বসন্ত নয় অবহেলা (১০% বেনিফিট @shy-fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি কবিতা আবৃতি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটি আমার খুবই পছন্দের একটি কবিতা। যদিও আমার নিজের লেখা কোনো কবিতা আবৃতি নিয়ে আসা উচিৎ ছিলো,দোয়া রাখবেন আমি পরবর্তীতে আমার নিজের লেখা কোনো কবিতা আবৃতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আজকের কবিতাটির মূল বিষয়বস্ত হল অবহেলা। আর অবহেলা কে কেন্দ্র করেই আজকের আবৃতি।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক......

বসন্ত নয় অবহেলা

কবিতার নামবসন্ত নয় অবহেলা
অ্যালবামবসন্ত নয় অবহেলা
আর্টিষ্টসৌমিত্র চট্রোপাধ্যায়
মিউজিকFlute World/Selim Reza
লিরিক্সদর্পন কবির
আবৃতিRaju47(Dilowar)
বসন্ত নয় অবহেলা

বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা।
ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত!
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা।
মধ্য দুপুরের তির্যক রোদের মতো,
অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা।
আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম,
আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না
ছিলো না।
বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়,
তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত।
আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম,
তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষ্‌
উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়
কি মিলেছিলো?
ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল অবজ্ঞা।
তাও সয়ে গিয়েছিলো একটা সময়,
ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রে্‌
তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা
বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না।
জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি,
হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়ত্‌
বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো
এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হবো, সেই অমিত শক্তিও আমার ছিলো না।
মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না।
শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা ।
হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে
তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো।
হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে
ওইটুকুই আমার যা পাও...
আমি ঝড়ে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া
তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে
উপেক্ষার দেয়াল ডিঙিয়ে
ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি
এ কথা জানে শুধু অন্তর্যামী।

আমার আবৃতি করা কবিতাটি আশা করি আপনাদের ভালো লাগবে,আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকবেন,সচেতন থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Blue Red Classic Watercolor Americana Veterans Day Folded Card (2).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সত্যি খুব সুন্দর আবৃত্তি করতে পারেন আপনি একদম মন ছুয়ে যায় আপনার আবৃত্তি শোনে। কি যে বলব আমি বুঝতে পারছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  ·  3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু এভাবে সুন্দর উতসাহমূলক মন্তব্য করার জন্য।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

আপনার কবিতা আবৃত্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে আপনি আবৃত্তি করেছেন ভাইয়া। সত্যিই অসাধারণ ছিলো। আপনার গলা অসাধারণ। খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার আবৃত্তির কন্ঠ তো দারুন। চালিয়ে যান আরো শুনতে চাই কবিতা।ধন্যবাদ।

আরও শুনাবো ভাইয়া ইনশাল্লাহ। ধন্যবাদ