তো এই মাসেই আমার সেই অপ্রিয় শহরে আসতে হলো।যদিও আমি চেয়েছিলাম বাসার বাইরে একবারে ২০২৫ সালের দিকে যেতে।কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যেত।যাইহোক যেটা হয় ভালোর জন্য হয়।আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি আমার নতুন দুজন বান্ধবী হয়েছে।তো একজনের নাম তানিয়া আর অন্যজন তন্নী।ওরা দুজনই অবশ্য রাজবাড়ী অনেক আগে থেকেই থাকে।আগে কলেজে খুব একটা যাওয়া হতো না তাই সবার সাথে সেইভাবে বন্ধুত্ব তৈরি হয়েছিল না।এর আগে আমি আপনাদের আমার একজন বান্ধবীর কথা শেয়ার করেছিলাম । মোহনা সে এক ইয়ার গ্যাপ দিয়েছে।প্রথমে তো খুবই চিন্তায় ছিলাম ও থাকছেনা এখন একা হয়ে যাব।কিন্তু ও যাওয়ার পরই আমার তানিয়ার সাথে বন্ধুত্ব হয়।খুব বেশিদিন না থার্ড ইয়ারের ফর্ম পূরণের দিন থেকে।আর আমার এই বাসায় শান্তিতে থাকার কাহিনী ওর মোটেও ভালো লাগেনি।আর আমাদের হাতে খুব একটা সময়ও নেই।তো এই কদিনে ওর পরামর্শ গুলো আমার বেশ উপকারী মনে হলো।আর আমি যেহেতু বাসায় থাকি এজন্য আমি অন্যদের থেকে অনেকটা পিছিয়েই পড়েছি বলা যায়।তাই বাসা ত্যাগ করার চিন্তা করলাম।আর আমার বাসার লোকজনরা আমার সিদ্ধান্ত সবসময় মেনে নেয়।তাই তারাও আর কোনো বাঁধা দেননি। তানিয়া যেহেতু বাসা নিয়ে থাকে তাই আমার ওর সাথে ওঠা হয়নি।কারণ আপনারা জানেন তো অবিবাহিত যারা তাদের বাড়ি থেকে খুব একটা বাসায় থাকতে দেয় না পরিবারের লোকজনরা।
আমার ইচ্ছা ছিল আরো কিছুদিন পরে মেসে যাওয়ার কিন্তু আমার আরেক বান্ধবী তন্নী ওর মেস টা তুলনামূলক ভালো।আর মেসটিতে সিট খালি পাওয়া যাবেনা এই মাসে না উঠলে।এজন্য একমাস আগেই যেতে হলো।একসময়ের অপ্রিয় শহর এখন অনেকটাই ভালো লাগছে।সময়ের সাথে সাথে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হচ্ছেনা। আশা করছি এক দেড় বছর সহজেই কাটিয়ে দিতে পারব।আমার বাসা থেকে যদিও ফরিদপুর থাকতে বলা হয়েছিল কিন্তু ওই শহরটা আমার অস্বস্তির কারণ। এজন্য নিজের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি।শুরুর দিকে ভাগ্যের কথা বললাম কারণ এই রাজবাড়ী থেকে যাওয়ার অনেকবার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি।আসলে আমার ভাগ্যে এটাই ছিল যে,এখানে আমার আসতেই হলো তাই।আবার এই দেখুন না,এখন আমার আরো দুজন বান্ধবী হলো,আর যারা দুজনই আগের বান্ধবী থেকে বেটার তারা জীবন নিয়ে অনেকটা সিরিয়াস।তাই সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন হয়তো বা।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | রাজবাড়ী |
Post by-@rahnumanurdisha
Date-7th June,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপু ভাগ্যতে খুব বেশি একটা বিশ্বাস করি না। আমি মনে করি, আমাদের জীবনে যা কিছু হয় সবকিছুই আমাদের কর্মের জন্য। যাইহোক, আপনাকে যে আবার সেই অপ্রিয় শহরে থাকতে হবে দেড় বছর, এটা হয়তো আপনার জন্য কিছুটা অস্বস্তিকর। তবে আশা করি, আস্তে আস্তে মানিয়ে নিলে জায়গাটা আপনার ভালো লাগতে শুরু করবে। শুভকামনা রইলো আপু আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit