আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কোনো মানুষ কখনোই বলতে পারবে না যে, তার কোনো অসুখ হয়নি কিংবা এটাও বলতে পারবে না যে, তার আশেপাশের মানুষের কোনো অসুখ হয়নি। কারণ আমাদের কার শরীর কখন খারাপ হয়ে যায় সেটা আমরা কেউই বলতে পারি না তাই সব সময় যেমন সবকিছু নিয়ে প্রস্তুত থাকা সম্ভব হয় না ঠিক তেমনটাই, সবসময় নিজেকে সুস্থ রাখাটাও খুব একটা সম্ভব হয় না কিন্তু আমরা যে ব্যাপারটা মিস করি, সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা না জানা।
কারণ আমি বাস্তবিক জীবনে এমন অনেক ঘটনা সম্মুখীন হয়েছি। যেমন আমি রিসেন্ট একটি ঘটনা যদি বলি। তাহলে আমরা বেশ অনেকগুলো বান্ধবী মিলে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে হঠাৎ করে আমার এক বান্ধবী কাঁদতে কাঁদতে এবং মুখ চোখ বাঁকা করে শুয়ে পরতে থাকে অর্থাৎ তার মৃগী রোগের সমস্যা ছিল। এখন আমার সবগুলো বান্ধবী হঠাৎ এতটা পেনিক করতে থাকে যে কি করবো ভেবে পাচ্ছিলাম না। অনেক কষ্টে আমি তাকে সামলে ছিলাম। আর একটা ব্যাপার দেখে খুব অবাক হয়েছি যে, একটা রোগীকে কি করে প্রাথমিক চিকিৎসা দিতে হয় সেটা কেউই জানে না!
আমাদের আসলে প্রাথমিক চিকিৎসা গুলো শিখে রাখা অনেক বেশি প্রয়োজন। কারণ একটা মানুষ যখন হঠাৎ করে কোনো বিপদে পরে। তখন কিন্তু সাথে সাথে কোনো স্বাস্থ্যকেন্দ্রে কিংবা হসপিটাল কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বলবো যে, এই কাজটি করা উচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এবং পরিবারের। কারণ একটা মানুষ যদি প্রাথমিক চিকিৎসা জেনে রাখে। তাহলে সে অন্য একটা মানুষের প্রাণ বাঁচাতে পারবে।
আরেকটি অদ্ভুত এবং বিরক্তিকর ব্যাপার হলো, অনেকের মনে হয় যে প্রাথমিক চিকিৎসা কিভাবে সাধারণ একটি ব্যাপার! কিন্তু আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এমনকি অনেকেই অনেক সময় প্রাথমিক চিকিৎসার অভাবের জন্য কিন্তু প্রাণ হারায়! তাই আমরা যখন প্রাথমিক শিক্ষা অর্জন করি। ঠিক তার সাথে সাথেই প্রতিটি মানুষের উচিত প্রাথমিক চিকিৎসা টিও জেনে রাখা।