শুভ সন্ধ্যা,
শুধু আমি না, তুমিও সফল হবে
আসলে আজ আমি আপনাদের সাথে আমাদের প্রত্যাহিক কাজের পিছনে সফল হওয়া না হওয়ার বিষয় গুলোই আলোচনা করব। আপনার কোনো কাজ করতে ইচ্ছা করছে না তাহলে আপনাকে ভেবে নিতে হবে, মনঃস্থির করতে হবে মনে বিশ্বাস দৃঢ় করতে হবে যে যে কোনোমূল্য আমাকে কাজ করতেই হবে। হাজারো বাঁধা যেন আমাকে আমার একাগ্রতা থেকে সরাতে না পারে। ধরেন প্রতিদিন আপনি সকাল বেলা বা আপনার নিদিষ্ট সময়ে মনে মনে বলেন আমি অনেক বড় হবো একদিন দেখবেন আপনি অনেক বড় হয়েছেন। কেন জানেন আপনার মাথায় বড় হওয়ার বিষয়টি সেট আপ হয়ে গেছে। আপনি ঐ কাজ না করে আসলে থাকতে পারবে না। দেখেন আমরা যারা সৃষ্টিকর্তার ইবাদত করি প্রতিনিয়ত । তারা দেখবেন এক ওয়াক্ত ইবাদত বাদ গেলে কেমন লাগে। কারণে এইটা আমাদের মাথায় গেঁথে গেছে,মিস গেলে অস্থির লাগে, বিচলিত মনে হয়। ধরুন আপনার কিছু খারাপ অভ্যাস আছে এগুলো আপনি বাদ দিতে পারছেন না। কিন্তু আপনি যদি নিয়মিত বাদ দেওয়ার কথা চিন্তা করেন একদিন ঠিক বাদ পারবেন শুধু লাগবে প্রচেষ্টা । আচ্ছা আমরা সবাই সম্রাট বাবরের একটা গল্প জানি যে ওনার ছেলে হুমায়ন একবার অনেক অসুস্থ হয়েছিলেন কিন্তু তিনি তার আরোগ্য এতো একাগ্রতা চিত্তে কামনা করলেন যে তিনি ছেলের অসুখ নিজের মধ্যে টেনে নিলেন।
অর্থাৎ আমাদের শুধু ইচ্ছা করলে হবেনা দৃঢ় ভাবে ইচ্ছা করতে হবে ও বিশ্বাস করতে হবে। তাহলেই আমরা কৃতকার্য হতে পারব। তখন সাধনা চলে আসবে ভিতরে, দুঃখ ভিতরে আসবে না, অভাবে দমে যাবে না,তখন এক অসীম বলে, নিরবচ্ছিন্ন সাধনার মাধ্যমে আমরা নিজের পথ নিজেই আবিষ্কার করতে পারব। অর্থাৎ বিশ্বাস ও দৃঢ চিত্তের সামনে অসম্ভব সম্ভব হয়ে পড়ে। আমার সাধনায় আমাকে জয়ি হতে জলে আমার সমস্ত ধ্যান ধারনা আমার কর্মে ঢেলে দিতে হবে। প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে বিজয়ের মালা আমার হাতেই উঠবে। তখনি মাত্র বলা সম্ভব আমি বিজয়ী
আমি @raju47 @amarbanglablog-কে অনেক ভালোবাসি এবং এখানে দীর্ঘদিন কাজ করার ইচ্ছা আছে। আজকের মত এভাবে আমি আমার কাজ করে যাবো আপনাদের সাহায্য সহযোগিতায়। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি আমার কাজ এভাবেই চালিয়ে যেতে পারি ,আপনাদের কিছু শিখাতে পারি ,আপনাদের থেকে কিছু শিখতে পারি এবং আপনাদের মনে আনন্দ যোগাতে পারি।
সফলতা নিয়ে আপনি বাস্তব কিছু কথা তুলে ধরেছেন। আসলে লেগে থাকলে, পরিশ্রম করলে সফলতা কেউ দমিয়ে রাখতে পারবেনা শুধু দরকার কাজের প্রতি একাগ্রতা, ভালবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলতার সব কয়টি পর্যায় তুলে ধরেছেন। বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে আমার বাংলা ব্লগে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো রাখছে ভাই যে আমি অল্প কথার মাঝে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুপ্রেরণা মূলক বাক্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। সুতরাং আমিও সাপোর্ট করছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি সফলতা বিষয়টা নিয়ে অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন।পড়ে আমার অনেক ভালো লাগলো।আপনার জন্য শূভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ বুঝতে পারার জন্য ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক ভাল কথা বলছেন শুধু ইচ্ছা থাকলে হবেনা ইচ্ছা এবং বিশ্বাস এ দুটো থাকতে হবে। আমার আপনি সফলতা বিষয়ে বক্তব্য তুলে ধরেছেন ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit