শুভ রজনি,
আজকে আমি বয়ঃসন্ধিকালের কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানীক তথ্য এবং নিজের কিছু মতামত শেয়ার করবো। আমি কমেন্টে আপনাদের সহমতের চেয়ে নিজ নিজ একক মতামতকে বেশি পছন্দসই মনে করবো।
বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি
আমার কিছু জমে থাকা কথাঃ
আমি আমার কথা শুরু করতেছি বাংলাদেশের সৃষ্ট বিদ্যাপিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু'র উদ্যোগে এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের সহায়তায় ক্যাম্পাসে চালু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ১০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে।এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে কিছু কিছু বিষয় উন্মুক্ত করে দেওয়া দরকার এবং ছেলে মেয়েদের সঙ্গে প্রচুর আন্তরিক হওয়া দরকার।এবং পারিবারিকভাবে নিম্নের শিক্ষাগুলো সন্তানদের মাঝে প্রবেশ করানো দরকার। যদি বাবা-মা চেষ্টা করে তাহলে খুব সহজেই তা সম্ভব।আমার মন্তব্য এখানে পারিবারিকভাবে আমাদের আগে সচেতন হতে হবে, তাহলে সমাজ সচেতন হবে। ছেলে-মেয়েদের নিয়ে আমরা যে সমস্যায় পরি, সেই সমস্যাগুলোর সমাধান আমরা নিজেরাই জানি কিন্তু আমাদের কাজের ব্যস্ততা এবং অলসতার জন্য সন্তানদের সময় দেই না ফলে তারা বাবা-মায়ের কাছে থেকে প্রত্যাশিত অনেক শিক্ষা থেকে বঞ্চিত হয়....!মোটরের ওপর আমি কোন শিক্ষায় খুঁজে পাইনা, যে আমরা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাগুলি দিতে পারছি....?!
বৈজ্ঞানিক তথ্যঃ
আমাদের দেশে প্রেক্ষাপটেই ছেলে ও মেয়েদের বয়সন্ধিকালের সময়ঃ
ছেলেদের | মেয়েদের |
---|---|
১৩-১৫ বছর | ১১-১৩ বছর |
শীতপ্রধান দেশের ছেলেমেয়েদের এ ঘটনা আরো তিন-চার বছর পরে ঘটে।
বয়ঃসন্ধি তে হরমোনের ভূমিকাঃ
ছেলেদের ক্ষেত্রে হরমোনের প্রভাব
- নম্বর পিটুইটারি গ্রন্থি ক্ষতির ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার বৃদ্ধিকে উদ্দীপ্ত করে এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া অনুসরণ নিয়ন্ত্রণ করে।
- পিটুইটারি গ্রন্থির ক্ষতির লুটিনাইজিং হরমোন শুক্রাশয় এর লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়।
- শুক্রাশয় এর টেস্টোস্টেরেন হরমোন মুখ্য ও গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়, শুক্রাণু সৃষ্টি করে এবং গৌণ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
- অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষরিত সেক্স কটিকযয়েড হরমোন পুরুষ জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
মেয়েদের ক্ষেত্রে হরমোনের প্রভাবঃ-
- পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের ফলিকলের পরিপক্কতা আনে এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
- পিটুইটারি গ্রন্থির ক্ষরণ লুটিনাইজিং হরমোন ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়।
- ডিম্বাশয়ের ইস্ট্রোজেন হরমোন মুখ্য ও গৌণ যৌনাঙ্গের বিকাশ ঘটায় সৃষ্টি করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়
- ডিম্বাশয়ের প্রোজেস্টেরন হরমোন জরায়ুর প্রাচীরকে ভ্রুণ সংলগ্ন হওয়ার উপযোগী করে।
ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনঃ
আলোচ্য বৈশিষ্ট্য | ছেলে | মেয়ে |
---|---|---|
১. লোম | মুখ, বগল, শ্রোণিদেশ | বগল ও শ্রোণিদেশ |
২. পেশি | বলিষ্ঠ ও সুগঠিত হয় | তেমন নয় |
৩. মেদ | মুখ ও পেটে সঞ্চিত হয় | কোমরও নিতম্বে সঞ্চিত হয় |
এটা ঠিক বলেছেন ভাইয়া আগে নিজে সচেতন হই তারপরে সমাজ। সত্যি ভাইয়া আপনি বয়ঃসন্ধিকাল নিয়ে একটি তথ্যমূলক প্রতিবেদন লিখেছেন, পড়ে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বয়ঃসন্ধিকাল ছেলে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই বিষয়ে পরিবারকে আগে এগিয়ে আসা উচিত। ভালো লেখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বয়:সন্ধিকাল নিয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব ভালো লিখেছেন আপনি।আপনার পোস্টটি থেকে আমার অনেক কিছুই শেখা হয়েছে।
শ্রোণিদেশ এই জিনিসটা কি আমি ক্লিয়ার হতে পারিনি।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে বোঝার জন্য ভাইয়া, গোপনাঙ্গ, আশা করছি এই কথার মাধ্যমেই বুঝতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বয়সন্ধিকাল নিয়ে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই বয়সন্ধিকাল নিয়ে আমাদের প্রতিটি মানুষেরই জানা প্রয়োজন। এটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, আমরা সবাই চেষ্টা করবো নিজ নিজ জায়গায় থেকে সচেতনতা বাড়ানোর এবং সন্তানের বোঝার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit