||টাঙ্গাইলে শিক্ষা সফর (পর্ব-১)-by @raihanul2512|| [10% @shy-fox & 5% @abb-school]

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম
১৩ই আষাঢ়,১৪২৯
27 June, 2022


আমি মোঃ রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শিক্ষা সফরের অভিজ্ঞতা শেয়ার করব। শিক্ষা সফরটি হয়েছিল আমার অনুষদের ফিন্যান্স ডিপার্টমেন্ট হতে। আমাদের শিক্ষা সফরের স্থান ছিল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং ধনবাড়ী উপজেলার নবাব বাড়িতে। এই পর্বে আমি বিএডিসি তে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব। সম্পূর্ণ অংশ পড়বেন। আশা করি অনেক ভাল লাগবে।

20220626_085706.jpg

শিক্ষা সফরের দিনটি ছিল ২৬শে জুন, রবিবার। ছোটবেলায় আমরা অনেক শিক্ষা সফরে গিয়েছি। তবে ছোটবেলার শিক্ষা সফর আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর একরকম নয়। বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন শিক্ষা সফরে যাই তখন সেখানে গিয়েও হাতে খাতা-কলম রাখতেই হয়। কারণ, সেখানে আমাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়।

IMG_0494.JPG

সফরের দিনে খুব সকালে ঘুম থেকে উঠি এবং প্রস্তুতি নিয়ে হলের বাকি বন্ধুদের সাথে নিয়ে অনুষদের দিকে যাই। এই শিক্ষাসফরের দুপুরের খাবারের দায়িত্বে থাকার কারণে প্রথমে গিয়ে খাবার সংগ্রহ করি। তারপর সেগুলো বাসে উঠাই। তারপরে আমাদেরকে নির্ধারিত টি-শার্ট দেওয়া হয়। শিক্ষকগণ আমাদেরকে দিক নির্দেশনা মূলক অনেক কথা বলেন। মনোযোগ দিয়ে শুনি, তারপরে আমরা বাসে উঠি এবং বাস ৮:৩০ এ ছেড়ে দেয়।

GridArt_20220627_210321615.jpg

বাসে আমরা গান বাজানোর জন্য বক্স নিয়েছিলাম। প্রচুর মজা হয়েছে। যে শিক্ষক দায়িত্বে ছিলেন তিনি অনেক মজার মানুষ। তিনি নিজ উদ্যোগে বাসের মধ্যে নাচের প্রতিযোগিতা দেন। আমরা সবাই নাচানাচি করি। তিনি প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেন এবং তাদেরকে পুরস্কৃত করেন। দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা মধুপুরের বিএডিসি চত্বরে পৌঁছে যাই।

20220626_151044.jpg

অনেক বড় এরিয়া ছিল। প্রায় ৫০০ একর জায়গা। প্রথমে আমাদেরকে বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউট এ নেওয়া হয়। সেখানকার সহকারি প্রিন্সিপাল ছিলেন আমাদের অনুষদের প্রাক্তন ছাত্রী। তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেন। আমরা সেখানে গিয়ে প্রথমে ফ্রেশ হলাম। তারপর কনফারেন্স রুমে গেলাম। আমাদেরকে অল্প সময়ের জন্য একটি ব্রিফ দেওয়া হল। এটি ছিল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সেখানে কিভাবে বীজ সংগ্রহ করা হয়,সেগুলো কিভাবে যাচাই বাছাই করা হয় এবং কৃষক পর্যায়ে কিভাবে পৌঁছে দেওয়া হয় তা আমাদেরকে ধারণা দেন এবং আমরা আমাদের কাঙ্খিত তথ্য গ্রহণ করি। তারপরে আমরা নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নেই।

20220626_151858.jpg

এরপর একটু বিশ্রাম নিয়ে আমরা ড্রাই মেশিন, গ্রেডিং মেশিন সহ বীজ গোডাউনের সবকিছু দেখতে যাই। দায়িত্বরত কর্মচারীরা আমাদেরকে ঘুরে ঘুরে দেখান। আরো একটি জায়গায় ঘুরতে যাব বলে আমরা সময় নষ্ট না করে চলে আসি বাসের নিকটে। শিক্ষকগণ আমাদের উপস্থিতি নিশ্চিত করে সেখানকার সবার থেকে বিদায় নিয়ে রওনা দেয় ধনবাড়ী উপজেলার নবাব বাড়ির উদ্দেশ্যে।
পরবর্তী পর্বে আমি সেখানকার ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি।

নামraihanul2512
ডিভাইসsamsung galaxy A12
স্থানবিএডিসি, মধুপুর

🌷ধন্যবাদ সবাইকে🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাঙ্গাইলে শিক্ষা সফর করতে গিয়ে আপনি অনেক মজা করেছেন। শিক্ষা সফর মানে অন্য রকম একটা অনুভূতি ।আসলে শিক্ষা সফরে গেলে অনেক মজা করা হয়। শিক্ষা সফরে গেলে বিভিন্ন ধরনের জায়গা সম্পর্কে অভিজ্ঞতা বারে। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার এক্টিভিটিস অনেক কম। আপনি নিয়মিত পোস্ট করছেন না এভাবে করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনার যদি কোন সমস্যা থাকে অবশ্যই টিকিট ক্রিয়েট করে আমাকে জানাবেন। আপনি কমেন্ট করে না বললেই চলে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে এবং অন্যের পোস্ট পড়তে হবে।

বাসে আমরা গান বাজানোর জন্য বক্স নিয়েছিলাম

জি ভাই কাজটা ভালোই করেছেন কেননা শিক্ষা সফরে যদি বাসে বক্স না থাকে তাহলে শিক্ষা সফর টা ঠিক মত জমে না । অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাই টাঙ্গাইলে এবং আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।