হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আমার তোলা প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হবে ।
ধানের মাঠ
https://w3w.co/birds.sneaked.arranger
এটি হলো ধান গাছের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে একটি মাঠ থেকে। বিশেষ করে আমাদের গ্রামের মাঠ থেকে তোলা একটি ছবি । যেখানে অনেক ধরনের সুন্দর লাগছে ধানের মাঠ। আমি মাঠে মাঝেমধ্যে গিয়ে থাকি। আমাদের ধান দেখতে,আজকেও আমি গিয়েছিলাম মাঠে দেখতে।ধান খুব সুন্দর হয়েছে আমাদের। তবে কিছু কিছু ধান গাছে পোকা লেগেছে দেখলাম। পোকা লাগার কথা বাসায় এসে বললাম। কিন্তু বাসার লোক বললো ব্যপার না বিষ দিলে ওঠা নাকি সেরে যাবে। তবে আজ যখন গিয়েছিলাম ঠিক সেই সময় সেখান থেকে ছবি তুলছিলাম। আর এটি হল সেই ছবি। তবে ধানে এখনও শিষ আসে নি অল্প কিছু দিনের মধ্যে শিষ চলে আসবে বলে আশা করা যাচ্ছে।
বট গাছ
https://w3w.co/criteria.rebuilding.spluttered
এটি হলো একটি বট গাছের ছবি। এটি হলো আমদের গ্রামের রাস্তার পাশে। মুলত এই বটগাছটি অনেক পুরনো।এখানে মানুষ সকাল বিকেল বেড়াতে আসে। কোনো উৎসবের দিন অথাৎ ঈদের দিন পহেলা বৈশাখের দিন মানুষ এখানে বেড়াতে আসে। এমনকি পুজার সময় ও মুখরিত থাকে জায়গাটি।এই বট গাছটি মুলত রাস্তার পাশে অবস্থিত। শ্রমিকেরা মাঠে কাজ শেষে বিশ্রামের জন্য এই বটগাছের নিচে এসে আশ্রয় নেয়।
খালের জার্মানি
https://w3w.co/feckless.blessings.roller
এটি হলো ডোবাপানার ছবি। সাধারণত এই ডোবাপানাকে আমরা বলে থাকি জার্মানি। মুলত এই জার্মানি বিভিন্ন খালে বিলে হয়ে থাকে। যদি কোনো চাষ যোগ্য খালে বিলে না হয় তাহলে সেখানে এই জার্মানি হয়ে যায়। এই জার্মানি বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আর এই ছবিটা তোলা হয়েছে আমাদের গ্রামের একটি খাল থেকে। বেশ সুন্দর লাগে খালটি দেখতে।
আকাশের ছবি
https://w3w.co/disproven.electrified.undergoing
এটি হলো আকাশের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে দুপুরের সময়। দুপুরের দিকে আকাশ বেশ পরিষ্কার ছিল। সাদা মেঘ ও হালকা নীলময় আকাশের রং ধারণ করে ভেসে বেড়াচ্ছিল। আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর তাই ঠিক সেই সময় এই ছবিটা তোলা হয়েছে।
বিলের ছবি
https://w3w.co/feckless.blessings.roller
এটি হলো একটি বিলের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে আমাদের গ্রাম থেকে।এটি হলো আমদের গ্রামের বিলের ছবি।বিলটা দেখতে খুবই সুন্দর লাগে।এই বিলে আমাদের গ্রামর প্রায়ই লোকের জমি আছে। যার যার মতো কেউ কেউ চারপাশে ভেরি বেঁধেছে। ফলে তার পুকুর আকারে হয়ে গেছে। আবার কারও জমিতে শুধু জঙ্গল বেধে আছে। আমাদের এই বিলে কোনো ফসলি আবাদ হয় না।কেননা সব সময়ই পানি বেধে থাকে। আমাদের এই গ্রামের বিলের সাথে খালের কোনো সংস্থাপন হয় নাই। কেউ কেউ পুকুর করার কারণে এমন সমস্যা হয়েছে। আমাদের এই গ্রামের বিলটা খুব ভালো লাগে আমার কাছে।
নিজের ছবি
https://w3w.co/toolbars.ingenious.ditzy
ধুইনচার পাশে নিচের ছবি। আজকে আমি পাশের গ্রামে বন্ধুর বাড়ি যাওয়ার সময় ছবিটা তুলেছি।প্রাকৃতিক নিয়ম অনুযায়ী নিজের ছবি দিতে হবে।তাই আমি এই ছবিটা তুলেছি।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Cc:- @blacks @hafizullah @shuvo35 @moh.arif @rex-sumon @rme
প্রতিটি ছবি আপনি অনেক দক্ষতার সাথে ক্লিক করেছেন। বিশেষ করে জার্মানির ছবি আমার ভালো লেগেছে। আরো ভালো লেগেছে বিলের ছবি অত্যান্ত সুন্দরভাবে আপনি পরিবেশন করেছেন। আমাদের সকলের প্রিয় ধানের ছবিগুলো খুবই পছন্দ। অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে মার্জিত ভাষায় আপনি পরিবেশন করেছেন সাবলীলভাবে আমাদের বুঝতে সহায়তা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে। আপনার সুন্দর মতামত জানানোর জন্য। দোয়া কইরেন আগামীতে যেনো ভালো কিছু করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সত্যি বলতে আপনার প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। প্রতিটা ছবিতেই একটি আদর্শ সুন্দর সুজলা সুফলা গ্রামের দৃশ্য ফুটে উঠেছে। যা আমাকে অভিভূত করেছে। অনেক সুন্দর ফটোগ্রাফি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে ছবিগুলো ক্যামেরা বন্দী করেছে। এর পাশাপাশি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা দিয়েছে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে।আপনার সু পরামর্শ পেয়ে আমি আনন্দিত। কেননা আপনার পরামর্শ পেয়ে আমি আগমীতে এগিয়ে যেতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনার ফটোগ্রাফি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি যে মতামত প্রকাশ করছেন,তাতে আমি ভীষণ খুশি।কেননা আপনি যে মতামত প্রকাশ করেছেন তাতে আমি অনুপ্রেরণা পেয়েছি।আর তাতেই আমার মনোবল বেড়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit