আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
মানুষ মরণশীল,কথাটি চিরন্তন সত্য।তবে সেটা নিদ্দিষ্ট একটা বয়সের ক্ষেত্রে যখন ঘটে,তখন মেনে নিতে অসুবিধা হয়না আমাদের ।অন্যদিকে মৃত্যুগুলো যখন অকাল মৃত্যু হয়।তখন এই মৃত্যু গুলো আসলেই মেনে নেওয়া সম্ভব নয়।সেটা পরিবারের সদস্য হোক বা পরিবারের বাইরের কেউ।আর যখন এই মৃত্যু গুলো সমাজের একজন দয়ালু পরোপকারী মানুষের সাথেই ঘটে,সেটা মেনে নেওয়া একেবারেই কষ্টকর হয়ে দাড়ায়।পৃথিবীতে ভালো,পরোপকারী মানুষ গুলো বেশিদিন বাঁচেনা।এটা আবারও দেখতে পেলাম।
আমরা অকালে স্বাভাবিক মৃত্যু কখনো কখনো মেনে নিতে পারলেও অস্বাভাবিক মৃত্যু গুলো মেনে নিতে পারিনা।অস্বাভাবিক মৃত্যু বলতে আমি এখানে নৃশংস হত্যাকে বুঝাতে চেয়েছি।শুধুমাত্র রাজনীতি নামক একটা বিষয় কে কেন্দ্র করে ঝামেলা পাকিয়ে অতঃপর সেটা যখন হত্যার দিকে চলে যায়।সেটা আসলেই কাম্য নয়।রাজনীতি করতে হলে কেন হত্যা করতে হবে।দিনশেষে রাজনীতি বা কোনো দলের বাইরেও আমরা সাধারণ মানুষ।করো না কারো পরিবারের সদস্য।করো ভাই,করো ছেলে বা কারো প্রিয়জন।প্রিয়জন হারানোর বেদনা একমাত্র পরিবার এবং কাছের মানুষগুলো বুঝতে পারে।আমরা সাধারণ মানুষেরা কয়দিন আর ঘটনা গুলোকে স্মরণে রাখি। হয়তো কয়েক দিন,কয়েক মাস বা কয়েক বছর।সারাজীবন কষ্ট নিয়ে বেঁচে থাকেন প্রিয় মানুষগুলো।
দুইদিন আগের ঘটনা,রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নৃশংসভাবে হত্যা হলো।ছেলেটির নাম প্রান্ত,আমার স্কুলের পরিচিত এক বোনের ডিপার্টমেন্ট এ ছিল।বেশ ভালো বন্ধু ওরা,তাই ওদের ফ্রেন্ড সার্কেলের কেউ মেনে নিতে পারছেনা তাদের প্রিয় বন্ধুকে হারানোর বিষয়টা ।ওর থেকেই মূলত প্রথমে জানতে পারি পুরো বিষয়।তারপর টিভিতে সংবাদে এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইড থেকে জানি।সবাই খুবই মর্মাহত।তবে খুব ভালো মানুষ ছিল প্রান্ত।যেদিন মারা যায়, সেদিনও পরোপকার করতেই রাতে বাইরে বেরিয়েছিল।এক বন্ধুর বোনের সিজারের জন্য রক্তের জোগাড় করে দিতে।আর সেই রাত তার জীবনের কাল হয়ে দাড়ালো।সবাই প্রশংসা করছে প্রান্তের,এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ।শুধুমাত্র রাজনীতির সাথে জড়িত থাকায় এই হত্যা আরকি।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলবো আপু এদের জন্য আসলে অনেক কষ্টে হয়। এই রাজনীতির গ্যারাকলে পড়ে কত অল্প বয়সে যে কত ছেলেরা ঝরে পড়ে তার হিসাব নেই। প্রান্তর কথাটি শুনে বেশ খারাপ লাগলো। এত উপকারী একটি মানুষ কি করে এত অল্প বয়সে ঝরে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু কিচু কিছু অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।অনেক খারাপ লাগলো প্রান্তের এই অকাল মৃত্যুর কথা শুনে।এভাবেই অনেক প্রান অকালেই ঝরে পরে।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের কিছু কারণের জন্যই আমার রাজনীতি বিষয়টা একদম জঘন্য লাগে। কারো যদি মৃত্যু হয় আর সেটা যদি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যায় তাহলে সেটা যে বয়সেই হোক না কেন অনেকটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু একজন মানুষ যখন একজন মানুষকে খুন করে তখন সেটা আসলেই বেদনাদায়ক বেশি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেশের রাজনীতি এত চরম পর্যায়ে চলে গেছে দিনের পর দিন মানুষ খুন হচ্ছে এবং চলে যাচ্ছে অনেক ছাত্ররা অকালে। আপনি একদম ঠিক বলছেন কিছু কিছু মৃত্যু অসুস্থতার কারণে কিংবা স্ট্রোকের কারণে কিংবা এক্সিডেন্ট এর কারনে হয়। তবে এভাবে যে হত্যা করা হয় সেই মৃত্যু গুলো সহজে মেনে নেওয়া যায় না। আপনার ঘটনাটি পড়ে অনেক খারাপ লাগলো বেচারা তো রক্ত দিতে গেল অন্যের উপকার করতে কিন্তু শেষমেষ নিজের রক্ত নিয়ে নিলো হত্যা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটা কিন্তু সত্যি ভালো মানুষগুলোর মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তা যদি হয় অকাল মৃত্যু তাহলে তো এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আসলে কাছের মানুষগুলো যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আসলেই অনেক কষ্ট হয়। আর তাইতো ওই ছেলেটির বন্ধুরাও এটা মেনে নিতে পারছে না, খুবই মর্মাহত হয়ে গিয়েছে সবাই। এরকম হত্যা করা কখন যে বন্ধ হবে তা কেউ জানে না। শুধুমাত্র রাজনীতিতে জড়িয়ে থাকার জন্য ছেলেটা নিজের জীবনটাই হারালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অকাল মৃত্যু গুলো সবাইকে অনেক বেশি কাঁদিয়ে দিয়ে যায়। কারণ এই বিষয়টা কেউই মেনে নিতে পারে না। একটা মানুষ কিছুক্ষণ আগেও ভালো থাকে আর এরপরে যদি সে মারা যায় তখন খুব খারাপ লাগে। আর তাকে যদি হত্যা করা হয় তখন তো ওটা একেবারে মেনে নেওয়া সম্ভব না। আসলে প্রিয় মানুষ হারানোর কষ্টটা একেবারে অন্যরকম। এই মৃত্যুটা বিশ্বাস করতেই কষ্ট হয়। প্রান্ত ছেলেটির মৃত্যুর সংবাদটা আমিও ফেসবুকের মধ্যে দেখেছিলাম। তখন দেখার পরে আমার কাছেও খারাপ লেগেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অকাল মৃত্যু কথাটি শুনতেই যেন বুকের ভেতরটা দুমরে মুচড়ে যায়। কেননা এই কয়েক মাস আগে আমার এক ভাগ্নির অকাল মৃত্যু হয়েছিল।তাই বুঝতেই পারছি বেদনাটা কতখানি। প্রান্তের অকাল মৃত্যুর কথা শুনে আমারও খুবই খারাপ লাগছে। পরোপকারী মানুষগুলো বোধ হয় পৃথিবীতে খুব বেশিদিন স্থায়ী হয় না। রাজনীতির মারপ্যাচে পড়ে একটি তরতাজা জীবন অকালেই ঝরে গেল ঘটনাটি সত্যি মর্মান্তিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit