আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সামনে গাজীপুরে একদিনের ভ্রমণ কাহিনী(পর্ব-১) তুলে ধরব। ভ্রমণটি ছিল আমার অনুষদের অর্থনীতি বিভাগ হতে। যেটার জন্য প্রতি বর্ষের শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে থাকে। আমরাও ছিলাম এবং ভ্রমণটি সম্পন্ন করলাম গতকাল। ভ্রমণটি ছিল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত একটি ডেইরি ফার্মে। আপনারা ধৈর্য্য সহকারে পড়বেন। আশা করি অনেক ভাল লাগবে।
ভ্রমণের দিন মানেই অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। স্বাভাবিকভাবে আমিও খুব ভোরে ঘুম থেকে উঠি এবং গোসল সহ সকল প্রস্তুতি সেরে সকাল ৭:৩০ এ হল থেকে বের হয়ে অনুষদ চত্বরে যাই। সময়টা আগে থেকেই নির্ধারণ করা ছিল। সবাই ধীরে ধীরে অনুষদের সামনে আসতে থাকে। ৮:৩০ এর মধ্যে সবাই পৌঁছে যায়। তারপর দায়িত্বরত শিক্ষকগণ আমাদের কে সাথে নিয়ে দিকনির্দেশনামূলক অনেক কথা বলেন। তারপর গ্রুপ ফটো তুলে আমরা সবাই বাস এ উঠি এবং যাত্রা শুরু করি।
আমাদের যাত্রা শুরুর সাথে আনন্দও যেন বাড়তে থাকে। বাসের মধ্যে আলাদা বক্স না নিলেও আমরা বাসের ব্যবহৃত বক্সে বিভিন্ন গান বাজিয়ে নাচানাচি করি। এমনকি শিক্ষকরাও অনেক মজা করেন। যেহেতু ময়মনসিংহ থেকে গাজীপুরের দূরত্ব খুব বেশি নয়। তাই আমরা আড়াই ঘন্টার মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই ডেইরি ফার্ম "আমেরিকান ডেইরি লিমিটেড" এ পৌঁছে যাই।
সেই ডেইরি ফার্ম "আমেরিকান ডেইরি লিমিটেড" এর ডিরেক্টর আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। সেজন্য আমরা একটু বেশিই স্পেশাল ছিলাম তার কাছে। আমাদেরকে সাদরে গ্রহণ করলেন। আমরা সেখানে গিয়ে সবাই ফ্রেস হয়ে একটা সভাকক্ষে বসলাম।
সেখানে আমাদের সেই বড় ভাই অর্থাৎ ফার্মের ডিরেক্টর সাহেব সবার উদ্দেশ্যে একটি ব্রিফ করলেন। ফার্মের শুরু হয় ২০০৭ সালে দুটি গরু দিয়ে। আজ ২০২২ সালে সেখানে কয়েক হাজার গরুর একটি ফার্ম যা তিনশত বিঘা জায়গার উপরে। এটা কিভাবে সম্ভব হয়েছে সেটার সংক্ষিপ্ত বর্ণনা আমাদেরকে জানালেন। এখানে গরুর পাশাপাশি ছাগল,মহিষ, ভেড়া ও রেখেছেন। এগুলো দেশের অর্থনীতিতে কিভাবে উন্নতি সাধন করছে সেগুলো সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেন। তার প্রতিটি তথ্য যেন আমাদেরকে সামনের দিকে যেতে আরও একধাপ এগিয়ে দিচ্ছে। আমরা তার কথা শুনে তিন গ্রুপে বিভক্ত হয়ে ফার্ম ঘুরতে বের হলাম। প্রতিটা গ্রুপে তিনি একজন করে গাইড সাথে দিলেন।
টানা তিন ঘণ্টা আমরা ফার্মের ডেইরি প্রজেক্ট এবং মিল্ক প্লান্ট প্রজেক্ট দেখলাম এবং কিভাবে কাজ হয় তা শুনলাম। ডেইরি ফার্মের সম্পূর্ণ অংশ আমি পরবর্তী পর্বে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ, যা অনেকের জীবন ঘুরে দিয়েছে। তিন ঘন্টা ঘুরার পর আমরা একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। সেই মসজিদটিও ছিল অনেক সুন্দর এবং চোখে পরার মতো।
এরপর খাওয়া-দাওয়া সেরে নিলাম। তারপর আমাদেরকে ফার্মে বানানো দই খাওয়ানো হলো। যা ছিল অসাধারণ সুস্বাদু এবং খাঁটি দুধের। এরপর আমরা ডিরেক্টর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিলাম এবং সুস্থভাবে পৌঁছালাম। সব মিলে অনেক সুন্দর একটি দিন কাটিয়েছি সব বন্ধুরা মিলে।
পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। এতো ধৈর্য্য সহকারে আমার ভ্রমণ-কাহিনী পড়ার জন্য সবাইকে অনেক অনেক...
পিকনিক বা শিক্ষা সফরে সবচেয়ে বেশি আনন্দ হয় বাসে। বাসে করে যাওয়ার সময় এবং আসার সময় সবাই মিলে গান নাচানাচি এই সময়টা সত্যিই দারুন ভাবে কেটে যায়।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ডেইরি ফার্মে খুব সুন্দর একটি সময় অতিবাহিত।
মাত্র দুটি গরু দিয়ে শুরু করে এখন কয়েক হাজার গরুর মালিক হয়েছেন। এটা আসলেই অবাক করার মত।
আপনার ভ্রমণ কাহিনী এবং ডেইরি ফার্ম ডিজিটাল কাহিনী চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
আপনি খুব চমৎকারভাবে ভ্রমণের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো ।ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । আসলে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এত দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিকনিক বা শিক্ষা সফরে সবচেয়ে বেশি আনন্দ হয় বাসে। বাসে করে যাওয়ার সময় এবং আসার সময় সবাই মিলে গান নাচানাচি এই সময়টা সত্যিই দারুন ভাবে কেটে যায়।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ডেইরি ফার্মে খুব সুন্দর একটি সময় অতিবাহিত।
মাত্র দুটি গরু দিয়ে শুরু করে এখন কয়েক হাজার গরুর মালিক হয়েছেন। এটা আসলেই অবাক করার মত।
আপনার ভ্রমণ কাহিনী এবং ডেইরি ফার্ম ডিজিটাল কাহিনী চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব চমৎকারভাবে ভ্রমণের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো ।ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । আসলে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এত দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit