আমার সকল DIY পোস্ট এর রিভিউ।(10% beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ওসালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ার অশেষ রহমতে সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের এই বিশেষ দিনে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমি আমার সকল DIY পোস্ট এর রিভিউ দিতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।আজকে এক রকম স্মৃতিচারণ ও হয়ে যাবে। কথা না বাড়িয়ের চলুন শুরু করা যাক......

আমার সকল DIY পোস্ট এর রিভিউ

Amar bangla blog Raju47.jpg

মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
রিসাইজঃCanva.com

ধাপ-১

আমার সর্বপ্রথম চিত্রাঙ্কন/DIY পোস্ট ছিলো কলম দিয়ে আর্ট করা একটি গোলাপ ফুলের চিত্রাঙ্কন।
পোস্ট লিঙ্কঃ# DIY (এসো নিজে করি।)গোলাপ ভালোবাসার প্রতিক (10% beneficiaries to @shy-fox)

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9SVdMwMrUe5WbjSvdB4FRv1TxW5FH8eA1wFuSLb6r6UgeH59rpejCPHKrSUFvhbQojDL5gRLUwZS8qDtNomfzti25Je.jfif

ধাপ-২

তারপর আমার যেসব চিত্রাঙ্কনে সবার কাছে থেকে আমি খুব ভালো উৎসাহমূলক প্রশংসা পেয়েছি সেগুলো হলো-

20220101_233159.jpg20220101_233114.jpg
IMG_1372.JPG20211129_192223.jpg
ধাপ-৩

এগুলো ছিলো আমার ত্রিমাত্রিক চিত্রাঙ্কন। এগুলো আমি মূলত #rme দাদাকে উদ্দেশ্য করেই আর্ট করেছিলাম,কিন্ত আলাদা আলাদা করে।আজকে তিনটি শব্দ এক জায়গায় করে নিলাম।

joshua-bartell-6vvIBTvL90A-unsplash.jpg

ধাপ-৪

আমার খুব প্রিয় চিত্রাঙ্কনের মধ্যে ছিলো এই কয়টা চিত্র।

20211110_210441.jpg20220101_232733.jpg
20220101_232817.jpg20220101_233304.jpg
20220101_233248.jpg20220101_233237.jpg
ধাপ-৫

আমার নিজের কাছে মনের মতন করে চিত্রাঙ্কন করতে পেরেছি এই চিত্রটি।

20220101_233019.jpg20220101_232756.jpg
ধাপ-৬

প্রথমবারের মতো আমি আমার পছন্দের ফুলের ছবি আর্ট করেছিলাম,যা আমার উৎসাহের বড় কারন।সবাই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনেকভাবে উৎসাহ দিয়েছিলো যা খুবই ভালো লাগার।

20220101_233032.jpg20220101_233049.jpg
ধাপ-৭

এটি ছিলো আমার নিজের চেহারার চিত্রাঙ্কন।মনে হয় সবার কাছে পৌছায়নি। অনেকেই দেখেছেন সুন্দর উৎসাহমূলক মন্তব্য ও করেছেন।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLQLpxTDD4PV2tfryTdXPacUEagVvk2BXkNjbdUm2QKV9rxTm5TvxYRHP31191LB6LGRubVAYGBycNLRoQZMGeARCgDa7NgEvi.jfif

ধাপ-৮

আমি অনেক চেষ্টা করে আমার বাংলা ব্লগ এর এই লোগোটি আর্ট করার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি তুলে ধরেছি ,আশা করি আপনাদের ভালো লাগবে।

20220101_233141.jpg

ধাপ-৯

আমার খুব পছন্দের দুজন শিল্পীকে আমি আমার চিতত্রাঙ্কনের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করেছি।

20220101_232901.jpg20220101_232832.jpg
আমার সর্বশেষ চিত্রাঙ্কন

আমার সবশেষ চিত্রাঙ্কন ছিলো ঘোড়া,যা আমি শুধুমাত্র কলমের মাধ্যমেই আর্ট করেছিলাম। বলে রাখছি-আমার প্রথম চিত্রাঙ্কন ও কিন্ত কলম দিয়ে ছিলো।

20220101_233220.jpg

আমার আজকের সকল চিত্রাঙ্কনের রিভিউ আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
ভালো থাকবেন সবাই,নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাইকে

IMG-20211109-WA0002.jpg

আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জাস্ট ওয়াও!! আপনার প্রতিটি ডাই প্রজেক্ট অনেক সুন্দর ছিল। আর্টগুলো করতে অনেক সময় লাগে। প্রতিটি আর্টই সুন্দর ভাবে মেলানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ডাই প্রজেক্ট গুলো শেয়ার করার জন‍্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ডাই পোস্ট গুলো অনেক সুন্দর হয়েছে ।আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আমাদের মাঝে সুন্দর সুন্দর সৃজনশীলতা সম্পূর্ণ পোষ্ট করার জন্য । আপনার সেলিব্রিটিদের স্কেচ আর্টগুলো ভাল লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পোষ্টের মাধ্যমে আপনার অনেকগুলো ডাই পোস্ট দেখতে পেলাম।

অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও রাজু ভাই দারুন ডাই ছিল সব গুলী অনেক সুন্দর লেগেছে।খুব নিখুত ভাবে একেছেন প্রতিটা চিত্র।শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার প্রতিটি পেন্সিল স্কেচ গুলো অসাধারণ ছিল। সবগুলো আর্ট একসাথে দেখে ভালই লাগলো। বিশেষ করে ত্রিমাত্রিক চিত্রাংকন এবং সর্বশেষ ঘোড়ার স্কেচ টি আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও সব গুলোই খুব সুন্দর ছিল।
আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনার প্রতিটি চিত্রাংকন কত সুন্দর হয়েছে যা বলার মতো না। আমার কাছে তৃতীয় এবং চতুর্থ চিত্রাংকন দুইটি অসম্ভব ভালো লেগেছে। আপনার আঁকার হাত খুবই সুন্দর বলতে হবে। আপনাকে আজকের এই ডাই পোস্টের লিংক এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

অসংখ্য ধন্যবাদ রাজু ভাই উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

জাস্ট অসাধারণ ভাই আপনি অনেক চমৎকার ভাবে আপনার সকল ডাই পোস্ট এর রিভিউ আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। সত্যিই আপনার ডাই পোস্ট গুলো অনেক সুন্দর, আপনার প্রতিটি ডাই পোস্ট দেখে আমি অবাক হই। আপনার এই সকল পোষ্টের মধ্যে ঘোড়ার চিত্রটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ জীবন ভাই উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

আপনি প্রতিদিন চিত্রাংকন দারুন ছিল। পেন্সিলের সুন্দর ব্যবহার আপনি করতে জানেন। ভালো লাগলো পুরনো ছবিগুলো দেখে আবার। ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ শুভ ভাই।

অসংংখ্য ধন্যবাদ রেজোয়ান ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

ভাই আপনার প্রতিটি ছবি ছিলো একদম দেখার মতো। আপনি একজন দক্ষ্য আর্টিস্ট আপনার ড্রয়িং দেখেই বুঝা যাচ্ছে। খুব ভালো হয়ছে। আশা করি এভাবেই প্রতিনিয়ত আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করবেন।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।