরা ভাতের পাশাপাশি স্পাইসি খাবার হিসেবে পোলাও রাখতে পছন্দ করি।। আমরা পোলাও পছন্দ করি না এমন খুব কম মানুষই আছি। তবে পোলাও বড়দের থেকে ছোটদের যেন একটু বেশিই প্রিয়।
পোলাও রেসিপি তৈরি করতে আমি যেসব উপকরণ ব্যাবহার করেছি নিম্নে দেওয়া হলো -
প্রয়োজনীয় উপকরনঃ
১.১কেজি সুগন্ধি পোলাও চাল
২.১কাপ তেল
৩।এলাচ ৩ টি
৪।দারুচিনি ছোট সাইজের ৩টি
৫।তেজপাতা ২ টি
৬।আদা বাটা অল্প পরিমাণ
৭। চার কোয়া রসুন বাটা
৮।লবণ স্বাদমতো
৯।২ কেজি পানি
এবার আমি রেসিপিটি যেভাবে তৈরি করেছি ধাপে ধাপে বর্ণনা করছি।
ধাপ-১
প্রথমে একটি কড়াই চুলার উপর দিই, করাইটি হিট হয়ার পর ১ কাপ পরিমাণ তেল দিতে হবে।
ধাপ-২
এরপর আদা ও রসুন বাটা দিয়ে দিয়ে নাড়তে হবে।
ধাপ-৩
এরপর ধুয়ে রাখা ১কেজি পরিমান চাল,স্বাদমতো লবণ,দারুচিনি,এলাচ একে একে দিয়ে ৭-৮ মিনিট মতো ভাঁজতে হবে।লক্ষ্য রাখতে হবে চালগুলো যেন নিচ থেকে লেগে না আসে অর্থাৎ পুড়ে না যায়।
ধাপ-৪
এবার ২কেজি পরিমাণ পানি রাইস কুকারে গরম করে নিতে হবে।আমি যেহেতু এক কেজি চাল রান্না করছি সেক্ষেত্রে পানি ২ কেজি ব্যাবহার করেছি। অর্থাৎ চালের দ্বিগুণের পরিমাণ পানি ব্যাবহার করতে হবে।পানি দ্বিগুণের কম ব্যাবহার করলে পোলাও সিদ্ধ হবেনা ঠিকভাবে। দ্বিগুণের থেকেএকটু বেশি পরিমান পানি ব্যাবহার করলে পোলাও ঝঝরে হবে তবে একেবারে বেশি ব্যাবহার করলে ঝরঝরে হবেনা।
ধাপ-৫
এবার ভেঁজে রাখা চাল গুলোকে রাইস কুকারে ঢেলে দিতে হবে।
ধাপ-৬
কিছুক্ষন পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢেকে দেওয়ার আগে ২ টি তেজপাতা দিতে হবে।
ধাপ-৭
পোলাও হয়ে আসলে অর্থাৎ রাইস কুকারের বাতি কুক থেকে ওয়ার্ম এ আসলে সুইচ অফ করে দিতে হবে।যেভাবে আপনারা রাইস কুকারে ভাত রান্না করেন একইভাবে।পোলাও তৈরি কমপ্লিট।
ধাপ-৮
এই পর্যায় একটি বাসনে পোলাও রেসিপিটি পরিবেশন করা হলো।
এভাবে আপনারা খুব সহজেই রাইস কুকারে ঝরঝরে পোলাও রেসিপি রান্না করতে পারবেন।
আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস- রিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার-@rahnumanurdisha
আমার মত ব্যচেলর দের জন্য উপকার করলেন আপু।ধন্যবাদ রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপনাকেও ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, রাইস কুকারে পোলাও রান্নাটা অনেক ইজি। আপনি চাইলে সহজেই এই পদ্ধতি ব্যবহার করে সহজেই পোলাও রেসিপিটি রান্না করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই রেসিপি সিঙ্গেলদের জন্য লজ্জা দায়ক। হয়তো অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে বলবো রেসিপিটা কিছু মানুষকে নতুন কিছু শেখার সুযোগ করে দেবে, আবার কিছু মানুষকে উৎসাহিত করবে, আবার কিছু মানুষের জন্য হয়ে দাঁড়াবে লজ্জার কারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাইয়া,আপনার কমেন্টের জন্য,আমার রেসিপিটি অনেককে নতুন কিছু শেখার সুযোগ করে দেবে,কিছু মানুষকে উৎসাহিত করবে,এটা শুনে অনেক ভালো লাগলো। কিন্তু সিঙ্গেলদের জন্য লজ্জার কারণ এটা বুঝতে পারিনি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।পোলাও আমার খুব প্রিয়। অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, আমারও পছন্দের রেসিপি পোলাও।চেষ্টা করেছি আপু একটু গুছিয়ে লিখার।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।সুন্দর মতামতের জন্য।অনেক ভালো থাকবেন আপু। আপনার জন্যও শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাইস কুকারে মজাদার ঝরঝরে পোলাও রেসিপি দেখে নতুন একটা কৌশল শিখে নিলাম আপু। এতো দিন শুধু রাইস কুকারে ভাত রান্না করেছি। এখন পোলাও রান্না করে খাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া রাইস কুকারেও ঝরঝরে পোলাও রেসিপিটা আপনি সহজেই তৈরি করতে পারবেন।আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাইস কুকারে মজাদার ঝরঝরে পোলাও রেসিপি করেছেন দেখে অনেক ভালো লাগলো। পোলাও আমার অনেক পছন্দ আপনি এভাবে পোলাও তৈরি করেছেন যে আমি এর আগে এভাবে তৈরি করা আর দেখিনি ভালই লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোলাও শব্দটি শুনলেই আমার জিভে জল চলে আসে কোনভাবেই সেই জল আমি আটকাতে পারি না। আজকে আপনি আমাদেরকে দেখালেন কিভাবে রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করতে হয়। পোলাও রান্নার এই পদ্ধতিটি শিখে নিলাম আপু যেন পরবর্তী জীবনে কাজে লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই মজাদার একটি পোলাও রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোলাও রান্নার রেসিপি দেখে জিভে জল এসে গেল ।এত মজাদার একটি পোলাও রান্না রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit