প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান রাব্বুল আল-আমীন এর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা জায়গা যা ঐতিহাসিক। উক্ত স্থান ঐতিহাসিক মসজিদ এর জন্য বিখ্যাত। আমরা কয়েকজন সেখানে গিয়েছিলাম ভ্রমন এর উদ্দেশ্যে,ঐ জায়গা টা আমার খুব দেখার ইচ্ছা ছিলো,আজ ঘুরেই আসলাম। ঘোরাঘুরির ফাকে খুব সামান্যভাবেই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো জায়গা টা দেখানোর চেষ্টা করেছি। উক্ত স্থান সম্পর্কে আমি কিছু তথ্য ও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক............
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে,মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন সুরা মসজিদ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলির চৌগাছা এলাকায়।৪০০ বছর আগের মসজিদটির কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে
অনেকের ধারনা,১৬ শতকের সুলতানী আমলে-হোসেন শাহীর শাসনকালে এটি নির্মান করা হয়েছে। মসজিদটির বাইরের দিকের
আয়তন উত্তর দক্ষিনে ৪০ ফুট ও পূর্ব পশ্চিমে ২৬ ফুট। ৪ ফুট উচু ও মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদের কাঠামো গড়ে উঠেছে। এর প্রধান কক্ষের আয়তন
ভেতরে ১৬।১৬ ফুট । পুরো মসজিদের দেয়ালে অসংখ্য মৌলিক টেরাকোটার অলংকরণ যা এই ইমারতের বাহ্যিক সৌন্দর্যকে বর্ধিত করেছে।
চুন সুরকীর সাহায্যে ছোট আকৃতির ইট দ্বাড়া নির্মিত মসজিদের দেয়াল প্রায় ২ মিটার প্রসস্ত।মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলীয় গম্বুজ দ্বাড়া আবৃত। বারান্দায় রয়েছে এক সাড়িতে অমুরুপ তিনটি গম্বুজ
এখানে প্রতিদিন কেউ আসেন মসজিদের সৌন্দর্য দেখতে আবার অনেকেই আসেন মনের আশা পুরনের জন্য মানত করতে। সব মিলিয়ে পর্যটকের পদচারনায় বেশ জমজমাট থাকেন এই মসজিদ প্রাঙ্গন।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
সুরা মসজিদের মূল ফটক ছিলো এই গেইট। গেট দিয়ে প্রবেশ করলেই মসজিদের মূল কাঠামো চোখে পরবে।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলীয় গম্বুজ দ্বাড়া আবৃত। বারান্দায় রয়েছে এক সাড়িতে অনুরুপ তিনটি গম্বুজ। আসলে এই মসজিদের সৌন্দর্য সরাসরি দেখলেই খুব ভালো বোঝা যায়। পুরো মসজিদ টি পোড়ামাটির ফলক দ্বাড়া আবৃত। পোড়ামাটির এমন কারকার্য আর চুল সুরকির অভিনব ব্যবহারই বলে দেয় এই মসজিদ কতটা কৌতুহলের যোগান দেয়।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
সুরা মসজিদের সামনে এই পুকুরের ও অনেক ইতিহাস আছে,আমি ঠিক কোথায় জানবো এই ব্যাওয়ারে তার কোনো হদিস পাইনি যার কারনে আপনাদের কাছে আমি দুঃখিত। পর্যটকদের কাছে এই পুকুরও এক বিস্ময় এর জায়গা।এই পুকুর মূলত মুসল্লীদের ওযু করতেই বেশি সহায়তা করে।পুকুরের চারপাশে রয়ে কবর।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
আমি ভিডিওর মাধ্যমেই ঐতিহাসিক সুরা মসজিদ এর সম্পুর্ন টা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন।ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
ভাইয়া আপনার ঐতিহাসিক সুরা মসজিদ ভ্রমন আমার কাছে ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার ভিডিও টা। ৪০০ বছর আগের এই মসজিদ টি এখনো কতটা সুন্দর রয়েছে।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো ঐতিহাসিক সুরা মসজিদ ভ্রমন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু এমন উৎসাহমূলক সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ভ্রমণের কিছু দৃশ্য ভিডিও সহ দেখে সত্যিই অনেক ভালো লাগলো আমার। সুরা মসজিদ দেখতে সত্যিই অনেক ভালো লাগতেছে। সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সুরা মসজিদ ভ্রমণ করছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার ভ্রমণের ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ছবি শেয়ার করেছেন এবং বর্ণনা করেছেন। আমার কছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানগুলো ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। দিনাজপুরের অনেক ঐতিহ্য দেখা হলেও সূরা মসজিদটি কেন যেন বাদ পড়ে গেছে। আপনার পোস্টটি পড়ে দেখার আগ্রহ জাগল। আশা করি পরে কখনো দেখতে যাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাল্লাহ, চলে আসেন ভাই।দেখে যাবেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনি পুরাতন একটি মসজিদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এই মসজিদ টি একটি ঐতিহাসিক পুরনো মসজিদ। তবে মসজিদটির আরো ক্লোজ ফটোগ্রাফ নিলে ভালো হতো তাহলে কারুকাজ গুলো ভিডিও বাদেও প্রকাশ পেতো। অনেকের নেট প্রবলেমের কারনে হয়তো ভিডিওটি দেখতে পারবেনা । যাই হোক সব মিলিয়ে ঠিকঠাক। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit