কিন্ত প্রকৃতপক্ষে কি ছিলো এই শিল্পবিপ্লব?
কিভাবেই বা শুরু হলো এটি?
পরবর্তী পৃথিবীতে শিল্প বিপ্লবের প্রভাবই বা কেমন ছিলো??
১৮৩৮ সালে ''অগাস্ট'' ব্লাংকি প্রথম শিল্পবিপ্লব শব্দযুগল ব্যবহার করে, পরবর্তী "জন স্টুয়ার্ট মিল"
ও "কার্ল মার্কস"
এর কল্যানে শিল্পবিপ্লব কথাটি জনপ্রিয়তা পায়। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের কৃষিভিত্তিক অর্থনীতি ভেঙে গিয়ে গোরাপত্তন হয় কৃষিভিত্তিক অর্থনীতি সমাজের।
নতুন নতুন কল কারখানা মানসম্পন্ন পন্য উৎপাদন এবং উৎপাদন পরবর্তী পরিবহন ব্যবস্থা বদলে দেয় পুরো বৃটেনের চাল চরিত্র।
১৭৬০ সালের দিকে ইংল্যান্ডে শুরু হওয়া শিল্পায়নের এই নবদিগন্তই ইতিহাসে শিল্পবিপ্লব নামে পরিচিত।
এমনটা নয় যে রাতারাতি শিল্পবিপ্লব এর বিবর্তন এর জোয়ার এসেছিলো মূলত শিল্পবিপ্লব ছিলো-একটি ধীরগতি পরিবর্তন। দশকের পর দশক ধরে ইউরোপ এর উন্নতিই ছিলো মূলত শিল্পবিপ্লব।
১৭৬০ সাল থেকে শুরু করে শিল্পবিপ্লব স্থায়ী হয়েছিলো ১৯০০ সাল পর্যন্ত। যদিও অনেকেই শিল্পবিপ্লব এর সীমানা রেখা ধরেন ১৯০১ সাল। রানী ভিক্টোরিয়ার প্রয়ানের সাথে সাথেই ইতি ঘটে শিল্পবিপ্লব এর। সে যাই হোক না কেন- শিল্পবিপ্লব সেইসময় শুধু ইউরোপ নয়,পাল্টে দিয়েছিলো পুরো বিশ্বের আর্থসামাজিক কাঠামো। তাদের পুরো যাত্রাটায় ছিলো রোমাঞ্চকর।
Image Source Unplash ইংল্যান্ড যখন উন্নতির পথে তখন আনন্দঘন মুহুর্ত
অষ্টাদশ শতকের শেষ ভাগে ইংল্যান্ডে হটাৎ ই জনসংখ্যা বাড়তে থাকে, ক্রমবর্ধমান এ জনসংখ্যার কারনে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদাও। এই চাহিদার যোগান দিতে গিয়ে একটু বড় সমস্যার মুখোমুখি হতে হয় বস্ত্রশিল্পের যোগান দাতাদের। সেইসময় কাপর তৈরি হতো তাতের তাঁত যন্ত্রের মাধ্যমে একেবারে হাতের বুনোনে। কিন্ত একজন কারিগর একটি মাত্র তাঁত যন্ত্রে একবারই কাপর বুনতে পারতেন। ফলে বস্ত্রবুনোন ছিলো একটি দীর্ঘ ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। কিন্ত ক্রমবর্ধমান এই চাহিদার সাথে এই ধীরগতি প্রক্রিয়া তাল মেলাতে পারছিলো না। ফলে প্রয়োজন দেখা দেয় নতুন প্রযুক্তির। ৬০এর দশকের শেষ দিকে স্ট্যানহিলে বসবাসরত এক অশিক্ষিত তাঁতি নতুন এক ধরনের সূতা কাটার যন্ত্র আবিষ্কার করেন, এটি দিয়ে সর্বোচ্চ আটটি সূতার কাটার টাকু ব্যবহার করা যেতো, ফলে দ্রুততর হয়ে যায় উৎপাদন ব্যবস্থা। বলতে গেলে, এখানে থেকে বস্ত্রশিল্পের উন্নতির ফলে শুরু হয় শিল্পবিপ্লবের। এরপর উন্নত হতে থাকে সেই আট টাকুর যন্ত্র। এক সময় সেই যন্ত্রের ৮০ টি পর্যন্ত সূতা কাটা যেতো। বস্ত্রশিল্পের এই অভাবনীয় প্রসার অন্যান্য ক্ষেত্রেও চলমান ছিলো। লোহা ও ধাতব পন্য উৎপাদনে প্রাচীন পদ্ধতির পরিবর্তে যন্ত্রচালিত কলকারখানার প্রসার ঘটতে থাকে।
Image Source উন্নত মেশিন তৈরি হওয়ার পর
এভাবে ৭০ এর দশকের মধ্যেই "ম্যানচেস্টার পার্নিংহাম" সহ ইংল্যান্ডের বিস্তির্ন এলাকাজুরে শুরু হয়ে যায় শিল্পবিপ্লব। শিল্পবিপ্লব এর ফলে বাড়তে থাকে কল কারখানার সংখ্যা। এর মধ্যে আবিষ্কৃত হয় বাস্পীয় ইঞ্জিন। কলকারখানা যন্ত্রচালিত উৎপাদন পায় নতুন দিশা। অল্প সময়ে অধিক উৎপাদনের ফলে ফুলে ফেপে উঠতে থাকে পন্য উৎপাদন ব্যবস্থা। একইসাথে বাড়তে থাকে অর্থনীতির আকার। মধ্যবিত্তের শ্রেনী নিজের ভাগ্য পরিবর্তন এর বড় সুযোগ দেখতে পান। ফলে তারা ঝুকি নিয়েই বিনিয়োগ করে শিল্পকারখানায়, আর অন্যদিকে উচ্চবিত্তরা আগে থেকেই কলকারখানার মালিক ছিলো। উচ্চলাভের আশায় তারা বাড়াতে থাকে কলকারখানার সংখ্যা। ফলে কয়েকবছর এর মধ্যেই কলকারখানার ধোয়ায় ভরে যেতে থাকে ইংল্যান্ডের আকাশ বাতাস। এসব কলকারখানায় কাজ করার জন্য সেসময় প্রয়োজন ছিলো বিপুল পরিমাণ শ্রমবল। ফলে গ্রামের অসচ্ছল সকল মানুষ কারখানায় শ্রম দিতে শুরু করে।
Image Source by Unplash ইংল্যান্ড ১৭৮০
ফলে শূন্য হয়ে যেতে শুরু করে ইংল্যান্ডের গ্রামগুলো। এই ফলে মুখথুবরে পড়তে থাকে কৃষিভিত্তিক সমাজ।
উনবিংশ শতকের গোড়ার দিকে এসে ইংল্যান্ড থেকে শিল্পবিপ্লব ছড়িতে পড়তে শুরু করে ইউরোপজুরে। সেইসময় ইংল্যান্ডে সবদিক থেকে রাজ করতো। এছাড়াও সেসময় ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলো বেশকিছু বিজ্ঞানী এবং উদ্ভাবক। ফলে নতুন নতুন যন্ত্রের উদ্ভাবনের কারনে সেইসময় ইংল্যান্ড কে শিল্পবিপ্লব এর জন্য আদর্শ করে তুলেছিলো। ইউরোপের উন্নতির ক্ষমতাধর দেশ জার্মানি আর ফ্রান্স যখন রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে ব্যস্ত তখনি ইংল্যান্ডে শুরু হয় উন্নয়নের বিপ্লব। তবে একবার পরিবর্তন এর হাওয়া লাগার পর পিছিয়ে থাকেনি কেউই। ইউরোপের সব দেশে চলেছে শিল্পায়নের এই বিপ্লব।
শিল্পবিপ্লব( Part-1)
শিল্প বিপ্লব নিয়ে আমি স্কুল জিবনে পড়ে ছিলাম। প্রায় ভুলেই গিয়েছিলাম আপনার পোস্ট পড়ে আবার মনে পড়ে গেল। অনেক সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট করেছেন আপনি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন, যেন আরও ভালো ভালো জ্ঞানমূলক তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্প বিপ্লব নিয়ে অনেক আগে স্টাডি করেছি। আপনি সুন্দর ভাবে যুক্তি ও তথ্য দিয়ে আমাদের বিশ্বকে বদলে দেওয়া এক বিপ্লবের কথা তুলে ধরেছেন। বর্তমান চতুর্থ বিপ্লব সেই বিপ্লবেরই ফসল। আপনার যতগুলো পোস্ট পড়েছি তার মধ্যে এটি সেরা ছিল। অনেক অনেক পড়াশুনা করতে হয়েছে এটি লেখার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু নিয়মিত আমার পোস্টগুলো পড়ার জন্য এবং গঠনমূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্প বিপ্লব নিয়ে অনেক সুন্দর লিখেছেন। এ সম্পর্কে খুটিনাটি সবকিছুই উপস্থাপন করেছেন।জগত সৃষ্টির শুরু থেকেই শিল্প বিপ্লব হয়ে আসছে বিধায় আমরা আজকের আধুনিকতায় পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্প বিপ্লব নিয়ে স্কুল লাইফে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে অনেক কিছু পড়েছিলাম। আপনার পোষ্টটি পড়ে আবার সেই শিল্প বিপ্লবের ইতিহাসের কাহিনী মনে পড়ে গেল। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শিল্প বিপ্লব নিয়ে একটি শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit