অভাব যখন দুয়ারে(10% beneficiaries to @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)
শুভ দুপুর,
আমার @amarbanglablog-এর ভালোবাসার মানুষগুলো। আপনাদের অনুপ্রেরণায় আমার কাজ অনেক সুন্দর চালিয়ে যেতে পাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইলো।

অভাব যখন দুয়ারে

                দেলোয়ার রহমান রাজু 

pexels-photo-68812.jpeg
Image Source pexels


অভাব যখন দুয়ারে আসে,
সময় কাটে না কিছুতেই।
চিন্তিত সময় বার বার ঘুরে ফেরে,
অভাগার মুকুটের মাঝে।
তখন সুদূরে অনল বহিয়া চলে,
কিন্তু আশার প্রদীপ না জলে,
প্রাণউজ্জ্বল আলোর শিখা নিয়ে।

মরিতে আসিয়া বসিয়াছিল মোর,
ভাঙ্গা কপালে।
হেন কাল কিছুতেই মন মোর না ভোলে,
সময়ের কনিকায় দুঃখের মরণ শিখা!
তেই ভাবি বসে একেলা নিরালায়,
মন মোর ছুটে চলে বাশ বাগের অজশ্র ছায়ায়।

তখনি পাই প্রশান্তির ছিটেফোঁটা,
মগজে আনিয়া সুচিন্তা ,
খেটে খাওয়া রদ্রে পোড়া মাটির মানুষদের কথা।
মন নাহি বড় কর লোভের বেড়াজাল বুনে,
চিন্তা কর নিরালায় বসিয়া
দিন পেরিয়ে অন্ধকার নামিয়ে এলে।

মাটির সাথেই খাটি প্রাণ,
মিশে আছে অশ্রুসিক্ত নয়নে।
ভাব তাহাদের কথা অভাবকে উপেক্ষা করে।।

ধন্যবাদ সকলকে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqsCY5TBfusaZP6jGAk73Dfyzn6esbKJTxtMc522LxkAw9wRL5ET9npV48TiB4vGuRuqY9e3QcHFqDj7g1H7HM8hYR9Hx.jpeg

hellow, বন্ধুগণ আমি দেলোয়ার রহমান রাজু। আমি অঅর্থনীতি নিয়ে গবেষণা করতে খুবই ভালোবাসি, তাই নিজ উদ্যোগে গবেষণা চালিয়ে যাচ্ছি। গ্রামের দুঃখজনক স্মৃতি থেকে শহরে এসেছি। জানি না গ্রামের বাড়িতে কোন দিন ফিরতে পারবো কি না। তবে খুব চেষ্টা করতেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য।

খুবই ভালো লাগছে @amarbanglablog- এর সঙ্গে যুক্ত হতে পেড়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গবেষণা চালিয়ে যান একদিন আলোর মুখ দেখবেন। পরিশ্রম করলে সফল হবেন

জাযাকাল্লাহ, মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

অভাব নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে।আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

আল্লাহ্ আপনাকে জাযাকাল্লাহ দান করুক। সুন্দর মন্তব্যের জিন্য।

কথিত একটি কথা আছে, যখন অভাব আসে তখন ভালোবাসাও জানালা দিয়ে পালায়। আপনি খুব সুন্দর হবে এই অভাব নিয়ে কবিতা লিখেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

ভাল হয়েছে কবিতাটি

ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ

অভাব মানুষকে চরম বাস্তববাদী করে তোলে।অভাব নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

সমাজের কঠিন বাস্তব চিত্র তুলে ধরেছেন। খুব সুন্দর ।শুভেচ্ছা অবিরাম