Diy "বিশেষ ক্রিসমাস সপ্তাহ"|| রঙিন কাগজ দিয়ে সুন্দর গিফট বক্স তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in hive-129948 •  3 years ago 

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @raju009 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, জানুয়ারি ০২/২০২২

আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা গিফট বক্স তৈরির পদ্ধতি উপস্থাপন করবো।চলুন শুরু করা যাক.....

IMG_20220102_121458.jpg

সর্বশেষ মূল ছবি

গিফট বক্স তৈরির প্রয়োজনীয় উপকরণ সমূহ

*A4 কাগজ
*কাইচি
*পেন্সিল
*গাম

তৈরির ধাপ সমূহ

IMG_20220102_101003.jpg

*প্রথম ধাপে আামি গিফট বক্স তৈরি সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।

🎁ধাপ - ০১🎁

IMG_20220102_104339.jpg
IMG_20220102_104406.jpg

*প্রথমে রঙিন কাগজের উপরে ১৫ সেন্টিমিটার করে স্কেল দ্বারা দাগ টেনে নেওয়ার পর সুন্দরভাবে কাইসি দ্বারা কাগজটি কাটা শুরু করি।

🎁ধাপ - ০২🎁

IMG_20220102_101650.jpg

*প্রত্যেকটি রঙিন কাগজ যখন কাটা হয়ে গেল, তখন সবগুলো একত্রিত করে একটা সুন্দর ছবি তুললাম।

🎁ধাপ - ০৩🎁

1641140026028.png

*এবার কাটা রঙিন কাগজ টি ধাপে ধাপে ভাজ করে নিতে হবে।

🎁ধাপ - ০৪🎁

1641140074298.png

*এবার ওই ভাঁজ করা কাগজটি লম্বা করে চারি সাইডে ভাঁজ করতে হবে।

🎁ধাপ - ০৫🎁

1641140170267.png

*তারপরে লম্বা করে দুই সাইডে কাগজ বের করে নিতে হবে।তারপরে কাগজটি ধাপে ধাপে ভাগ করে বক্স তৈরি করতে হবে।আপনারা যদি এইভাবে গিফট বক্স তৈরি করতে চান তাহলে আপনাদের ও এই ভাবে ধাপে ধাপে ভাজ করে সুন্দর করে কাইচি দ্বারা কেটে নিতে হবে।

🎁ধাপ - ০৬🎁

IMG_20220102_105048.jpg

*আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা গিফট বক্স তৈরি করার পরে আলাদা করে রেখে ছবি তুলেছি।

🎁ধাপ - ০৭🎁

1641140231037.png

*এবার গিফট বক্সটি সৌন্দর্য আনার জন্য আমি একটি সাদা পেজ নিয়ে খাইচি দ্বারা কেটে নিয়েছি।তারপরে রঙিন কাগজ লম্বা করে চিকন ভাবে কেটে গাম দ্বারা সাদা পেজের উপরে সুন্দর ভাবে মেরে দিয়েছি।

🎁ধাপ - ০৮🎁

1641140289756.png

*এবার গিফট বক্স গুলো সুন্দর ভাবে সাদা কাগজের উপরে ধাপে ধাপে গাম দ্বারা লাগানো হচ্ছে।

🎁ধাপ - ০৯🎁

IMG_20220102_114147.jpg

*এবার গিফট বক্সটি আলাদা করে,খুব সুন্দর ভাবে গিফট বক্সটি ছবি তোলা হয়েছে।

🎁ধাপ - ১০🎁

1641140463224.png

*এবার আমি চার ধাপের এই গিফট বক্সটি সুন্দরভাবে ধাপে ধাপে আটকাবো।

🎁ধাপ - ১১🎁

IMG_20220102_121506.jpg

*গিফট বক্সটি আটকানো হয়ে যাবার পরে আমি সুন্দর ভাবে আলাদা করে একটি ছবি তুলেছি।

🎁ধাপ - ১২🎁

*গিফট বক্সটি আমি আরো সুন্দর করার জন্য, আমি গিফট বক্সের মতো আরেকটি ছোট বক্স তৈরি করেছি।এই ছোট বক্সটি আমি গিফট বক্সের মাথার ঢাকনা হিসেবে ব্যবহার করব।গিফট বক্সটি দেখতে এবার অনেক সুন্দর দেখাচ্ছে।

1641140480443.png

🎁ধাপ - ১৩🎁

IMG_20220102_193534.jpg

🎁আমার নিজের সাথে গিফট বক্সের একটি ছবি 🎁

*গিফট বক্স তৈরির পুরো ধাপ গুলো সুন্দর ভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।আমি যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি তো প্রথমে ভেবেছি এটি সত্যি সত্যি একটি বক্স ।এখন জানতে পারলাম এটি আপনার বানানো একটি গিফট বক্স ।কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি গিফট বক্স তৈরি করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই বুঝতে পারলাম আপনি কিভাবে বক্স টি তৈরি করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বক্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ।আমি চেষ্টা করব সামনের দিনগুলো আরো সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে উপহার দেওয়া।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন। দেখে ভালো লাগছে। এটি বানানো একটু জটিল মনে হয়েছে আমার কাছে। কিন্তু আপনি খুব সুন্দর করে এটি বানিয়েছেন যার কারণে দেখতে এত চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গিফট বক্স তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপু আপনার মূল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ।

মনেই হচ্ছে না যে এটি আপনি রঙিন কাগজ দিয়ে নিজের হাতে তৈরি করেছেন মনে হচ্ছে বক্সটি আপনি সত্যি সত্যি গিফট পেয়েছেন। খুব সুন্দর হয়েছে আপনার কাগজের তৈরি বক্সটি। এখন বক্সে করে কোন গিফট নিয়ে প্রিয় মানুষকে দিয়ে আসেন ।বক্সের কালারটা খুব সুন্দর হয়েছে।

এমন সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।