সুন্দরী জবা ফলের ফটোগ্রাফি ||১০% লাজুক খ্যাক এর জন্য || //27/10/2021/

in hive-129948 •  3 years ago 

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? ''আমার বাংলা ব্লকের'' আশা করি সবাই ভাল আছেন .আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি. আমি আজকে আমার মোবাইল দিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের মাঝে. আশাকরি আপনাদের সবার ভালো লাগবে .তো চলুন বন্ধুরা শুরু করা যাক

জবা ফুল ভালো লাগে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে . জবাফুল আমার অনেক ভালো লাগে | আমি আজকে বিকেল বেলা একটু বাইরে বের হয়েছিলাম| তখন আমার কাছে ফোন হাতে ছিল| তখনই ঠিক আমার সামনে আমাদের বাড়ির কাছে একটি ফুল গাছ দেখি |পিংক কালার জবাফুল| তারপরে আমি সেখানে গিয়ে কিছু ছবি তুলি| জবা ফুলকে আসলে দেখতে খুব সুন্দর ছিল| তখন আমার ফোনে যে কিছু ছবি তুলে রাখি , ছবিটি তোলার পরে আমি আমার মোবাইলে সেভ করে রাখি এবং চিন্তা করেছে এটি আমি সবার সাথে শেয়ার করি |তাই আমি এখন এইটা আপনাদের সামনে সবার সাথে শেয়ার করছি| আশা করি সবারই ভাল লাগবে| ধন্যবাদ

IMG_20211027_172239_Bokeh.jpg

IMG_20211027_172256_Bokeh.jpg

IMG_20211027_172259_Bokeh.jpg

IMG_20211027_172304_Bokeh.jpg

IMG_20211027_172311_Bokeh.jpg

IMG_20211027_172313_Bokeh.jpg

IMG_20211027_172316_Bokeh.jpg

IMG_20211027_172321_Bokeh.jpg

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনPatuakhali

এই ছিলো আমার ৮ টি ছবি, আশা করি সবার ভালো লাগবে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিন ইনশাআল্লাহ আরো ভালো কিছুর করা চেষ্টা করবো।

আমার পরিচয়

received_153500990323731.jpeg

আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো।
ইতি
রাহুল
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি। আর অন্য কারো ফটোগ্রাফি করতে দেখে আমার অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া। আমাদের এই রকম আরও ফটোগ্রাফি উপহার দিবেন ভবিষ্যতে।

ইনশাআল্লাহ ভাই পাসে থাকবেন আশাকরি ভালো কিছু হবে

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই

জবা আমার পছন্দের একটি ফুল।আপনি বিভিন্ন ভাবে ফুলটির ছবি তুলেছেন দেখে খুব ভালো লাগলো।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য

ধন্যবাদ ভাই

ছবিগুলো অসাধারণ ছিলো। ফটোগ্রাফির প্রতি মুগ্ধ হয়ে গেলাম আমি।
খুব সুন্দর লেগেছে। আপনি আসলেই খুব সুন্দর ছবি উঠিয়েছেন। আশা করি পরবর্তিতে এমন আরও ফটোগ্রাফি আমাদের সাথে উপহার হিসেবে শেয়ার করবেন। শুভ কামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাই

জবা ফুল আমার খুবই ভালো লাগে। আপনি জবা ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বিভিন্ন কোন থেকে দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ

জবা ফুল সবসময় অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেছেন। জবা ফুলের বর্ণনা দিয়েছেন খুব ভালোভাবেই। জবাফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। বিশেষ করে লাল জবা অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ছবি শেয়ার করার জন্য

ধন্যবাদ

জবা ফুল আমার অত্যান্ত পছন্দের একটি ফুল।এই ফুলের পাপরি এবং মাঝ খানের শিষ অসাধারন লাগে দেখতে।আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।সেই সাথে সুন্দর উপস্থাপন করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ