যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার পাশেই দেখলাম একজন বিভিন্ন রকমের আংটি নিয়ে বসে রয়েছে। এগুলো কিন্তু সাধারণ কোন আংটি নয়। এগুলো জ্যোতিষীদের নির্দেশনা অনুসারে পড়ার আংটি। কোর্ট এলাকায় মনে হয় এই ধরনের আংটির বেচাকেনা বেশ ভালো হয়। কারণ এখানে যারা আসে তারা বেশিরভাগই বিপদগ্রস্থ হয়ে আসে।
এটি কোর্টে যাওয়ার রাস্তা। রাস্তাটা যদিও আজকে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। হয়তো রমজান মাসের কারণে এখন কোর্ট এলাকায় ভিড় কম। তবে এমনিতে এই রাস্তাটা খুবই জনাকীর্ণ থাকে।
এই ছবিটিও কোর্ট এলাকা থেকে তুলেছিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন একজন হকার রাস্তার পাশে কিছু কাপড়চোপড় নিয়ে বসে রয়েছে। অবশ্য কাপড়-চোপড় গুলো দেখে বোঝার উপায় নেই এগুলো কি পুরাতন না নতুন কাপড়চোপড়। কোর্ট এলাকার দরিদ্র মানুষজন সাধারণত এই সমস্ত জায়গা থেকে কেনাকাটা করে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90
---|---
স্থান | ফরিদপুর
ওয়াও! এই পোস্ট খুব সুন্দর ছিল। আপনি যে ছবি তুলেছেন, সেগুলো অসাধারণ। আপনার বর্ণনা দিয়ে স্থানের ভাব-বাসনা বেশ স্পষ্ট হয়েছে। আপনার প্রতিবেশীদের জীবনের এক নজর আপনার ব্লগ পোস্টে পেতে খুব ভালো লাগবে। আমি এই পোস্টটি অনুশীলন করা পাশাপাশি অনেক মজা পেয়েছি। ধন্যবাদ আপনাকে এই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য! 📸🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit