DIY-এসো নিজে করি একটি ঘোড়ার চিত্রাঙ্কন।(10% beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান রাব্বুল আল-আমীন এর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হলো অসুস্থতার কারনে আমি আপনাদের সাথে কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটিও ভালো আছি,সুস্থ আছি। আজ থেকে ইনশাল্লাহ আপনাদের আমি নিয়মিত অনেক কিছু শেয়ার করবো।কথা হবে,আড্ডা,গান হবে। আজকে আমি একটি ঘোড়া আর্ট করেছি।আর এর বিশেষত্ব হলো আমি এটি কলম দিয়ে আর্ট করেছি। বিশেষ বলছি এই কারনে যে,পেন্সিল দিয়ে আর্ট করার সময় অনেক কিছু ভুল হয়ে গেলে মুছে ফেলার অপশন আছে কিন্ত কলম দিয়ে আর্ট করতে গেলে সেই সুযোগ নেই। কলম দিয়ে যাই আর্ট করিনা কেন,তা খুবই দক্ষতার সাথে আর্ট করতে হবে। আমি আগে থেকেই পশুপাখি খুব ভালো আর্ট করতে পারতাম। আর সেই জায়গা থেকেই আজকে কলম দিয়ে আর্ট করার সাহস করেছি।খুবই সাদামাটাভাবেই আর্ট করেছি যদিও,আশা করি আপনাদের ভালো লাগবে।আর হ্যা ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন,কারন আপনাদের একটি মন্তব্য আমার উৎসাহের বড় কারণ। যাই হোক,চলুন শুরু করা যাক.........

একটি ঘোড়ার চিত্রাঙ্কন

20211230_000836.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

উপকরণ
  • সাদা একটি পৃষ্ঠা
  • কলম
    আর কিচ্ছু না হিহিহি

ধাপ-১

প্রথমেই আমি সাদা পৃষ্ঠায় ঘোড়ার মাথার অংশের কিছু অংশ আর্ট করে নিলাম.........এভাবে,

20211229_234651.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-২

এবার আমি ঘোড়ার পিঠের অংশ আর্ট করে নিলাম খুব সাবধানতার সাথে। আমি জানি আমার আর্ট কোনো সিস্টেম এর মধ্যেই পরেনা।আমি নিজের মতো করে আর্ট করি।

20211229_234936.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-৩

এবার আমি খুব সাবধানতার সাথে ঘোড়া লেজ এবং পেছনের দুই পায়ের মধ্যে একটি আর্ট করে নিলাম।

20211229_235403.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-৪

এবার পেছনের অপর পা সহ ঘোড়ার পেটের নিচের অংশ আর্ট করে নিলাম। ঘোড়ার শেপ মোটামুটি ভালো ভাবেই বোঝা যাচ্ছে এবার।

20211229_235729.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-৫

এই ধাপে আমি ঘোরা সামনের পা খুব সুন্দর করে আর্ট করে নিবো।আমি আগেই বলে রেখেছিলাম কলম দিয়ে আমি খুব সাদামাটাভাবে আর্ট করেছি যতটুকু পেরেছি।

20211230_000034.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-৬

এবার সামনের পা সহ ঘোড়ার সব অংশ আর্ট করে নিয়েছি মোটামুটি। এরপর শুধু চোখ আর কিছু অংশে স্যাডো যোগ করবো।

20211230_000307.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime

ধাপ-৭

অবশেষে

ঘোড়ার চোখ এবং নাক আর্ট করে দিয়ে,ঘাড়ের এবং উপরে কিছু বড় বড় লোম আর্ট করে দিলাম যেন দেখলে মনে হয় দুরন্ত গতিতে ছুটে চলা ঘোড়া।কলম দিয়ে যতটুকু সম্ভব করেছি।

20211230_000843.jpg

আমার আজকের চিত্রাঙ্কনটি আশা করি আপনাদের ভালো লাগবে।আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টা দেয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন,আর যদি ভুলত্রুটি হয়ে থাকে তাহলেও বলে যাবেন,যেন আমি পরবর্তীতে ঠিকঠাকভাবে সুন্দর কোনো চিত্রাঙ্কন আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই,ভালো রাখবেন আশেপাশের সবাইকে।

ধন্যবাদ সবাইকে

Raju47 amarbanglablog.jpg

আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর করে আপনি ঘোড়ার চিত্রটি অঙ্কন করেছেন। কারণ প্রথমে আপনি ঘোড়ার মাথা টা একে নিয়েছেন। তারপর ঘোড়ার শরীর এঁকেছে। সবমিলিয়ে খুবই সুন্দর হয়েছে আপনার পোস্টটি কারণ এটি খুবই চমৎকার লাগছে।ধন্যবাদ

  • ভাই আপনার ঘোড়া চিত্রটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে ঘুরায় চিত্রটি অঙ্কন করেছেন, বিশেষ করে ঘোড়ার লেজেটা আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ঘোড়াটি অংকন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

পেন্সিল দিয়ে আঁকা ঘোড়ার স্কেচ তৈরি খুবই সুন্দর লাগছে। স্কেচে দেখা যাচ্ছে ঘোড়াটি দৌড়ে যাচ্ছে। মনে হচ্ছে পাগলা ঘোড়া ছুটে চলছে। চিত্রাঙ্কনের প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল ভাইয়া।

ঘোড়াটি দারুন। কলম দিয়ে একেঁছেন মনে হচ্ছে।লেজ এটি একেবারে বাস্তব মনে হচ্ছে। ঘোড়ার ঘাড়ের কাছে পশমগুলো সুন্দর ফুটিয়ে তুলেছেন। সুন্দর ধন্যবাদ।

ঘোড়াটি আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে আপনার ঘোড়ার আর্টি। মানে হচ্ছে সত্যি কারের একটি ঘোড়া অনেক জোরে দৌড়াচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু বার বার ব্যার্থ। আপনার আর্ট দেখে আমার খুবই ভালো লাগছে এবং আবারো সাহস পেলাম এবং বুজলাম যে চেষ্টা করলে সম্ভাব হবে।

ভাই খুব সুন্দর হয়েছে আপনার আকা ঘোড়ার এই চিত্রাঙ্কন টি। খুবই চমৎকার ভাবে কয়েকটি ধাপে আপনি ঘোড়া টি অংকন সম্পন্ন করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা আপনার জন্য।

ছবি আঁকার নামে অনেকেই অনেক ফালতু জিনিস দিয়ে রাখে এই কমিউনিটিতে কিন্তু আপনার ঘোড়ার চিত্রটি আসলেই অনেক সুন্দর হয়েছে। একদম জীবন্ত ঘোড়ার মতোই মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।