আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
বিশ্বাসে মিলাই বস্তু,কথাটির অর্থ কত সুন্দর তাইনা।আপনি যেই জিনিসকে বিশ্বাস করবেন সেই জিনিসটা আপনার।তার মানে আপনিই একমাত্র ব্যক্তি যিনি আপনার চাওয়া কে পূরণ করতে পারেন।পৃথিবীর সবগুলো ভালো গুণের মধ্যে কাউকে সহজে বিশ্বাস করতে পারার গুণটি যেন প্রশংসনীয়।সবসময় মনের মধ্যে পজেটিভ চিন্তাধারা রাখতে পারলে একজন মানুষ সহজেই কাউকে বিশ্বাস করে নিতে পারেন।আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চান সেই মুহূর্তে মন থেকে আপনাকে সেই বিষয় নিয়ে ভিজ্যুয়ালাইজেশন করতে হবে।আমি আমার চাওয়াটা পূরণ করার পর আমার পজিশন টা কেমন হবে।তাহলেই উত্তর পেয়ে যাবেন আপনি আপনার প্রশ্নের।
হিমেল নামক একজন ব্যক্তি সরকারি চাকুরীর পরীক্ষা দিচ্ছিলেন ।তিনি চাচ্ছিলেন প্রথম অথবা দ্বিতীয় শ্রেনীর চাকুরী তিনি করবেন।তাছাড়া করবেন না কোনো সরকারি চাকুরী।অথচ তার রেজাল্ট সেইভাবে ভালোনা।অর্থাৎ এভারেজ রেজাল্ট।আর চাকুরীর প্রিপারেশন ও সেইরকম না এখানেও এভারেজ।কিন্তু তিনি প্রতিদিন ভিজ্যুয়ালাইজেশন করতেন যখনই তার মন শান্ত থাকতো।তিনি তার পছন্দের সেক্টরে জব করছেন এবং সম্মানের সাথে তার চাকুরীর সুন্দর সময় অতিবাহিত করছেন।এভাবে তিনি বিভিন্ন পরীক্ষা দিতেন কিন্তু তার আশানুরূপ রেজাল্ট আসতো না যা দেখা যেত ওয়েটিং থেকে বাদ পড়তেন।
কিন্তু তার ভিজ্যুয়ালাইজেশন তিনি কন্টিনিউ করতে থাকতেন প্রতিনিয়ত।তার অবস্থান সম্পর্কে একদিন আচমকায় তার জয়েনিং লেটার চলে আসে সরকারি ভাল একটি চাকুরীর ।তারপর তিনি খুশি মনে তার দিনগুলো অতিবাহিত করতেন।হিমেল তার নিজের উপর এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতেন সবসময় তিনি পারবেন।আর তার বিশ্বাসের জোরেই তিনি তার স্বপ্নের অবস্থানটি হোল্ড করলেন।
একবার সৌরভ নামের একজন স্টুডেন্ট।সে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।ছয় মাস একটি কোচিং সেন্টারে ক্লাস করতেন এবং তার সাধ্য অনুযায়ী তিনি পড়াশোনা সর্বোচ্চ করতেন।কোচিং এর পরীক্ষা গুলোতে সবসময় বেশ ভালো রেজাল্ট করতেন।কিন্তু তার কোথাও একটা মনে হতো সে হয়তো একটুর জন্য বাদ পড়বেন ওয়েটিং থেকে ।তার পরিশ্রম অনুযায়ী তিনি কখনোই চিন্তা করতেন না ।অর্থাৎ তিনি নিজেকে বিশ্বাস করতেন না যে তিনি পারবেন প্রতিদিন কোচিং এ ভালো পারফরমেন্স করেও।আর সে সবসময় এই জিনিসটাই ভিজ্যুয়ালাইজেশন করতেন যে তিনি একটুর জন্য বাদ পড়েছেন।আর সৌরভ এর ভার্সিটির পরীক্ষা গুলোতে ঠিক একই ব্যাপার ঘটলো।সে একটুর জন্যই বাদ পড়লেন এবং তার স্বপ্নের ভার্সিটিতে পড়তে পারলেন না।
এই দুইটি গল্প থেকে ত আমরা বুঝতে পারি সৌরভ নেতিবাচক মাইন্ডের একজন মানুষ ছিলেন। আর তিনি তার নিজের এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারিয়েছিলেন ।তাই যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি সফলতা পেলেন না। তার মনের মতোই সবকিছু ঘটলো যেভাবে তিনি চিন্তা করেছিলেন।অন্যদিকে হিমেল নিজের উপর এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেছিলেন এবং যোগ্যতা কম থাকা সত্ত্বেও তিনি সফল হয়েছিলেন।বিশ্বাস বিষয়টি সবার জীবনে অতীব জরুরি কেননা বিশ্বাসেই মিলায় বস্তু।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -4th November,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা ভাষার একটি প্রবাদ নিয়ে সুন্দর ব্যাখ্যা দিলেন। বিশ্বাসে সত্যিই অনেক কিছু হয়। অবিশ্বাস করলে জীবনেও নেগেটিভ এনার্জি তৈরি হয়। পজিটিভ এনার্জির জন্য এই বিশ্বাস জিনিসটার বড় প্রয়োজন। আমিও এমন বহু উদাহরণ দেখেছি যারা বিশ্বাস করে অনেক কিছু পেয়েছেন জীবনে। খুব সুন্দর লিখলেন সম্পূর্ণ পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি নেগেটিভিটি আমাদের শত্রু,ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit