অসম্ভবকে সম্ভব করার অভিপ্রায়
জীবনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি । কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে, অসম্ভবের মধ্যে ও সম্ভব শব্দটি অস্তিত্ব রয়েছে । অসম্ভব পরিস্থিতিকে আপনি যত জানার চেষ্টা করবেন আপনার মনে অসম্ভবকে সম্ভব করার ততবেশি রাস্তা খুলে যাবে এবং সবশেষে তা আপনাকে সম্ভবের পৃথিবীতে নিয়ে যাবে।
যখন রাইট ভ্রাতৃদ্বয় প্রচার করলো যে তার ঐ হবে প্রথম মানুষ যারা আকাশে উড়বে, তখন অনেকেই বলতে থাকলো যে মানুষ কখনোই আকাশে উড়তে পারে না। এ পর্যায়ে তারা তাদের ইঞ্জিনবিহীন বিমানটিকে ক্লিক ডেভিড পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। অরভিল তার ভাইকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত? উইলবার রাইট বিমানের উন্মুক্ত সমক্ষ ভাগ থেকে জবাব দেয় সে প্রস্তুত। নিরাপদ ভাবেই শূন্যের মাঝে বিমানকে ভাসিয়ে দিয়ে উইল ভর্তার বিমানের পাখা বাঁকা করেন। তাৎক্ষণিকভাবে তিনি একটি প্রতিক্রিয়া অনুভব করলেন এবং আনন্দের শিহরিত হলেন।
কিন্তু বিমান যতই বাঁক নিতে থাকে তিনি নতুন এক অনিশ্চয়তার চিন্তিত হয়ে ওঠেন। তিনি ভারসাম্য নিয়ন্ত্রণকারী যন্ত্রটি প্রয়োজনমতো সমন্বয় করার চেষ্টা করেন এবং এতে সামান্য সাড়া পান। যদিও বিমানটি উল্টে গিয়েছিল এবং তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন তবুও তিনি নিরাপদ ভাবে এই বিমানটি নামিয়ে আনতে সক্ষম হন। এভাবে অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় তার সফল হন।
রাইট বিভ্রান্ত আকাশে উড়ার আগেই অনেকেই এই কাজটি করতে চেষ্টা করেছেন কিন্তু তাদের অনেক রাই তা করতে গিয়ে মৃত্যু হয়েছে। যখন দুই ভাই তাদের পরীক্ষামূলক উড্ডয়নের জন্য স্থান নির্বাচন করেন তখন তারা জানতেন যে অকৃতকার্য হতে পারেন সুতরাং তারা একটি নিরাপদ ভূমি খুঁজে বের করেন যেখানে পড়ে গেলেও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তারা ব্রিজের কিংবা খাড়া পাহাড়ের উপর থেকে জাম্প দেয়নি। তারা একটি বিশাল সমান্তরাল মাঠ খুঁজে বের করেন সেখানে শক্তিশালী বাতাস প্রবাহমান এবং সম্পূর্ণ উড়তে পারে পূর্ব পর্যন্ত সেখানে অনুশীলন করেন। যেহেতু তারা বুদ্ধিমত্তার সাথে ঝুঁকি গ্রহণ করেছিলেন তাই তারা মানুষের অসম্ভব ধারণাকে চিরতরে বদলে দিতে পেরেছিলেন।
তাই কোন কাজ করার প্রথমে ঝুঁকির পরিমাপ করুন, তারপর নিশ্চিত হন যে যদি আপনি অকৃতকার্য হন তাহলে আপনি যেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। হঠাৎ ঝুঁকি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার কাছে কিংবা আপনার ক্ষতি হলে তা সামলে নেওয়ার ক্ষমতা আপনার আছে। সবশেষে আমরা প্রস্তুতি নিন এবং সফলতার জন্য পুনরায় চেষ্টা করুন। মনে রাখতে হবে গতকালের অসম্ভব গুলো আজকের বাস্তবতা। রাইট ভ্রমণের গল্প থেকে শিক্ষা নিন যা আপনার প্রতিটি মুহূর্তে কাজে লাগতে পারে।আ
আজকে এখানেই শেষ করছি ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।
আপনার জন্য দুটি পরামর্শ, এই সকল বিষয়ে কিছু না লিখে নিজের দৈনন্দিন জীবনে ঘটনাসমূহ শেয়ার করেন তাতে আপনার লেখার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি সাপোর্ট পাওয়াটাও সহজ হবে এবং দুই ফটো শেয়ারের ক্ষেত্রে আরো বেশী সচেতন হতে হবে, কারন এই ফটোগুলো আপনি একটি পত্রিকা হতে শেয়ার করেছেন, যেটা কপিরাইটমুক্ত কিনা আপনি জানেন?
আর লেখাগুলো পূর্ণ ইউনিক না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
hello, you are part of the 500sp healing support, but remember to post in the steemit nursery community and always put your achievement 1 in the post. so you can keep increasing your steempower.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Ok,,,,,,mem
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit