আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
গতকাল হঠাৎ করেই কলেজ যেতে হয়েছিল ফর্ম ফিলাপ জনিত ত্রুটির জন্য আমাদের ডিপার্টমেন্ট এর সকল স্টুডেন্টকে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছিল।এবার নোটিশ পেয়েই আমরা অনেকেই হাজির হই কলেজে।কিন্তু কলেজ গিয়ে জানতে পারি কোনো ত্রুটিই না।ম্যামকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেওয়ার কথা বললে ম্যাম হেসে চলে গেলেন। তখনই আমরা বুঝলাম আমাদের কলেজে নিয়ে আসার একটা প্ল্যান তাছাড়া কিছুই না।আমাদের ডেকে নেওয়া হয়েছে শিক্ষা সফরের বিষয়ে কথা বলার জন্য।যেহেতু আমাদের কোনো ক্লাস হয়না আর আমরা কেউ কলেজেও যায়না জরুরি দরকার ছাড়া।আর এই ব্যাপারটা স্যার জানতেন যে শিক্ষা সফরের কথা বললে আমরা কেউ যাবনা। তাই আমাদের কলেজে উপস্থিত করানোর জন্য স্যারের এই প্ল্যান ছিল ।প্রতিবার আমরা চালাকি করি আর এবার স্যার করেছেন আরকি।তবে অফিসিয়াল পেইজ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা অফিস সহকারী দিয়েছিলেন স্যার দেননি যেহেতু ফেইক নোটিশ।
অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রতিবারই প্রায় শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়।কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে কেউ যায়না।অন্যান্য ডিপার্টমেন্ট গুলো থেকে আরো বেশি বাজেটে অনেক দূর নিয়ে যাওয়া হচ্ছে।এদিকে আমাদের চার ইয়ারের স্টুডেন্ট মিলে দুইটা বাসের লোকই হচ্ছিলনা।ছবিতে দেখতেই পাচ্ছেন গনিত বিভাগের সামনে কোনো ব্যানার নেই তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের সামনে ব্যানার রয়েছে। আমাদের ইনকোর্স ও প্রাকটিক্যাল মিলে অনেক মার্ক স্যারদের হাতে থেকেই যায়।এজন্য পরবর্তী বার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হবে আমাদের ডিপার্টমেন্টে এটা।এবারের মতো না গেলে শুধু চাঁদা দিতে হবে এডমিট নেওয়ার সময়।এখন আমাদের স্যারদের সাথেও খুব একটা পরিচয় নেই কারো শুধুমাত্র যারা যারা প্রাইভেট ব্যাচে পড়ে তারা বাদে।এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে শিক্ষা সফরে যেতেও ইচ্ছে করছে সুবিধা গুলোর জন্য আবার দূরের পথ নাইট জার্নি দুর্ঘটনা বিষয়ক ভয় ও রয়েছে আমার।আর এবার গেলে স্যার,মামদের সাথে পরিচিত হওয়াও যাবে যেটা আমাদের জন্যই পজেটিভ। তাই আমরা কয়েকজন মেয়ে যাওয়ার চিন্তা করেছি ।প্রতিবার শুধু ছেলেরা আর স্যার গিয়ে থাকেন।আর এবার ম্যাম ও যাবেন এজন্য মেয়েরাও অনেকেই যাবে।
আমাদের পিকনিক স্পট সিলেট ঠিক করা হয়েছে বোর্ড এ দেখতে পাচ্ছেন বন্ধুরা।তো এই ছিল জরুরি তলব কলেজ থেকে।ফেইক নোটিশ হলেও গতকাল ডেট থেকে ভালো হয়েছিল কেননা আজকে আম্মুকে নিয়ে নানু বাড়ির দিকে যেতে হবে।আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার নানির মৃত্যুর খবর তো আগামী শুক্রবার ফাতেহার অনুষ্ঠান রয়েছে যেটাকে অনেকে মিলাদ বলে থাকেন।এই পরিস্থিতিতে আম্মুকে একাও আবার যেতে দেওয়া যাচ্ছেনা।এখন এই অবস্থায় ট্যুরে যেতে পারবো কিনা আর পারমিশন বাসা থেকে পেলাম কিনা সেই গল্প পরবর্তী কোনো একটি ব্লগে শেয়ার করবো বন্ধুরা।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | রাজবাড়ী |
Post by-@rahnumanurdisha
Date-8th February,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু আপনার নানীর মৃত্যুর মত এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে ক্ষেত্রে আপনার শিক্ষা সফরে যাওয়া কতটা ঠিক হবে আপনার মাকে একা রেখে, এটা নিয়ে আমিও একটু সন্দিহান। কলেজ লাইফএ এরকম ছোট ছোট অনেক ট্যুর দিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এবং ছাত্র-ছাত্রীদের ভিতরে অনেক উৎসাহ থাকতো এমন ট্যুরের কথা শুনলে। যাইহোক, বাড়িতে পরিস্থিতি ঠিক বুঝলে অবশ্যই ঘুরে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে,ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit