আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @rahul75.
বাংলাদেশ🇧🇩 থেকে
আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন | আমি আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি| আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। সকালের কুয়াশা মাধ্যমে কিভাবে সকালবেলা সূর্যোদয় হয়। সেই সময়টা কিভাবে ঘটেছে সেই মুহূর্তটা আমি আপনাকে মূলত শেয়ার করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কারণ গতকাল রাতে আমার তেমন পড়াশুনার কাজে আমি ব্যস্ত ছিলাম না। তো সেই কারণে আমি খুব সকাল বেলায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর আমার ফোনে দেখি মোটামুটি ভালই চার্জ আছে। তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমি বাইরের দিকে তাকালাম দেখি কুয়াশাটা মাত্র উঠছে। অন্যপাশে সূর্যোদয় হচ্ছে। তো এই দেখার পরে আমার মনে হচ্ছে যে আমি এই শীতের সকাল টা মনে হয়ে পড়েছে এই মুহূর্তটা আমি আমার ফোন দিয়ে ক্যাপচার করি। তারপর আমি কিছু ছবি তুলি অনবরত ছবি তুলে সূর্যের এবং গাছের ছবি তুলি সকালবেলা ঘাসে যখন কুয়াশা পড়ে। সেই কুয়াশা যখন সূর্যের আলোতে আস্তে আস্তে হারিয়ে যায়। তখন কুয়াশা গুলো দেখতে আসলে হাত দিতে খুবই ভালো লাগে। তো এই মুহূর্তের ছবি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ভাবলাম যে ছবিগুলো আমি নিজে না দেখে যদি আমার সকল আমার বাংলাতে ব্লগের সবার সাথে, আমি যদি শেয়ার করি। তাহলে মনে হয় আমার কাছেও আনন্দ লাগবে। তাই আমি সেই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। এই সকালবেলার আজকে এই শীতের মুহূর্তটাকে ধন্যবাদ সবাইকে।
শীতের সকাল টা আসলে কুয়াশার মাধ্যমে যখন হয় তখন খুবই আনন্দ অনুভূতি সৃষ্টি হয়। এখানে ছবিটিতে ছবিটিতে আমরা দেখতে পারছি যে একটি ধান ক্ষেতের ওপারে সূর্য উদয় হচ্ছে। এবং সবুজ প্রকৃতি টা আরো সুন্দরভাবে দেখাচ্ছে। এই সূর্যের আলোতে ছবিটা আসলেই মনমুগ্ধকর সবার কাছে লাগবে আশা করি।
দেখতে পাচ্ছি একটি বড় বিশাল মাঠ মাঠের ওপারে অনেক দূরে সূর্য উদয় হচ্ছে এবং মাঠের মাঝে ঘাসের মাঝে কুয়াশা পড়ে আছ। যার কারণে সকালের যে শীতের যে একটা সকাল তার অনুভূতি বুকে জায়গা।
শীত কার না ভালো লাগে। শীতের সকাল টা যদি এরকম রাখা এবং ভেজা মাখা হয় তাহলে মূলত অন্য রকম একটা অনুভূতি সৃষ্টি হয় বুকে হয়।
আপনারা এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সূর্য উঠছে। আর আকাশে একটি বিমান যাচ্ছে বিমানকে আসলে আমি ক্যাপচার করি।
সূর্যদয়ে তুমি , সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূম।
হ্যাঁ এই ছবিটি দেখলে আমার এই গানটি মনে পড়ে গেল তাই দুই লাইন বললাম
এই সকালের ছবিটা আমি যখন তুলতে যাই তখন একজন প্রথিক ' সামনে দিয়ে আমার যায়। এই শীতের সকালে সে হেঁটে যাচ্ছে। মূলত আমি তাকে ডেডিকেট করে ছবিটি তুলেছিলাম। তো সকাল বেলার এই সুন্দর দৃশ্যটি আমি আমার ফোন দিয়ে ক্যাপচার করি।
📷 ইমেজ | ইনফো |
---|---|
ক্যামেরা | Oneplus 8T |
ফটোগ্রাফার | @rahul75 |
লোকেশন | Patuakhali |
আমার পরিচয়
আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।আমি নতুন কিছু করার অনুপ্রেরণা হয়ে থাকে এবং মাঝে মাঝে অবসর টাইমটা আমি ছবি তুলি। আমি চিন্তা করি, আমি কোন কিছু যদি পাই এবং সেটি যদি সবার সাথে শেয়ার করতে পারি তাহলে আমার নিজের কাছেও একটু অন্যরকম ভালো লাগে।
ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।
ভাইয়া আপনি যে অনেক সুন্দর ফটোগ্রাফি করেন তা আপনার ছবি দেখে বোঝা যাচ্ছে। আপনার তিন নম্বর ছবিটা এক কথায় অসাধারণ অসাধারণ হয়েছে। ঘাসের উপর শিশির বিন্দু গুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit