হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ বৃহস্পতিবার , অক্টোবর০৭/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি স্টোশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো।
https://w3w.co/grid.scraps.engrossing
আজকে আমি গিয়েছিলাম আমার পাশ্ববর্তী জেলাতে। আমি আমার কাকা কে রেলস্টেশনে রাখতে গিয়েছিলাম।আমার কাকা একজন শিক্ষক। আমার কাকার কিছু কাজ রয়েছে শিক্ষা বোর্ডে। যে কারণে আমি আমার কাকাকে সেখানে রাখতে গিয়েছিলাম।আমাদের জেলায় আজও রেলস্টেশন চালু হয় নি।যে কারণে আমারা আমাদের পাশ্ববর্তী জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে ট্রেনে যাতায়াত করি।আজকে আমি যখন আমার কাকাকে রাখতে গিয়েছিলাম তখন আমি স্টেশনের একজন কর্মকর্তার সাথে কথা বলি। এবং সেখান কিছু ছবি তুলি।এবং কর্মকর্তার কাছ থেকে পুরো স্টেশনের ইতিহাস সম্পর্কে জানি।তবে কর্মকর্তা নিজেও বলে আমি এই স্টেশন পনেরো বছর ধরে কাজ করছি।
https://w3w.co/poses.firmest.skyrockets
১৮৬২ সালের ১৫ নভেম্বর উদ্বোধন করা হয়। এই আলমডাঙ্গা স্টেশনটি।সেই থেকে এই স্টেশনের যাএা শুরু। ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এ রেলস্টেশনের কাজ শুরু হয়েছে বলে সবাই ধারণা করে।তবে জায়গায়টি অনেক নিচু ছিলো যে কারণে রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিলো। উচু তে যে রেললাইনটি প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমান এখনো রেলস্টেশনে পাশে রয়েছে।এই স্টেশন দুইটি রেল লাইন ও দুই পাশে দুইটা প্লাটফর্ম রয়েছে।
https://w3w.co/rower.somersault.studs
বাংলাদেশের প্রথম এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে ।ব্রিটিশ শাসনামলে রেল বিভাগের আভিজাত্য আর অপরিমেয় শান-শওকতের এক দৃষ্টিনন্দন স্মারক এ রেলওয়ে স্টেশনটি।শুধু তাই নয় মোঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এ দ্বিতল স্টেশনটি। তাছাড়া এখানে শুধু দোতলা স্টেশন ভবনই নির্মাণ করা হয়নি, এ দোতলা রেলস্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিদেশ থেকে সৌন্দর্য করার জন্য গাছ নিয়ে এসে লাগান হয়েছিলো।এখনো সেই পুরোনো শতবর্শী গাছ স্টেশনে আছে। যা আজকে আমি দেখলাম।
https://w3w.co/rower.somersault.studs
১৮৩২ সালে প্রথম ভারতে রেল ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। ভারতের রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা-নেয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিলো। তবে এটাকে অনেকেই রেলের আনুষ্ঠানিক যাত্রা হিসেবে স্বীকার করেন না। তাদের দাবি এটি ছিলো রেল লাইন প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল গেট ইন্ডিয়ার পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি কর্তৃক নির্মিত মুম্বাই থেকে আনা পর্যন্ত ৩৩ কিলোমিটার দীর্ঘরেল লাইনটির উদ্বোধন করা হয়। এটিই ছিলো ব্রিটিশ ভারতের রেলওয়ের প্রথম যাত্রা।
ভারী ভারী আখমাড়াইয়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিকট পৌঁছানো সহজ হবে রেলপথে। এই চিন্তা ধারা রেখে মুলত ট্রন লাইনটি চালু হয়।
https://w3w.co/fattened.hardening.precious
মুলত স্টেশনের এক কর্মকর্তা কাছে বসে স্টেশন সম্পর্কে জানতে পারলাম। এছাড়াও আমাকে স্টেশন কর্মকর্তা একটি এই স্টেশন সম্পর্কে বই এনে দিলো। সেখান থেকে পড়ে আরো জানতে পারলাম স্টেশন সম্পর্কে।
ভাই আলমডাঙ্গা রেল স্টেশন নিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন।অনেক অজানা ইতিহাস জানলাম অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আসলে আলমডাঙ্গা স্টেশনের অনেক ইতিহাস রয়েছে। আমি ও জানতাম না স্টেশনের এক কর্মকর্তার কাছে বেশ কিছু ইতিহাস জানলাম।ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit