অরবিট ও অরবিটাল নিয়ে কিছু কথা

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,,,,

আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে অরবিট ও অরবিটাল নিয়ে কিছু আলোচনা করব। আসলে রসায়ন ও জীববিজ্ঞান নিয়ে ভাবতে আমায় খুব ভালো লাগে, তাই আমি আপনাদের কাছে এই দুইটা বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করতেছি। আশা করি আমার পোস্ট গুলো আপনাদের ভাল লাগবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

difference-between-orbit-and-orbital.png

Source

অরবিট

পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তন এর জন্য কতগুলো নিদৃষ্ট শক্তি বিশিষ্ট স্থির কক্ষপথ বা শক্তি স্তর রয়েছে। এদেরকে প্রধান শক্তি স্তর শেল বলে। এ প্রধান শক্তিস্তরে অরবিট নামে পরিচিত।

বর পরমাণুবাদ অনুসারে শক্তি স্তর সমূহ ত্রিমাত্রিক বর্তুলাকার। অনেকটা দেখতে ফুটবলের মত গোলাকার আকৃতি। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর হলো প্রথম শক্তিস্তর বা প্রথম অরবিট K-শেল এক্ষেত্রে n=1। এটি সবচেয়ে ছোট। দ্বিতীয় শক্তিস্তর বা দ্বিতীয় অরবিট বা L সেল ক্ষেত্রেn=2। প্রথম অরবিট থেকে দ্বিতীয় অরবিট আকারে বড় । একই নিয়মে তৃতীয় ,চতুর্থ ও পঞ্চম অরবিট ক্রমান্বয়ে আকারে বড় হয়ে থাকে। এভাবে নিউক্লিয়াসের থেকে যত দূরে যাওয়া যায় আরবিটের আকার কত বড় হয়।

অরবিটাল

কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে থাকতে পারে আবার নিউক্লিয়াস থেকে দূরে থাকতে পারে। নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় অবর্তন ছিল নির্দিষ্ট শক্তি যুক্ত ইলেকট্রন মেঘের অবস্থান এর সম্ভাবনা 90-95 হয়ে যায়। ইলেকট্রন মেঘের সে এলাকাকে অরবিটাল বলে।

প্রকৃতপক্ষে অরবিটাল হলো তরঙ্গ ফাংশন যা দ্বারা কোন পরমাণুতে ইলেকট্রন এর অবস্থান বর্ণনা করা যায়। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তিস্তর বোঝানো হয়।

অথবা, নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে বলে। প্রকৃতপক্ষে নিউক্লিয়াসে চতুর্দিকে কক্ষপথে ঘুরনরত ইলেকট্রনের বিভিন্ন মুহূর্তের অবস্থানের ফটোগ্রাফ নিলে এটি বলার মত দেখায়। এ মেয়ে বল এর ঘনত্ব যেখানে বেশি থাকে তাকেই অর্থাৎ নিউক্লিয়াসে চতুর্দিকে ইলেকট্রন আবর্তন এর সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল ।বলে বলে ।

তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!