এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in hive-129948 •  3 years ago 

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @raju009 বাংলাদেশ থেকে
আজকে সমবার, জানুয়ারি ১০/২০২২

আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করবো।চলুন শুরু করা যাক.....

IMG_20220109_193044.jpg

সর্বশেষ মূল ছবি

ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ সমূহ

*A4 কাগজ
*কাইচি
*পেন্সিল
*গাম

ফুল তৈরির ধাপ সমূহ

🌷ধাপ - ০১🌷

IMG_20220109_184816.jpg

*প্রথম ধাপে আামি ফুল তৈরি সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।

🌷ধাপ - ০২🌷

IMG_20220109_184935.jpg

*ফুল তৈরির জন্য স্কেলের সাহায্যে কাগজের উপর দাগ কেটে নিলাম।

🌷ধাপ - ০৩🌷

IMG_20220109_185133.jpg

*দাগকাটা শেষ হয়ে গেলে সুন্দরভাবে কাইচি দিয়ে কাটা শুরু করে দিলাম।

🌷ধাপ - ০৪🌷

IMG_20220109_185414.jpg

*সবগুলো কাগজ কাটা হয়ে গেলে কাগজগুলো কে একত্রে এক জায়গায় রাখলাম।

🌷ধাপ - ০৫🌷

1641825500404.png

*ফুল তৈরি করার জন্য কাগজগুলো কে বিভিন্ন ধাপে ধাপে ত্রিভুজ আকৃতি করে ভাজ করে নিলাম।রঙিন কাগজ ভাজ করার দিকে একটু মনোযোগী হতে হবে। কারন যদি আপনি প্রত্যেকটি কাগজ একই রকম করে ভাঁজ করতে সক্ষম হন,তাহলে আপনার তৈরীকৃত ফুলটি দেখতে অনেক সুন্দর লাগবে। আর যদি সেটি করতে না পারেন, তাহলে আপনার ফুলটি দেখতে ভালো লাগবে না।ফুল তৈরি করার জন্য এই ধাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ।

🌷ধাপ - ০৬🌷

1641825567521.png

*এবার গাম দ্বারা ত্রিভুজটি সুন্দর ভাবে আটকানো হল।

🌷ধাপ - ০৭🌷

IMG_20220109_190238.jpg

*তারপরে সবগুলো ত্রিভুজ আকৃতির ফুল এক জায়গায় করে সুন্দর করে একটি ছবি তুললাম।

🌷ধাপ - ০৮🌷

1641834110500.png

*এবার ত্রিভুজ আকৃতির একটি ফুলের ওপরে গাম দ্বারা ধাপে ধাপে ফুলগুলো লাগানো হলো।আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো আমি কত সুন্দর ভাবে গাম দ্বারা একের পর এক লাগিয়েছি।আপনারা যদি এইভাবে ফুল তৈরি করতে চান তাহলে আপনাদের ও এই ভাবে ধাপে ধাপে ভাজ করে সুন্দর করে কাইচি দ্বারা কেটে নিতে হবে।তাহলে আপনারা আমার মত সুন্দর ভাবে ফুলটি তৈরি করতে পারবেন।

🌷ধাপ - ০৯🌷

IMG_20220110_225501.jpg

*🌷 আমার নিজের সাথে ফুলের একটি ছবি 🌷

*ফুল তৈরির পুরো ধাপ গুলো সুন্দর ভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।আমি যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এরকম একটি ফুল তৈরি করে কোন কিছুর উপরে লাগালে সেটি দেখতে আরো সুন্দর লাগবে। তাছাড়া আপনি খুব সহজেই ফুলটি তৈরি করেছেন তা আপনার তৈরি করার পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সহজ ভাবে একটি ফুল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার মূল্যবান মতামতের জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি ফুল আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন ভাই। আপনার এই ফুলটি দেখতে চমৎকার লাগছে এবং রঙ্গিন কাগজ ব্যবহার করায় আরো আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি ফুল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ফুল বানিয়েছেন ভাইয়া।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপু আপনার মূল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে আরো ভাল ভাল কাজ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

খুবই সহজ উপায়ে এবং অনেক স্বল্প সময়ে একটা কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে অবশ্য ভালোই লাগছে। ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা রই।

আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।

Please remove your delegation to steem.skillshare following the user's abuse of the community account and booming support. More details can be found below:

https://steemit.com/hive-108572/@endingplagiarism/another-admin-abusing-their-position-with-booming-support-milakz

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। ফুলটি দেখতেও বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

ভাইয়া আপনাকে ধন্যবাদ।আমাকে এমন সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য।

@raju009 আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুনরায় স্বাগতম জানানো হচ্ছে। আপনি যদি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ ব্লগার হতে চান,
তাহলে কমিউনিটির Discord এ এসে লেভেল -১ এর ক্লাসে জয়েন হন। এই সুযোগ অল্প সময়ের জন্য চালু থাকবে। ধন্যবাদ আপনাকে।