ভালোবাসা স্বার্থপর||

in hive-129948 •  last year  (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


boy-3891585_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে যেই বিষয়টি নিয়ে লিখতে চলেছি সেটা বুঝতে পারছেন না নিশ্চয় বন্ধুরা।ভালোবাসা আবার স্বার্থপর হয় কি করে।এরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনাদের মনে তাইনা।প্রায় একটা লেখা দেখতে পাই যে ভালোবাসা রঙ বদলায় কারণে অকারণে।এটা কেন হয় বলুন তো ভালোবাসা স্বার্থপর এজন্য।পৃথিবীতে আপনি নিজেকে গুরুত্ব বেশি না দিয়ে যদি সামনের ব্যক্তিটিকে বেশি গুরুত্ব দেন তাহলে আপনার জীবনে কি ভয়াবহ সময় অপেক্ষা করবে বুঝতেও পারবেন না।দেখুন বর্তমান সময়ে আমরা ছেলে মেয়ে উভয়েই স্বার্থপর।আমি শুধু মেয়ে কিংবা ছেলে একপক্ষকে দায়ী করবোনা।পৃথিবীতে এতো কোটি মানুষের ভিড়ে সঠিক মানুষ খুঁজে পাওয়ার ব্যপারটা সকলের জন্যই টাফ।তাছাড়া অনেকটা সৌভাগ্যের অধিকারী হলে তবেই আপনি পাবেন সঠিক মানুষ জীবনে।যে কিনা আপনার ভালো এবং খারাপ উভয় সময়ের সঙ্গী হবে।

যাইহোক চলুন বন্ধুরা, আজকের লেখার মূল আলোচনায় যাওয়া যাক।কয়েকদিন যাবৎ একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি জানিনা আপনারা জেনেছেন কিনা।নিউজটি দেখে আমার খুব একটা ভালো লাগেনি।এজন্য আপনাদের মাঝে নিজের কিছু মতামত শেয়ার করতে এসেছি।একজন চাইনিজ প্লেয়ার তিনি তার গার্লফ্রেন্ড এর বাসায় আগুন লেগেছে এই খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান।ছেলেটি উদ্ধার করতেও সক্ষম হন মেয়েটিকে।কিন্তু নিজে আগুনে পুড়ে যান।তার পুরো মুখ ঝলসে যায় এমনকি একটি হাত ও কেটে বাদ দিয়ে দিতে হয়।তার অবস্থা খুবই খারাপ ছিল ভাগ্যের জোরে তিনি বেঁচে আছেন।তার এই পোড়া শরীর দেখে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে যান।অথচ দুঃখের বিষয় সেই গার্লফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে তার আজকে এই হাল।

আজকে মেয়েটির এই জীবন কিন্তু তার বয়ফ্রেন্ড এর উপহার ।ছেলেটি যদি মেয়েটিকে না বাঁচাতেন তাহলে এই অবস্থাটা মেয়েটির হতো বা পৃথিবীতেই আর থাকতেন না তিনি।সৃষ্টিকর্তা ছেলেটিকে বাঁচিয়ে রেখে গেলেন হয়তো কাছের মানুষ চিনতে ভুল করার বিষয়টি উপলব্ধি করানোর জন্য।একটা বিষয় যে তার শরীর পুড়ে গেছে তাকে ভয় লাগতে পারে স্বাভাবিক ।কিন্তু এমতাবস্থায় ছেড়ে দিয়ে চলে যাওয়াটা একদমই অনুচিত।কেননা ছেলেটির এই পরিস্থিতির জন্য একমাত্র মেয়েটিই দায়ী।সেদিন যদি তিনি তার ভালোবাসার মানুষের বিপদে এগিয়ে না আসতেন তাকে কখনোই এরকম পরিস্থিতিতে পড়তে হতো না ।এই অবস্থায় ছেলেটি হয়তোবা মেয়েটিকে কিছু বলছে না।কিন্তু তার মনের কষ্ট সৃষ্টিকর্তা ঠিকই জানেন।সৃষ্টিকর্তা পরীক্ষার মাধ্যমে ছেলেটি এবং মেয়েটির মন যাচাই করলেন।একপর্যায়ে গিয়ে মেয়েটিকে এর শাস্তি ভোগ করতে হবে হয়তোবা।কেননা পাপ পূর্ণের হিসাব নিকাশের ফলাফল পৃথিবীতেই মানুষ অর্ধেক পেয়ে যায়।এরকম ভালোবাসার মানুষ জীবনে পাওয়া টা দুঃখজনক ।যে শুধুমাত্র ভালো সময়ের সঙ্গী আপনার।এজন্যই ভালোবাসা স্বার্থপর।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-01 December,2023


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভালোবাসা সত্যিই স্বার্থপর, আমি নিজেও এরকম অনেক উদাহরণ দেখাতে পারবো। তবে স্বার্থপরতার দিক থেকে মেয়েরা অনেক এগিয়ে, এমন বহু ঘটনা হরহামেশাই দেখে চলেছি। আবার এমনটাও বলবো না ছেলেরা ধোয়া তুলসী পাতা। যাইহোক উপরের ঘটনাটা পড়ে ভীষণ খারাপ লাগলো। ছেলেটি জীবন বাজি রেখে মেয়েটিকে উদ্ধার করলো কিন্তু বিনিময়ে সে তার খারাপ পরিস্থিতি দেখে তাকে ছেড়ে চলে গেছে। তবে এটা ঠিক মেয়েটির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে খুব বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে।

Posted using SteemPro Mobile

আপনার মন্তব্যের সাথে আমি একমত ভাইয়া।আসলেই দুই পক্ষের সমস্যা।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আমার তো মনে হয় আপু বর্তমানে প্রকৃত ভালবাসা খুব কমই আছে।সব সাময়িক সময়ের মোহ।এজন্যই আমি এখনো সিঙ্গেল।আমি নিউজটি পড়ি নি।কিন্তু এখন ছেলেটির জন্য খুব খারাপ লাগছে।ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।

Posted using SteemPro Mobile

জি ভাইয়া ঠিক বলেছেন সবই মোহ।সিঙ্গেলই থাকেন সেটাই ভালো।

ভালোবাসার রং বদলায় এই কথাটা আসলেই বেশিরভাগ সময়েই সত্যি হয়। কারণ বর্তমান দুনিয়াটা আসলে স্বার্থপরের দুনিয়া। এখানে মানুষ হয়ে মানুষকে ব্যবহার করে কিন্তু ভালোবাসে না। যদিও নিউজটি দেখি নাই তবে আপনার ব্লগটি পড়ে জানতে পারলাম এরকম ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ব্লগটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ও আচ্ছা,ধন্যবাদ ভাইয়া আপনাকে।

এরকম স্বার্থপর ভালবাসার ঘটনা পৃথিবীতে অনেক রয়েছে। যেমনটা আপনি শেয়ার করলেন একটি নিউজ থেকে যেটা জানতে পেরেছেন। আসলে এরকম অনেক ঘটনা এখন ঘটছে ভালবাসার প্রকৃত অন্তর্নিহিত বিষয়টি এখন কেউই ভালোভাবে উপলব্ধি করে না । বর্তমান যুগে সবাই এটাকে খেলনা পুতুলের মত মনে করে খুবই সুন্দর করে গল্পটি শেয়ার করেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

জি ভাইয়া একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

এই পৃথিবীতে একটা জিনিসের অনেক দাম সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এই পৃথিবীতে কেউ কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে না শুধুমাত্র পিতা মাতা ছাড়া। আপনি এখানে যেই পোস্টটি শেয়ার করেছেন এটা আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে। এটা সম্ভবত কোরিয়ান অথবা চাইনিজ কোন শিল্পি অথবা খেলোয়াড় যার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। আসলে যখন সে বিকৃতি হয়ে গিয়েছে তখন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গিয়েছে যদিও তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে গিয়েই তার এরকম অবস্থা। আসলেই ভালোবাসা খুবই স্বার্থপর। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে।

Posted using SteemPro Mobile

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ভালোবাসা স্বার্থপর, ৯০% হলেও ১০% নিঃস্বার্থ ভালোবাসা আছে। তা না হলে পৃথিবীতে আমরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারতাম না। বিশেষ করে বৈবাহিক জীবনে।
তবে এটা সত্য ৯০% ভালোবাসায় স্বার্থের জন্য। নিউজটি আমিও দেখেছি। মানুষের প্রতি ঘৃণার জন্য নেয় এই নিউজ। যে নিজের জীবন উজাড় করে দিয়েছে তাকে রক্ষা করার জন্য সে কিভবাবে এই মানুষটাকে ছেড়ে যসয়? 😥

জি আপু ধন্যবাদ আপনাকে।