আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
আমার আজকের লেখাটি কি নিয়ে সেটা নিশ্চয় এতক্ষণে পোস্টের টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা।আমরা মানুষ জাতি।আমাদের মধ্যে লোভ লালসা চাওয়া পাওয়ার বিষয়টি থাকবে এটি স্বাভাবিক ।তবে যখন এগুলো মানুষের অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়।তখন একজন মানুষ পশুতে পরিণত হয়।একটি কথা যে পশুও কিন্তু আপন মানুষ চিনে।তারা আর যাই করুক আপনজনদের কোনো ক্ষতি করেন না।অন্যদিকে আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমাদের আচরণ অপ্রীতিকর হয়ে ওঠে যে আপন পর বুঝিনা আমরা।
চলুন বন্ধুরা,আজকের পোস্টের মূল ঘটনায় যাওয়া যাক।গতকাল কলেজ থেকে বাসায় ফেরার সময় একটি বিষয় শুনতে পাই।যেটা শুনে আমি পুরোটা হতভম্ব।বাসায় ফেরার সময় স্টেশন থেকে তিন কিলোমিটার অটোরিক্সায় আসতে হয় আমার।তো সেই সময় একজন বাবা এবং তার মেয়ে,একজন শিক্ষিকা ওই একই অটোরিক্সায় ওঠেন।লোকটির বয়স মোটামুটি ৬০ এর বেশি হবে।তার কোনো ছেলে নেই চার মেয়ে মোট।এখন তার আপন ভাই যিনি,তার কাছে জমি বন্দুক দিয়েছে।যেটা দুই লক্ষ টাকা মতো নিয়ে দেওয়া হয়েছিল নাকি।এখন ২০ হাজার টাকা দিয়ে তার ভাই তার থেকে জমি নিজের নামে রেস্টি করে নিতে চান।কিন্তু জমির দাম নাকি অনেক টাকা এমাউন্ট টা সঠিক মনে নেই আমার।এগুলো গল্প করছিলেন ওই মেয়েটার স্কুলের শিক্ষিকার কাছে।
আমি প্রথম দিকে এই বিষয়টি অতোটা খেয়াল করিনি ।এরপরে তিনি এগুলো বলে কান্না করছিলেন যখন তখন তার কাছে শুনলে তিনি বিষয়টি বললেন।তার ভাই নাকি তার তিন বছরের ছেলেকে হত্যা করে ফেলেছিল।এজন্য যে,তার কোনো উত্তরাধিকারী না থাকে।আর সব সম্পত্তি তারা পেয়ে যেতে পারেন।এখন তিনি মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন এগুলো আবার অত্যাচার করে ফেরত নিতে চাচ্ছেন।এরকম অবস্থা সৃষ্টি করেছেন তার ভাইয়েরা যে ,তাকে বাড়ি থেকে উৎখাত করবেন।তার ভাই তিনজন এর মধ্যে দুইজন একদিকে আর তিনি একা।লোকটি বলছিলেন ভয় দেখায় প্রায় প্রাণে মেরে ফেলার।
বর্তমান সময়ে এই বিষয়টি প্রায় দেখা যায় যে,এক ভাই অন্য ভাইয়ের শত্রু।তবে একান্ত আপনজন কিন্তু তারাই হয় সম্পর্ক অনুযায়ী।আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে,একজন আপন মানুষ মানুষকে সবচেয়ে বেশি বিপদে ফেলে দেন এবং তার জন্য ক্ষতির কারণ হয়।কিন্তু একজন দূরের মানুষ কখনো একজন মানুষের ক্ষতি করতে পারেন না।কেননা যিনি আপন আপনার তিনি আপনার গতিবিধি,অবস্থান সবকিছু জানেন।অন্যদিকে দূরের মানুষ কিন্তু জানেন না আপনার অবস্থান সম্পর্কে ।তাই সবচেয়ে বেশি সুযোগ থাকে আপন মানুষটার আপনার ক্ষতি করার।সর্বোপরি একটাই কথা বলবো,সবাই সাবধানে থাকবেন।বর্তমান পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date-30Novemver,2023
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আপন মানুষগুলো আমাদের সব থেকে বড় শত্রু হয়। তেমনি ওই লোকটার ভাই ওনার শত্রু অনেক বড়। আমাদের কাছের মানুষগুলো আমাদের ক্ষতি করার সবথেকে বেশি চেষ্টা করে। লোকটার তিন বছরের ছেলেকে ওনার নিজের ভাই হত্যা করেছে, এটা শুনেই আমার শরীর শিউরে উঠেছে। আপনি পুরোটা অনেক সুন্দর করে লিখেছেন দেখে ভালো লেগেছে। আমাদের সবারই সাবধানে থাকা উচিত সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আসলেই শিউরে ওঠার মতোই ঘটনা ছিল।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার আজকের ব্লগের ঘটনাটি কিন্তু বর্তমান সমাজের একটি সত্যিকারের চিত্র। সমাজের এখন আপন লোক গুলোই শত্রু হয়ে গেছে। সম্পত্তির লোভ যেন মানুষকে গ্রাস করছে দিনের পর দিন। যার যত সম্পত্তি আছে সে আরো বেশি সম্পত্তি চাচ্ছে। তবে ভদ্রলোকের জন্য আমার বেশ মায়া লাগছে। কে জানে কি আছে অবশেষে ভদ্রলোকের কপালে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপনি ঠিক বলেছেন একদম।আপন মানুষই বড় শত্রু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ যখন দুঃখের অন্তিম পর্যায়ে চলে যায় তখন সে কান্না করে। বর্তমান পরিস্থিতিতে মানুষ টাকাটাই বড় মনে করে আপন জনকে ঠকাবে কি উপকার করবে সে চিন্তা করে না কোনভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করে তাতে অন্যজনের ক্ষতি হলে তার কোন যায় আসে না যেমনটা এখানে বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আসলেই টাকায় সব এখন মানুষ এটাই মনে করেন।আপন সম্পর্কের কথা ভুলে যান টাকার কাছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে নিজের আপনজন যদি এমন হয়।লোমহর্ষক ঘটনা যে ওনার ছেলেকে হত্যা করেছে।মানুষের ভিতরে কতোটা পশুত্ব আসলে এমব করে।আমরা সৃষ্টির সেরা জিব মানুষ আর এই মানুষ যদি এমন নরপশু হয়ে ওঠে সেখানে কি বা করার থাকে।পোস্ট টি পড়ে খুব খারাপ লাগলো ভুক্তভোগী লোকটির জন্য।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আমারও খারাপ লেগেছিল।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের আশেপাশে যারা রয়েছে সবার ক্ষেত্রেই দেখা যায়, তাদের আপনজন সবথেকে বড় শত্রু। ভদ্র লোকটা নিজের তিন বছরের ছেলেকে হারিয়েছে, এটা ভাবতেই আমার অনেক কষ্ট লাগতেছে। মানুষ অর্থের জন্য এত পিচাশ হয়ে যায়, কখন কি করতেছে এটা মনে হয় তারা বুঝতেই পারেনা। একজন ভাই অন্যজন ভাইয়ের শত্রু, এ বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আমাদের সবার উচিত সাবধানে থাকার। কারণ কখন কে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তা আমরা কেউই বলতে পারবোনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু,সাবধানে থাকতে হবে সকলের।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়টা আসলে খারাপ, এখন মানুষ অনেক স্বার্থপর হয়ে গেছে। রক্তের সম্পর্কের মানুষ বেইমানি করতে পিছপা হয় না। সম্পদের লোভে মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধা করে না। বয়স্ক লোকটার কাহিনী শুনে খুব খারাপ লাগলো, উপর ওয়ালা তাকে সাহায্য করুন এই কামনা করছি। আপু কিছু জায়গায় বানানের ভুল রয়েছে একটু দেখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সময় খারাপ ঠিক বললেন।আগেকার মানুষ এরকম ছিলনা।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বার্থের কাছে মানুষ যখন অন্ধ হয়ে যায় তার দ্বারা সবকিছু করা সম্ভব হয়। বর্তমান সমাজে এরকম অনেক ঘটনাই ঘটছে নিজের আপন রক্তের মানুষগুলোর সাথে স্বার্থের জন্য খারাপ ব্যবহার করছে ।যেটা আপনি এই ঘটনার মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন। যেগুলো বিবেকবান মানুষ কখনোই করেনা এটা বিবেকহীন মানুষের দ্বারাই সম্ভব খুবই খারাপ লাগলো ঘটনাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া,বিবেকহীন মানুষের কাজ এগুলো।ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit