আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আপনি যদি একটু খেয়াল করে দেখেন। তাহলে দেখবেন যে আমাদের চারপাশে প্রেমিক-প্রেমিকার সংখ্যাটা একটু বেশি বেড়ে গিয়েছে। শুধু প্রেমিক প্রেমিকার সংখ্যা বললে ভুল হবে। দেখবেন চারপাশে কতো মিষ্টি মিষ্টি কপোত-কপোতি।কারণ তারা নিজেদের চারপাশের পরিবেশ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ টা এমনভাবে সকলের সামনে তুলে ধরে। দেখলে যেনো মনে হয় যে তারা একজনের জন্য অন্যজন তৈরি হয়েছে। সৃষ্টিকর্তা শুধুমাত্র তাদের নিজেদের জন্যই নিজেদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমার জন্য আপনি, আপনার জন্য আমি ঠিক তেমনটা করে।
কিন্তু আমার যে প্রশ্নটা। সেটা হলো, সব প্রেম সত্যিই শেষ পর্যন্ত অমর হয়ে থাকে?কারণ এই যে এতো দারুন দারুন মিষ্টি মিষ্টি সব প্রেম। আমি খুব কমই একেবারে সাকসেসফুল হতে দেখেছি। কারণ বেশিরভাগ প্রেমের সম্পর্কই দেখেছি যে অনেক পুরনো হওয়ার পর কি করে যেনো একটা তিক্তটা তাদের নিজেদের মধ্যে চলে আসে এবং তারা সেই তিক্তটাকে দূর করতে চায় না। কারণ তাদের মনে একটা ব্যাপার গেথেই যায় যে। এতো বছরের সম্পর্ক কিছুই হবে না এবং সেখান থেকে আসল ফাটলটা ধরা শুরু করে।
এ তো গেলো নেগেটিভ চিন্তাভাবনা। এবার একটু পজেটিভ চিন্তা ভাবনায় আসি। অর্থাৎ সত্যি কি এমন কোনো প্রেম রয়েছে? যেগুলো আসলে অমর হয়ে থাকে? যেমন ধরুন কোনো হাসবেন্ড ওয়াইফের মধ্যে স্ত্রী খুব দ্রুতই মারা গেলো। এমন কি হয় যে সে স্বামী আর কোনো বিয়েই করলো না? তার বউকে ভালোবাসার জন্য এবং শুধু বিয়ে করেনি তা নয়। তার বউয়ের প্রতি ভালোবাসা কয়েক যুগ পরে একটুও কমেনি।
আমার কেনো জানি ওই লুতুপুতু প্রেমগুলোর চেয়ে এই প্রেমগুলোকে, এই ভালোবাসাগুলোকে বেশি সম্মান করতে ইচ্ছে করে। অর্থাৎ বেশি মর্যাদা দিতে ইচ্ছে করে। কারণ তারা আসলে প্রেমটাকে অমর করেই রেখে যায়। কিন্তু আজকালকার প্রেমের অমরত্বটাকে দেখলে মনে হয় যেনো শুধুমাত্র শো অফ করলেই বুঝি প্রেম বোঝানো যায়। কিন্তু আমার মতে তা মোটেও নয়। প্রেম তাদের ই অমর হয়, যারা পরস্পরের জন্য বাঁচে।
লুতুপুতু প্রেমের চেয়ে অবশ্যই সেই প্রেমকে শ্রদ্ধা-সম্মান করা উচিত, যে প্রেম প্রকৃত প্রেম। আমাদের চারদিকে শো অফ করা প্রেমের দেখা বেশী মিললেও প্রকৃত প্রেম কিন্তু কম নয়। তারা শো-অফ করেনা বলে দেখা যায়না বা কম দেখা যায়। যে প্রেম অমর হয়ে থাকে শিরোনামে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃত প্রেমের চেয়ে লুতুপুতু প্রেমের সংখ্যা এখন অনেক বেশি। এখন চলে হাইব্রিড প্রেম, প্রেম কখন যায় আর কখন আসে এটার কোনো গ্যারান্টি থাকে না। তবে আমার দেখা কিছু ব্যক্তি আছে আমাদের জেলায়, প্রেম করার পরে তাকে ফাঁকি দিয়ে প্রেমিকা অন্যত্র চলে যায়। সে কারণে এই প্রেমিক পুরুষটি কখনোই আর বিয়ে করেনি। অবশেষে বিয়ে না করেই মারা গেলো। এইসব প্রেমের প্রতি সবসময় শ্রদ্ধা রইল। খুব দারুণ এক শিরোনামে আপনি আপনার পোস্ট উপস্থাপন করেছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান যুগে সত্যিকারের প্রেম খুবই কম রয়েছে। এখনকার ছেলেমেয়েরা টাইম পাস করে। তাইতো ছেলেরা সুন্দরী মেয়ে খুঁজে, আর মেয়েরা সুদর্শন এবং টাকা পয়সা ওয়ালা ছেলে খুঁজে খুঁজে প্রেম করার চেষ্টা করে। এককথায় বলতে গেলে তারা তো মন দেখেই না। কিন্তু সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে মনটাই আসল। সত্যিকারের ভালোবাসা সবসময়ই অমর হয়ে থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit