পৃথিবীর মানুষ যেখানে মঙ্গল গ্রহে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে সেখানে এরা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করেছে। এশিয়ার অনেক দেশেই তো এখন বৃষ্টি নামানোর জন্য ক্লাউড সিডিং প্রযুক্তির ব্যবহার করা হয়। আর সেই জায়গায় আমরা এখনো ব্যাঙের বিয়ে নিয়ে পড়ে রয়েছি। এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লোকজনকে বোঝাতে হবে কুসংস্কারে বিশ্বাস না করে বেশি করে বৃক্ষরোপণ করুন। সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করার কারণে যেটা হয় মানুষ তার আসল করণীয় থেকে সরে আসে। ভুলভাল কাজের পেছনে সময় ব্যয় করতে শুরু করে।
ধরুন যে গ্রামে এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। সেই গ্রামের শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসতো। তারা যদি তাদেরকে বোঝাতো এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন কাজে জড়িত না হয়ে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ শুরু করি। তাহলে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তাহলে কিন্তু সেই লোকগুলো সচেতন হতে পারতো। যাইহোক আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশে এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী লোকজন দেখলে তাদেরকে বোঝাতে যাতে করে তারা এই কুসংস্কারে বিশ্বাস করা থেকে বেরিয়ে আসে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
এসব ঘটনা শুনলে আসলেই বেশ অবাক লাগে। ইন্টারনেটের যুগে কিছু কিছু গ্রামের মানুষ এখনো কুসংস্কারে বিশ্বাস করে। অবশ্যই তাদের চিন্তা ভাবনা বদলানো উচিত। তবে অনাবৃষ্টির সময় আমাদের দেশের বিভিন্ন মসজিদে নামাজ পড়ে দোয়া করা হয় যাতে বৃষ্টি নামে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রযুক্তি যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা পড়ে আছি এখনো কুসংস্কারের ভেতরে। পৃথিবীর বিভিন্ন দেশ যখন বৃষ্টি নামানোর জন্য ক্লাউড সিডিং প্রযুক্তির ব্যবহার করে তখনও আমরা পড়ে আছি ব্যাঙের বিয়ে নিয়ে। খুবই চমৎকার একটি উদাহরণ দিয়েছেন আপনি। সময়োপযোগী এবং বাস্তবসম্মত একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit