মানব সেবা পরম আনন্দের

in hive-129948 •  7 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পত্রিকার পাতায় খবর দেখতে গিয়ে আজকে একটি খবর দেখে বেশ ভালো লাগলো। পত্রিকার পাতায় বেশিরভাগ সময় নেতিবাচক খবর গুলো চোখে পড়ে। তবে আজকের এই খবরটা দেখে আসলেই অনেক ভালো লেগেছে। খবরটা হচ্ছে মৌলভীবাজারের হাওর অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃষকদের জন্য মাঠের ভেতরে একটা কৃষক ছাউনির ব্যবস্থা করা হয়েছে। যেখানে হাওর অঞ্চলের ক্ষেত খামারে যে সমস্ত কৃষক কাজ করেন তারা যে কোনো দুর্যোগে আশ্রয় নিতে পারবেন। তাছাড়া প্রচন্ড রোদের ভেতর যখন তারা কৃষি কাজ করেন তখন তাদের মাথা ঢাকার জায়গা থাকে না। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তখন সেখানে এসে তারা বিশ্রাম নিতে পারবেন।


Blue Aqua Minimalist Sea Soothes the Soul Quote Instagram Post_20240505_113549_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

পত্রিকা মারফত জানতে পারলাম মৌলভীবাজারের তরুণ যুবকরা মিলে একটি সংগঠন তৈরি করেছেন। এই সংগঠনের যে প্রধান উদ্যোক্তা তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। মূলত তার উৎসাহে এলাকার তরুণ যুবকরা মিলে এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করে। এই কৃষক ছাউনি তৈরির পেছনে বেশিরভাগ অর্থ সেই যুক্তরাষ্ট্র প্রবাসী ভদ্রলোকই দিয়েছেন। সাথে এলাকার স্থানীয় মানুষ ও সহায়তা করেছে। এই উদ্যোগের ফলে কৃষকরা যে শুধু বিশ্রাম নেয়ার জায়গা পেলো তা নয়। বরং তারা বজ্রপাত থেকে বাঁচারও একটা উপায় খুঁজে পেলো। কারণ খোলা হাওড়ে যখন তারা কৃষিকাজ করে তখন হঠাৎ করে বজ্রপাত শুরু হলে তাদের আশ্রয় নেয়ার কোনো জায়গা থাকে না।


এই কৃষক আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে কংক্রিটের ঢালাই দিয়ে। যার ফলে এটা বজ্রপাত থেকে কৃষকদেরকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। সেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এমন আরো কিছু কৃষক ছাউনি তৈরি করবে। আমার কাছে এই খবরটা ভালো লাগার একটা কারণ হচ্ছে। দেশের সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে করা সম্ভব না। সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ যদি ছোট ছোট সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। তাহলে আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। সমাজটা আরো সুন্দর হবে। পত্রিকার সাংবাদিক যখন সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্যকে প্রশ্ন করেছে এই কাজটা করে আপনাদের কি লাভ হয়েছে? তখন তারা জানিয়েছে এই কাজ করে তারা যে মানসিক তৃপ্তি পেয়েছেন সেটাই তাদের কাছে সবচাইতে বড় পাওয়া। মানুষের জন্য কিছু করার ভেতরে যে আনন্দ আছে সেটা সবার ভেতরে ছড়িয়ে দিতে হবে। সবাইকে উদ্বুদ্ধ করতে হবে ভালো কাজ করতে। এ খবরটা দেখে আমার মনে হয়েছে এই খবর দেখে আরো অনেকেই নানা রকম ভালো কাজ করতে উৎসাহী হবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে সত্যি মানবসেবা হচ্ছে মানুষের বিবেক মনুষ্যত্বের পরিচয়। মানব সেবা করতে পারলেই মনের মধ্যে বেশ আনন্দ অনুভূত হয়। মানসিক তৃপ্তি এবং প্রশান্তি পাওয়া যায় অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে । যে অন্যকে ভালোবাসতে পারে সে নিজেকেও ভালবাসতে পারে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলেই মানবসেবা করতে পারলে ভীষণ ভালো লাগে। এই ধরনের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। ছাউনি তৈরি করার কারণে সেখানকার কৃষকেরা সবদিক দিয়েই বেশ উপকৃত হবে বলে মনে হচ্ছে। এই ধরনের মানবসেবামূলক কাজে সবার এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।