ফটোগ্রাফি স্মৃতিচারণ (10% beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago 

প্রিয় বন্ধুরা।

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার কিছু স্মৃতি শেয়ার করবো আপনাদের সাথে।দীর্ঘদিন অসুস্থতার কারনে আপনাদের মাঝে আমি নিয়মিত কোনো কিছু নিয়ে আসতে পারিনি তার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনারা সবাই আমাকে যেভাবে উৎসাহ দেন সেই তুলনায় আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আমার হাজির হওয়া উচিত ছিলো।কিন্ত আমি পারিনাই। আজকে আমি আমার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো,আশা করি আপনাদের ভালো লাগবে,আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক.........

স্মৃতিচারণ

স্মৃতিচারণ.jpg

ডিভাইসঃSamsung galaxy j5 prime
ইডিটঃCanva.com

গ্রামের বাড়ির কিছু দৃশ্য

এটি ছিলো আমার বাড়ির পাশেই একটা নতুন পুকুরের ছবি,এই পুকুরের পারে শাক সবজির বিভিন্ন গাছ লাগানো ছিলো। ভোর সকালে বের হয়ে এই দৃশ্য দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়।একদিন সকালেই এই ছবিই উঠিয়েছিলাম আমি। আজ তা আপনাদের সাথে শেয়ার করলাম।ছবিটা উঠাইছিলা ২০২০ সালের মার্চ এপ্রিলের দিকে।

IMG_20200623_151223-01.jpeg

গ্রীষ্মের আকাশ

গ্রীস্মাকালে তাপদাহ রোদ সম্পর্কে মোটামুটি সবারই ধারনা আছে।এই সময়টাতে প্রচন্ড রোদ গরম হয়,আর সেই সময় আকাশ বেশ পরিষ্কার থাকে। বিকেলের দিকে আকাশের দিকে তাকালে দারুন লাগে,লক্ষ করলে দেখবেন আকাশে কিন্ত সাদা মেঘের ভেলাও ভেসে বেড়ায়। আমি সেই সময়ই এই ছবি উঠিয়েছিলাম।
IMG_20200705_084829-01.jpeg

আমার বেলকুনিতে বড়ই গাছের

আমি যে রুমে থাকি ওই রুমের বেলকুনি আছে।গ্রামে বাড়ি হওয়ায় আমাদের বন্যার ভয়ে বাড়ি তুলনামূলক একটু উচু করতে হয়,সেহেতু আমার বেলকুনিও মোটামুটি উচুতেই।আর আমার বেলকুনির পাশেই একটা বড়ই গাছ আছে যা আমার বেলকুনি ভেতরে ঢুকে পড়েছে বড় হয়ে। এই ছবিটা ২০১৯ সালে উঠানো তারিখ টা আমার ঠিক মনে নেই। তখন বড়ই গাছে ফুল আসতে শুরু করেছিলো সব জায়গায়।

IMG_20191211_100956-01.jpeg

ঢাকার আকাশ

আমি এবার একটা কাজে ঢাকায় গিয়েছিলাম। তখন বর্ষাকাল ছিলো। আমি গিয়ে ১ সপ্তাহ ছিলাম। মাঝে মাঝেই হুটহাট বৃষ্টি শুরু হয়ে যায়। আমি যেদিন বাসায় আসবো সেদিন বিকেলে আকাশ অনেক কালো মেঘে ঢেকে এসেছিলো।আর সেই সময়ই আমি এই ছবি তুলে ফেলি।

20211018_111958.jpg

যেদিন ঢাকায় পৌছাইলাম।

ঢাকার উদ্দেশ্যে আমি রাতে গাড়িতে উঠেছিলাম,৭ ঘন্টা যাত্রা শেষে আমি সকালে ঢাকায় পৌছাইলাম। উঠেছিলাম আমার এক বন্ধুর বাসায়। ওরা কয়েকজন এক সাথে থাকে। বেশ আড্ডা জমে উঠেছিলো কয়েকদিন। আমি তখনকার কোনো ছবি সংগ্রহ করতে পারিনাই।আজকে গ্যালারী থেকে এই দুইটা ছবি পেয়েছি। আমার জন্য সকাল বেলা খাবার আনতে গিয়েছিলো একটা রেস্টুরেন্টে । ওটা সম্ভাবত শ্যামলী ৬০ ফিট এলাকার কলাপাতা নামক একটা রেস্টুরেন্টের খাবার ছিলো।আমার অসম্ভব ভালো লেগেছিলো যার জন্য পরবর্তীতে আমি আবারও গিয়েছিলাম।

20211013_152856.jpg

20211013_153354.jpg

আমার আজকের সংক্ষেপ ফটোগ্রাফি স্মৃতিচারণ আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। অসুস্থতার কারনে খুব ভালোভাবে আপনাদের সামনে আসতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তীতে সবকিছু ঠিকঠাকভাবে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই,নিজের খেয়াল রাখবেন সবসময়।

ধন্যবাদ সবাইকে

Raju47 amarbanglablog.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আমি রাজু ভাইয়ের সুস্থতা কামনা করছি কেননা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আপনি নতুন করে যেহেতু আবার কাজ শুরু করলেন আপনার জন্য প্রথমে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আপনি ফটোগ্রাফি দারুন করতে পারেন, আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ঢাকা শহরের অসীম আকাশ এবং গ্রামের বাড়ির কিছু দৃশ্য এবং প্রত্যেকটা ফটোগ্রাফি একদম প্রফেশনাল লেভেলের ছিল।ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রত্যেকটা ফটোগ্রাফি খুব চমৎকার তুলেছেন বিশেষ করে গ্রীষ্মের আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর আকাশ কি আর বলব খুব সুন্দর লাগছে দেখতে। অনেক ভালো লাগলো প্রত্যেকটি ফটোগ্রাফি।

  ·  3 years ago (edited)

আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভাল হয়েছে ভাইয়া। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে। তবে এর মধ্যে বিশেষ করে আমার কাছে প্রথম ছবিটা গ্রামের বাড়ির প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া আপনি খুবই চমৎকার হবে গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো তুলে ধরেছেন। গ্রামের বিভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। চোখ জুড়ানো ফটোগ্রাফি। গ্রামের বাড়ির দৃশ্যটি দেখতে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার প্রত্যেকটি ছবি ভালো হয়েছে কিন্তু এর মধ্যে সবচাইতে বেশি আমার কাছে ভালো লেগেছে আকাশের ছবিটি। একদম পারফেক্ট হয়েছে ছবিটি সবদিক দিয়ে অ্যাঙ্গেল ঠিক ছিল। আমিও মাঝে মাঝে আপনার মতো এমন ছবি তুলি কিন্তু আপনার মত এত ভাল হয় না। যাইহোক ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য এভাবে এগিয়ে যান সামনের দিকে এই কামনা করি।

প্রতিটা ছবি অসাধারণ হয়েছে। কাছে তো সবচেয়ে বেশি প্রথম আর দ্বিতীয় ছবিটা অনেক ভালো লেগেছে। আকাশের ছবিটা দেখে মনে হচ্ছে যেন অনেক গভীর একটা দৃশ্য মতন। সব মিলিয়ে অসাধারণ ছবি তুলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

গ্রামের বাড়ির দৃশ্য এবং গ্রীষ্মের আকাশ এ দুটি ছবি খুবই চমৎকার হয়েছে। আপনার গ্রামের বাড়ির ছবিটি দেখে মনে হচ্ছে আপনাদের গ্রামটা অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছপালা এবং পুকুরের টলটলে পানি দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাইয়া এবং আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ।