আত্মশুদ্ধি প্রয়োজন

in hive-129948 •  3 years ago 

প্রিয় বন্ধুরা

"আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার দায়ে চিরিটাকাল আমরা যেভাবে লড়াই করে যাই আসলেও কি এতটা প্রয়োজন? আজকের আলোচনার মূল বিষইয় হলো-আত্মশুদ্ধি। যা আমাদের অবশ্যই প্রয়োজন। চলুন শুরু করা যাক......

ricardo-gomez-angel-D9kOnC_1AHw-unsplash.jpg

Image Source by unplash

প্রথমেই...

আত্মশুদ্ধি সম্পর্কে আমাদের জানতে হবে। আত্মশুদ্ধি হলো নিজের আত্মাকে সংশোধন করা কিংবা পাপমুক্ত করা। আত্মশুদ্ধি যদিও ধর্মীয় একটা রীতি, এই রীতি প্রায় সকল ধর্মেই আছে। যাই হোক, যেহেতু মুল কাজই হলো আত্মাকে সংশোধন করা। যেসব কাজ আপনার ধর্মে খারাপ, সেইসব কাজ সব ধর্মেই খারাপ। খুন,ডাকাতি, ধর্ষন, মিথ্যা ইত্যাদি সব ধর্মে পাপ। ধর্মীয় ভাবেও যদি না দেখা হয় তাহলে মানবিক দিক থেকেও এসব খারাপ কাজ, এসব পাপেরকাজ। আমরা জীবন চলার পথে কতই না ভুল করে যাচ্ছি,সেসবের কয়টা হিসাব রাখি? রাখিনা তো? আমরা সবাই জানি আমাদের ভেতরে কতটা সত্য আছে আর কতটা মিথ্যা লুকিয়ে আছে। এমন অনেক কাজ আছে যেসব-ধর্মীয় দিক থেকে বলেন,মানবিকতার দিক থেকে বলেন, সকল দিক থেকেই করা পাপ জেনেও আমরা করি, অহরহ করেই যাচ্ছি। এসবের দায় কি আমাদের নিতে হবে না?? অবশ্যই এসবের দায় আমাদের নিজের নিতে হবে। একটু ভালো থাকার দায়ে আমরা যেভাবে পরিশ্রম করি তা যথেষ্ট সেটি যদি আমরা সৎ ভাবে চেষ্টা করি তাহলে এত পরিশ্রমের প্রয়োজন হয় না। মানে বলতে চাচ্ছি অসৎ পথে ভালো থাকতে গেলে আমাদের অনেক রিস্ক নিতে হয়,অনেক পরিশ্রম করতে হয় ইত্যাদি, যা সৎ পথে রিস্কের কোনো অপশন নেই, আর পরিশ্রম যাই করি না কেন আত্মতৃপ্তি থাকে।

খুব সাধারণ বিবেচনা...

elijah-hiett-wW0BUXTTUmU-unsplash.jpg

Image Source by unplash

আমরা যদি নিজের থেকে দিন শেষে একটু বসে যদি এমন হিসাব করি যে, আজকে আমি কতবার মিথ্যাকথা বলেছি, আজকে আমি কার মনে আঘাত করে কথা বলেছি, আজকের দিনে কি কি ভুল করেছি ইত্যাদি এসব ভেবে যদি আগামীকাল যেন আমার দ্বাড়া এসব না হয় তাহলেই আমাদের একটা সুন্দর ব্যাক্তিত্ব সৃষ্টি হয়ে যাবে। নিজেকে পাপমুক্ত রাখা মানে হলো মানষিক প্রশান্তি। নিজেকে সকল পাপ থেকে মুক্ত রাখেন,নিজেকে সকল খারাপ কাজ থেকে মুক্ত রাখেন,সকল ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখেন দেখবেন ভেতরে একটা আলাদা শান্তি অনুভূত হবে। এটা আমার কথা না, এটা সবার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। যখন নিজেকে কোনো পাপ কাজে জড়িয়ে ফেলবেন সেইটা আপনাকে হয়তো বা সাময়িক সময়ের জন্য অপার সুখ দেবে, কিন্ত সেইটা সাময়িক। একটা সময় গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়বেন, আপনার বার বার মনে হবে আমি বুঝি অনেক বড় একটা ভুল করেছি ,বার বার মনে হবে আমার একটু মানষিক শান্তির প্রয়োজন। এই দুনিয়ায় মানষিক শান্তির উপরে কিছু হয় না।এটাই চিরন্তন সত্য কথা।

সবশেষে বলতে চাই...

jon-tyson-CXEwcMsoFB8-unsplash.jpg

Image Source by unplash

আমরা নিজেকে পাপমুক্ত করতে হলে এবং নিজেকে মানষিক শান্তি দিতে হলে আমাদেরকে নিয়ম করে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি যে অনেক বড় একটা কিছু কিংবা আনুষ্ঠানিকভাবে করতে হবে এমনকিছু না। নিজের থেকে নিজের হিসাব নিতে হবে যে আমি কতবার ভুল করেছি, কেন আমার দ্বাড়া ভুল হচ্ছে বার বার, এর থেকে পরিত্রানের উপায় কি। আজ আমরা যদি সবাই নিজের থেকে পাপমুক্ত হই,নিজের থেকে খারাপকাজ,মিথ্যা থেকে মুক্ত হয়ে সত্যের পথে আসি তাহলে গড়ে উঠবে এক সুন্দর সমাজ,সুন্দর দেশ, সুন্দর পৃথিবী। এই কথাটার একটা আলাদা অর্থ আছে যেইটা হলো-নিজে ভালো তো দুনিয়া ভালো। আমি নিজে যদি ভালো হই, তাহলে সবাইকে আমার ভাল লাগবে। নিজে যদি সুন্দর মনের মানুষ হই তাহলে দুনিয়াটা আমার কাছে সুন্দর মনে হবে। দিন শেষে একটায় মেসেজ দিতে চাই সবাইকে-আত্মশুদ্ধিই দিতে পারে মানষিক প্রশান্তি,আত্মশুদ্ধির মাধ্যমেই গড়ে তুলতে পারি একটি সুন্দর সমাজ।

এখানে আত্মশুদ্ধি আমার নিজের মতো করে তুলে ধরেছি,ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোটি কোটি মানুষের ভিড়ে আজ ভালো মানুষ পাওয়া বড়ই দুষ্কর। মানুষ ভুল করবে এই টাই তো স্বাভাবিক।তবে এখন কার মানুষ ভুল করে আর ভুল থেকে বের হওয়ার চেষ্টা করে না। সেই ভুলের সাগরে ডুবে থাকে। আত্মশুদ্ধির মাধ্যমে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারি। সময় পোযোগী অনেক সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া ♥️

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার পোস্টটি পড়ে বাস্তবতা টাকে নিজের চোখে দেখতে পাচ্ছি। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা অন্যের ক্ষুব্ধ ধরে বেড়ায় কিন্তু নিজের ত্রুটিগুলো সংশোধন করে না। সমাজের এমন মনোভাব আসলেই নিন্দনীয়। আমাদের সবার উচিত আমরা নিজেকে সংশোধন করা নিজে ভাল হব পাপ মুক্ত হবো তাহলে এই দুনিয়াটা আরো সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে বাস্তবতার চিত্র টি তুলে ধরার জন্য।

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।