আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে জীবনধারা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে কিংবা বিভিন্ন লেখালেখি করতে বরাবর আমার খুব ভালো লাগে। তো আজকেও আসলে সেরকম একটা লেখা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ প্রতিনিয়ত বিভিন্ন লেখালেখি নিয়ে আপনাদের সামনে হাজির হতে কার না ভালো লাগে।
আজকে আসলে নিজের মতাদর্শ গুলো ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যায়। অর্থাৎ নিজের মতামত গুলো মাঝেমধ্যে নিজের কাছেই কেমন যেনো ফ্যাকাসে হয়ে যায়। কারণ শেয়ার করার মানুষ থাকে না। আর বোঝার মানুষ তো দূরের কথা।
যাইহোক আসলে আমরা যতো দিন যাচ্ছে, ততো সুশিক্ষিত হচ্ছি এবং এর প্রেক্ষিতে আমি যদি একটা কথা বলতে চাই। তাহলে আমরা বোধ হয় সুশিক্ষিত হচ্ছি না। কারণ শুধুমাত্র বই-পুস্তক রপ্ত করলেই এবং গাদা গাদা লেখা মুখস্ত করলেই যদি সুশিক্ষিত হওয়া যেতো। তাহলে পৃথিবীতে শুধুমাত্র মুখস্ত করে সব জাতি সুশিক্ষিত হয়ে যেতো। অর্থাৎ তাহলে আমরা এটা প্রথমেই বাদ দিতে পারি যে, শুধুমাত্র পড়াশোনা করলে সুশিক্ষিত হওয়া যায়না।
আমি আসলে মূলত যেটা চাই। সেটা হলো আমার স্বজাতি যেনো সুশিক্ষিত হয় এবং শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে সুশিক্ষিত এর কথা বলছি না। আমি বলছি এমন সুশিক্ষিত জাতির কথা, যে জাতি আমাকে একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ এবং উদ্দীপনা দিবে। কারণ আজকালকার একটা সত্য কথা হলো, আমি পড়াশোনা করে শুধুমাত্র বিদ্বান ঠিকই হচ্ছি। কিন্তু সেটা যেনো আমাদের কাজে আমরা প্রতিফলিত করতে পারছি না।
আমাদের কাজে সেটা প্রতিফলিত করতে না পারার কারণ হলো। আমরা আসলে আমাদের সব সময় নিজেদেরকে নিয়ে চিন্তা করি কিন্তু আমাদের সজাতি নিয়ে আমরা চিন্তা করি না অর্থাৎ একটা দেশ পাল্টাতে হলে একটা পরিবেশের মধ্যে সৌন্দর্যতা কিংবা গুরুত্বপূর্ণ ভালো দিকগুলো আনতে হলে অবশ্যই তার আগে পুরো জাতিকে সুশিক্ষিত এবং ভালো হতে হবে। কারণ আমরা আমাদের ভালো মানুষের ব্যাপারটা দিন দিন হারিয়ে ফেলছি। এবং কুশিক্ষায় কুশিক্ষিত হচ্ছি। তাই আগে যদি দেশ পাল্টাতে হয়, আগে যদি সমাজ পাল্টাতে হয়। তাহলে আগে আমাদের নিজেদের চিন্তা ভাবনা বদলাতে হবে যে আমরা যেনো আমাদের পুরো জাতিটাকে সুশিক্ষিত করতে পারি। কারণ এতেই মঙ্গল নিহিত।