আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে যে বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।সারাদিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যেতে হয়।তাই আজকে সকালের দিকেই ভেবে রেখেছিলাম বাইরে যাবো ঘুরতে।যদিও শুধু ঘুরতে যাওয়া হয়নি কিছু কেনাকাটাও করার ছিল।তাই একসাথেই দুই কাজ করার জন্য বেরিয়ে গেলাম বোনের সাথে।আমাদের যেকোনো কেনাকাটায় শহরে গিয়ে করতে হয়।এজন্য ফরিদপুর গিয়েছিলাম বিকেল তিনটার দিকে।
বাসা থেকে ফরিদপুর যেতে ৪০ মিনিট মতো সময় লাগে।প্রথমেই মার্কেটে গিয়ে কেনাকাটা গুলো সারলাম।আমাদের কেনাকাটা করতে খুব বেশি সময় লাগেনি মোটামুটি এক ঘণ্টার মতো সময় লেগেছিল।তারপর মার্কেট থেকে বেরিয়ে চিরচেনা সেই কলেজ রোডের দিকে গেলাম।ফটোগ্রাফি গুলো তে দেখতে পারছেন বন্ধুরা কলেজ গেইট সংলগ্ন এলাকা ।সেই সময়কার স্বপ্নের কলেজ ছিল আমাদের প্রত্যেকের এটা।এখানে অনেক স্বপ্ন নিয়ে আসা হয়েছিল কিন্তু দমকা হাওয়ার মত সবকিছুই শেষ হয়ে গিয়েছিল অনেকের। এখান দিয়ে যাওয়ার সময় পুরনো স্মৃতিচরণ করা হচ্ছিল।সেই ১৬ সালের সময়টা আজ থেকে আট বছর আগে ছিল। এখানকার রাস্তাঘাট ও অনেকটা উন্নত হয়েছে।আগের কিছুই আর নেই শহর ,এখন অনেকটাই আপডেট।
কলেজ গেট সাজানো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য।এটা প্রতিবছর খুব জাঁকজমক পূর্ণ ভাবেই হয়ে থাকে ।কলেজ এর ধারা ঠিকই আগের মত অব্যহত রয়েছে শুধু সময়ের সাথে পরিস্থিতি গুলো পরিবর্তন হয়েছে।এই রোড দিয়ে যাওয়া হয়েছিল মূলত চটপটি খেতে ।বর্তমান এখানকার চটপটি গুলো খেতে ভালো লাগে।আমরা যখন ছিলাম এই শহরটাই তখন যে দোকান গুলো বিখ্যাত ছিল সেগুলো এখন আর আগের মত জনপ্রিয় নেই। তাই বোনের কথা মত এখানেই যাওয়া হয়েছিল।
আমরা তিনজন সবসময় একসাথে ঘুরতাম ।আমার কলেজ লাইফে দুইজন বেস্ট ফ্রেন্ড ছিল তাদের সাথেই ফুসকা চটপটি খেতে যাওয়া হতো ।কিন্তু কয়েক বছর যে যার যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় এখন আর কেউ এই শহরে থাকেনা।যে যার মতো অন্যত্র চলে গিয়েছে।আজকে অবশ্য তাদের মিস করছিলাম।সময় আসলেই অনেক পরিবর্তনশীল দেখতে দেখতেই শেষ হয়ে যায়।আর কয়েকবছর পর পরিস্থিতি হয়তো বা আরো অন্যরকম হয়ে যাবে।তখন আবার এই সময় টা মিস করতে হবে।আমরা মানুষ জাতি আসলেই এরকম বর্তমান নিয়ে কখনো সুখী থাকিনা আমরা।আমাদের কলেজ লাইফের ওই সময়টাতে মনে হতো কবে এই দুই বছরের ব্যস্ত সময় শেষ হবে ।আর তারপর ফ্রি হয়ে যাবো ।অনার্স কোর্স যারা করেন তাদের নাকি রিল্যাক্স এর জীবন সেই সময়ে ভাবতাম।কিন্তু এখন এই সময়টাতে এসে মনে হচ্ছে আগামী কর্মব্যস্ত সময়টা হয়তো বা ভালো হবে।
এই ছিল আমার আজকের বিকেলের বাইরে কাটানো মুহূর্ত।তারপর আমরা বাসায় ফিরে এসেছিলাম সন্ধ্যা লাগার আগ মুহূর্তে।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | ফরিদপুর |
Post by-@rahnumanurdisha
Date- 7th March,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যত দিন যাচ্ছে তত দেশের বিভিন্ন কিছু উন্নত হচ্ছে। তাই দীর্ঘদিন কোন জায়গায় না চলাচল থাকলে হঠাৎ সেখানে উপস্থিত হলে অচেনা মনে হয়। লেখাপড়ার জীবনটা সত্যিই অনেক কঠিন। আপনার আজকের এই বাইরের পরিবেশের পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম,ভালো লাগলো তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি বিশেষ করে রাস্তা অনেকটা প্রশস্ত করা হয়েছে দুই লেন করা হয়েছে এটা বেশ ভালো,ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাহোক ফরিদপুরে গিয়ে কেনাকাটাও ভালো সময় ঘুরাঘুরিও করলেন। চেনা জায়গাগুলোতে অনেক বছর পর গেলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় দেখলে অন্যরকম লাগে। হয়তোবা আপনি আট বছর আগে স্মৃতি এখানে মিলাতে পারতেছেন না। বর্তমান সময়ে অনেক কিছু অনেক ভালো পরিবর্তন হয়ে যায়। তবে শুনে ভালো লাগলো বেস্ট ফ্রেন্ড সহ আপনারা ফুচকা খেতে যেতেন। তবে অনেকে আছে ফুচকা খেতে অনেক পছন্দ করে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ঘুরতে যাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সময়ের সাথে সবকিছুই আপডেট হয়,ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit